জীবনধারণের খরচ বেড়ে যাওয়া নিয়ে সবচেয়ে উদ্বিগ্ন জার্মানরা
১৯ সেপ্টেম্বর ২০২৫
দীর্ঘদিন ধরে নেয়া জরিপে দেখা যাচ্ছে, জীবনধারণের খরচ বেড়ে যাওয়ায় জার্মানরা বিপন্ন বোধ করছেন।
জার্মানদের সবচেয়ে বড় চিন্তা হলো জিনিসের দাম নিয়েো। ছবি: Patrick Pleul/dpa/picture alliance
বিজ্ঞাপন
ইউক্রেনের যুদ্ধ এখনো বন্ধ হয়নি, মুদ্রাস্ফীতি ও ডনাল্ড ট্রাম্পের বিতর্কিত সিদ্ধান্তও বিশ্বে প্রভাব ফেলছে, তবে সেসব নিয়ে জার্মানরা আর আগের মতো ভয় পাচ্ছেন না।
অনেকেই জার্মানদের উদ্বেগকে এইভাবে ব্যাখ্যা করেন, জার্মানরা দ্বিধান্বিত, হতাশ, সতর্ক এবং নিজেদের সুরক্ষা নিয়ে ভয়ংকরভাবে চিন্তিত।
২০২৫ সালে জার্মানরা কী নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন বা ভয় পাচ্ছেন এই বিষয় নিয়ে প্রচুর সমীক্ষা হয়েছে। ১৯৯২ সাল থেকে বিমা কোম্পানি আর প্লাস ভি ফ্যাজিসাহোঙ্গ এই বিষয়ে সমীক্ষা করছে।
মারবুর্গ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী ইসাবেলা এই সমীক্ষার পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন। তিনি ডিডাব্লিউকে বলেছেন, ''এটা অত্যন্ত স্বস্তির বিষয়। মানুষ এখন ভবিষ্যতের ভয় নিয়ে চিন্তিত নয়, বরং তারা বর্তমানকে নিয়ে ভাবছে। আর্থিক পরিস্থিতি ও জীবনধারনের খরচ বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন। তবে আগের মতো তারা আর বিচলিত বোধ করছেন না।''
জার্মানরা তাদের অধ্যবসায়, কর্তব্যবোধ, নির্ভরযোগ্যতা এবং উত্পাদনশীলতার জন্য সুপরিচিত৷ কিন্তু ওইসিডির পরিসংখ্যান বলছে, সংস্থার ৩৮টি দেশের মধ্যে জার্মানরা ২০২২ সালে গড়ে সবচেয়ে কম সময় কাজ করেছেন৷
ছবি: Monkey Business 2/Shotshop/imago images
পরিসংখ্যান
অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা ওইসিডির পরিসংখ্যান বলছে, ২০২২ সালে একজন মার্কিন নাগরিক গড়ে ১,৮১০ ঘণ্টা কাজ করেছেন৷ আর একজন জার্মান করেছেন গড়ে ১,৩৪০ ঘণ্টা (সপ্তাহে ২৫.৮ ঘণ্টা), যা ওইসিডির ৩৮ সদস্যরাষ্ট্রের মধ্যে সবচেয়ে কম৷
ছবি: Ute Grabowsky/imago images/photothek
কলম্বিয়ানরা সবচেয়ে বেশি সময় কাজ করেছেন
২০২২ সালে কলম্বিয়ার একজন নাগরিক ২,৪০৫ ঘণ্টা কাজ করেছেন, অর্থাৎ সপ্তাহে ৪৬.৩ ঘণ্টা৷ এরপর আছে মেক্সিকো (২,২২৬ ঘণ্টা), কস্টারিকা (২,১৪৯ ঘণ্টা) ও চিলি (১,৯৬৩ ঘণ্টা)৷
ছবি: Darryl Dyck/The Canadian Press via AP/picture alliance
জার্মানরা অলস হয়ে গেছেন?
ওইসিডির পরিসংখ্যান দেখে তেমনটা মনে হলেও জার্মানির ইনস্টিটিউট ফর এমপ্লয়মেন্ট রিসার্চ আইএবির বাজার গবেষক এনৎসো ভেবার তেমনটা মনে করেন না৷ তিনি বলেন, অন্য দেশগুলোর তুলনায় জার্মানিতে নারী কর্মীর সংখ্যা বেশি৷ তবে অন্য দেশগুলোর সঙ্গে পার্থক্য হচ্ছে, জার্মানির প্রতি দুইজন নারী কর্মীর একজন পার্ট-টাইম চাকরি করেন৷ ফলে গাণিতিক হিসেবে বার্ষিক কর্মঘণ্টার গড় কমে যায়৷
ছবি: Julian Stratenschulte/dpa/picture alliance
হিসাব
ভেবার বলেন, একটি দেশে দুজন পুরুষ যদি ১০ ঘণ্টা করে কাজ করেন তাহলে গড় কর্মঘণ্টা হবে ১০+১০= ২০/২, অর্থাৎ ১০৷ কিন্তু অন্য আরেক দেশে যদি দুজন পুরুষ ১০ ঘণ্টা করে কাজ করেন, আর একজন নারী কাজ করেন চার ঘণ্টা, তাহলে গড়টা কমে ৮ হয়ে যায় (১০+১০+৪)/৩ = ৮৷
ছবি: Marijan Murat/dpa/picture alliance
৭৭ শতাংশ জার্মান নারী চাকরি করেন
ভেবারের প্রতিষ্ঠান আইএবির গবেষণা বলছে, বর্তমানে ৭৭ শতাংশ জার্মান নারী কাজ করছেন, যা ৩০ বছর আগের তুলনায় অনেক বেশি৷ তবে অনেক নারী পার্ট-টাইম হিসেবে কাজ করছেন৷
ছবি: Pond5 Images/IMAGO
6 ছবি1 | 6
গতবছরও জিনিসের দাম বাড়া নিয়েই জার্মানরা সবচেয়ে বেশি চিন্তাপ্রকাশ করেছেন। মুদ্রাস্ফীতি নিয়ে তারা খুবই চিন্তিত।
আর্থিক অনটনের চিন্তা তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তাছাড়া তারা ভাবছেন, কর বাড়তে পারে, কল্যাণমূলক ব্যবস্থা কাটছাঁট হতে পারে এবং আবাসনের খরচ জোগাতে পারবেন না।
অভিবাসন নিয়ে চিন্তা
জার্মানদের চিন্তা ও উদ্বেগের তালিকায় দুই নম্বর জায়গায় আছে অভিবাসন ও অভিবাসী। বিশেষ করে পূর্ব জার্মানির মানুষ এ নিয়ে খুবই উদ্বিগ্ন।
তবে ২০২৫ সালের প্রথমার্ধে জার্মানিতে আশ্রয় চাওয়া মানুষের সংখ্যা ছিল ৭৩ হাজার, যা আগের বছরের তুলনায় ৫০ শতাংশ কম। তার কারণ অবশ্য আগের সরকার অভিবাসন নীতিতে কড়াকড়ি করেছিল।