জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে নাগরিক অসন্তোষ: ঝুঁকিতে বাংলাদেশ
১১ মে ২০২২
বিশ্বব্যাপী জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে বাংলাদেশসহ উদীয়মান অর্থনীতির দেশগুলোতে চলতি বছর সামাজিক অস্থিরতার উচ্চ ঝুঁকি রয়েছে৷ ইংল্যান্ড ভিত্তিক একটি বৈশ্বিক ঝুঁকি পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে৷
বিজ্ঞাপন
১৩২টি দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী ছয় মাসের নাগরিক অস্থিরতা সূচক (সিভিল আনরেস্ট ইনডেক্স) প্রকাশ করেছে বৈশ্বিক ঝুঁকি এবং কৌশলগত পরামর্শক প্রতিষ্ঠান ভেরিস্ক ম্যাপলক্রফট৷ প্রতিবেদনে তারা বলেছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে বিশ্বের সব দেশের সরকারের উপরই চাপ বাড়ছে৷ এক্ষেত্রে মধ্য আয়ের দেশগুলো বেশি ঝুঁকিতে রয়েছে৷ তাদের সূচকে উচ্চ ঝুঁকি বা চরম ঝুঁকিতে থাকা দেশগুলোর দুই-তৃতীয়াংশই বিশ্ব ব্যাংকের নিম্ন মধ্যম বা উচ্চ মধ্যম আয়ের দেশের তালিকাভুক্ত৷
এরইমধ্যে অর্থনৈতিক সংকটের কারণে জনরোষের মুখে শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীসহ মন্ত্রীসভার অধিকাংশ সদস্য পদত্যাগ করেছেন৷ কয়েক মাস আগে কাজাখস্তানেও দেখা দেয় অস্থিরতা৷ ম্যাপলক্রফট বলছে, চলতি বছর এমন অস্থিরতার ঝুঁকি আছে অন্য উদীয়মান অর্থনীতির দেশগুলোতেও৷ এক্ষেত্রে যে ১০টি দেশকে আলাদাভাবে নজরে রাখার কথা বলা হয়েছে সেগুলো হলো: আর্জেন্টিনা, ব্রাজিল, মিশর, টিউনিসিয়া, লেবানন, সেনেগাল, কেনিয়া, পাকিস্তান, বাংলাদেশ ও ফিলিপাইন্স৷
কলম্বোয় বিক্ষোভকারীরা পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাকসের বাড়ি ঘিরে ধরে দুইটি গেট ভেঙে দেয়। তারপরই সেখানে সেনা মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রীর বাড়ির সামনেই বাস পুড়িয়েছে বিক্ষোভকারীরা।
ছবি: Ishara S. Kodikara/AFP
প্রেসিডেন্টের অফিসের সামনে আগুন
হামবানকোটায় রাজাপাকসেদের পৈত্রিক বাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। এছাড়া তিনজন সাবেক মন্ত্রী ও দুই জন পার্লামেন্ট সদস্যর বাড়িতেও আগুন ধরিয়ে দেয়া হয়। প্রেসিডেন্টের অফিসের সামনেও আগুন ধরানো হয়। উপরের ছবিটি প্রেসিডেন্টের অফিসের সামনে।
ছবি: Ishara S. Kodikara/AFP/Getty Images
প্রেসিডেন্ট অফিসের সামনে সংঘর্ষ
প্রেসিডেন্টের অফিসের সামনে তার সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। উপরের ছবিতে রাজাপাকসে-পন্থিরা একজন বিরোধী বিক্ষোভকারীকে মারছে।
ছবি: Buddhika Weerasinghe/Getty Images
বিশাল নিরাপত্তা বাহিনী
প্রেসিডেন্টের অফিস ঘিরে রেখেছে নিরাপত্তাবাহিনী। সোমবার সেখানে প্রচুর সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।
ছবি: Ishara S. Kodikara/AFP/Getty Images
নিরাপত্তা বাহিনীর গুলি ও কাঁদানে গ্যাস
নিরাপত্তা বাহিনীর কর্মীরা বিক্ষোভ থামাতে গুলি চালান। তার আগে কাঁদানে গ্যাসও ব্যবহার করা হয়েছিল।
কলম্বোর অনেক রাস্তাই ছিল বিক্ষোভকারীদের দখলে। তারা বাস পুড়িয়েছে. পুলিশ ও দাঙ্গাবিরোধী পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। ক্ষমতাসীন দলের রাজনীতিক দেখলেই বিক্ষোভ দেখিয়েছে। সংঘর্ষ ও পুলিশের হাতে একশ জন আহত হয়েছেন।
ছবি: Eranga Jayawardena/AP Photo/picture alliance
প্রধানমন্ত্রীর সমর্থকরা
চাপের মুখে পদত্যাগ করেছেন মাহিন্দ্র রাজাপাকসে। তার ছবি নিয়ে সমর্থকরা রাস্তায় নেমেছেন।
ছবি: Ishara S. Kodikara/AFP/Getty Images
প্রধানমন্ত্রীর বাড়ির সামনে
মাহিন্দ্র রাজাপাকসের বাড়ির সামনেও তার সমর্থকরা এসেছেন। স্লোগান দিচ্ছেন। বিক্ষোভকারীদের সঙ্গে তাদের সংঘর্ষও হয়েছে।
ছবি: Eranga Jayawardena/AP/picture alliance
পুলিশকেও আটকানো হচ্ছে
পুলিশের বাইকও যেতে দিতে রাজি নন বিক্ষোভকারীরা।
ছবি: AP/picture alliance
10 ছবি1 | 10
প্রতিবেদনে বলা হয়েছে, মহামারির সময়ে এই দেশগুলো তাদের জনগণের সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করেছে৷ কিন্তু ক্রমবর্ধমান জীবনযাত্রায় ব্যয় বহন করতে গিয়ে তারা এখন হিমশিম খাচ্ছে৷ খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি এশিয়ার দেশগুলোর জন্য অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে৷
রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বেড়ে চলেছে৷ বাড়ছে জ্বালানির দামও ৷ এতে সবচেয়ে বিপাকে পড়ছে আমদানি নির্ভর দেশগুলো৷ ম্যাপলক্রফট বলছে, এই মুহূর্তে কোন সমাধান না থাকায়, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির এই সংকট ২০২৩ সাল পর্যন্ত অব্যাহত থাকবে৷