1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চাকরি খোঁজায় নতুন কৌশল

৫ ডিসেম্বর ২০১৫

যুক্তরাষ্ট্রের একটি অনলাইন ডেটিং কোম্পানি এবার তার ব্যবহারকারীদের চাকরি খুঁজে দেয়ার পরিকল্পনা করছে৷ ২০১৬ সালে এই প্রক্রিয়া শুরু হতে পারে৷

Symbolbild Lebensqualität Internet
ছবি: imago/McPHOTO

ইহারমোনি নামের এই ডেটিং সাইট ‘এলিভেটেড ক্যারিয়ার্স' নামক একটি অনলাইন এমপ্লয়মেন্ট সেবা চালু করতে যাচ্ছে৷ যে উপায় ব্যবহার করে তারা ব্যবহারকারীদের জীবনসঙ্গী খোঁজায় সহায়তা করছে সেই একই পদ্ধতি চাকরি খোঁজার ক্ষেত্রেও কাজে লাগাবে তারা৷

প্রশ্নমালা তৈরি ও অ্যালগোরিদম ব্যবহার করে সম্ভাব্য জীবনসঙ্গী খুঁজে দেয় ইহারমোনি৷ এভাবে তাদের মাধ্যমে প্রতিদিন গড়ে ৪৩৮ জন মানুষ বিয়ে করছেন বলে দাবি তাদের৷

চাকরিদাতাদের সঙ্গে চাকরিপ্রার্থীদের মিলন ঘটাতে যে প্রক্রিয়া ব্যবহার করা হবে সেটা জানিয়েছে এলিভেটেড ক্যারিয়ার্স৷

এলিভেটেড ক্যারিয়ার্স এর ঊর্ধ্বতন কর্মকর্তা ড্যান এরিকসন মনে করেন, এর মাধ্যমে চাকরি দেয়া ও চাকরি পাওয়া বিষয়টি একটি নতুন মাত্রা পাবে৷

যুক্তরাষ্ট্রের মানবসম্পদ বিষয়ক এক কোম্পানির কর্মকর্তা মাইকেল হেবারমান-ও মনে করেন এই বিষয়টি ‘গেম চেঞ্জার হতে পারে'৷

টুইটার ব্যবহারকারীরাও নতুন এই সাইট চালুর খবরে প্রতিক্রিয়া দেখাচ্ছেন৷

গবেষণা বলছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় ২২ শতাংশ দম্পতির পরিচয় হয় অনলাইনে৷

জেডএইচ/ডিজি (রয়টার্স)

বন্ধুরা, আপনি কি কখনও অনলাইন ডেটিং করেছেন? আপনার অভিজ্ঞতা কেমন ছিল? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ