1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জীবজন্তু ভালোবাসা

ক্লাউস এস্টারলুস/এসি১৯ সেপ্টেম্বর ২০১৫

ব্রিয়া মেয়েটির জন্ম ২০০৬ সালে৷ ইতিমধ্যেই সে ছবি আঁকার মাধ্যমে বিভিন্ন প্রজাতির বিপন্ন জীবজন্তুকে বাঁচাতে চায়, ছবি বিক্রির টাকা দেয় পরিবেশ সংরক্ষণকারীদের৷ ডিডাব্লিউ-র ব্রিয়া-র সঙ্গে আলাপচারি৷

Deutschland - Brias Tierbilder
ছবি: A. Neff

ডিডাব্লিউ: ব্রিয়া, তোমার এই সব পরিকল্পনা এলো কোথা থেকে?

ব্রিয়া: আমি আর আমার মা বিপন্ন প্রজাতির জীবজন্তুদের সম্বন্ধে পড়ছিলাম৷ আমার বিশ্বাসই হচ্ছিল না, কত রকমের জীবজন্তু আজ নিশ্চিহ্ন হবার মুখে৷ আমার খুব খারাপ লেগেছিল৷ তাই ভাবলাম, আমি কিছু একটা করবো৷ তখনই আমি ঠিক করি যে, আমি বিপন্ন প্রজাতির জীবজন্তুদের ছবি আঁকব, তারপর ছবিগুলো বেচে, সেই টাকা দিয়ে ওদের বাঁচাব৷

এ'পর্যন্ত তুমি যে সব ছবি এঁকেছো, তার মধ্যে কোনটা তোমার সবচেয়ে ভালো লাগে?

‘‘বিগ ব্লু'' হলো আমার সবচেয়ে প্রিয় ছবি৷ ওর মানে নীল তিমি৷ ওটা আমার ফেবারিট কেননা আমার তিমি মাছের মুখটা খুব ভালো লাগে৷

ব্রিয়ার সবচেয়ে পছন্দের ছবি এটি, নাম ‘‘বিগ ব্লু''ছবি: A. Neff

আর তোমার সবচেয়ে প্রিয় জন্তু?

আমার প্রিয় জন্তু হল চিতাবাঘ৷ কেননা ওদের মুখের খুঁটিনাটি আমার খুব ভালো লাগে৷

তুমি আঁকা পছন্দ করো কেন?

আমি অ্যাক্রিলিক রং পছন্দ করি কেননা ওটা বেশ পুরু আর জ্বলজ্বলে, আর আমি ঐ রং দিয়ে খুঁটিনাটি আঁকতে পারি৷ আমার আঁকতে খুব ভালো লাগে৷

তুমি তোমার ছবির প্রেরণা পাও কোথা থেকে? তুমি কি ফটো থেকে আঁকো, নাকি চিড়িয়াখানায় যাও?

বই-এর ছবি থেকে প্রেরণা পাই, ইন্টারনেটে খোঁজ করি, ছবি দেখি৷

কোনটা আঁকতে সবচেয়ে মজা লাগে আর কোনটা আঁকা সবচেয়ে শক্ত?

চোখ আঁকা খুব শক্ত, কিন্তু সেটাই আমার সবচেয়ে ভালো লাগে৷

আগামী ১০ বছরে ৩,০০০ ছবি আঁকার পরকল্পনা ব্রিয়ারছবি: A. Neff

কি করে জানো, এর পরে কোন জন্তুর ছবি আঁকবে?

খোঁজ করে বার করি৷ আমার পরের ছবিটা হবে একটা সাদা ময়ূর৷

তুমি ছবি আঁকা থেকে তোমার যে রোজগার হয়, তা ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যানিমাল ওয়েলফেয়ার-কে দাও৷ সেটা কেন?

আমার ইফ-কে পছন্দ কেননা ওরা সারা পৃথিবীতে জীবজন্তুদের সাহায্য করে৷ ওদের একটা ছোটদের আঁকার প্রতিযোগিতাও আছে৷ এছাড়া ছোটদের জীবজন্তুদের সম্পর্কে জানবারও ব্যবস্থা আছে৷

তুমি কি শিল্পী হতে চাও?

আমি বড় হয়ে একজন নাম-করা শিল্পী হতে চাই৷

যারা এই সাক্ষাৎকারটি পড়বেন, তাদের তুমি কী বলবে?

জীবজন্তুরা ছাড়া আমরাও থাকব না৷ আমাদের সকলেরই এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ