1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জীবনের তাগিদে মাছ বিক্রি করেন যিনি

৩০ জুলাই ২০১৮

ভারতের এক শিক্ষার্থী ক্লাস শেষে বিকেলে মাছ বিক্রি করতেন৷ মূলত জীবিকার তাগিদে এই কাজ করতে গিয়ে ইন্টারনেটে ট্রলের শিকার হন তিনি৷ তবে প্রতিবাদও হচ্ছে৷

Youtube Screenshot - Hanan Hamid: College-going, fish-selling girl bullied on social media
ছবি: Youtube/The Times of India

ভারতের কেরালার ঘটনা৷ কলেজ পড়ুয়া হানান হামিদ ক্লাস শেষে মাছ বিক্রি করতেন রাস্তাঘাটে৷ তবে তিনি যেখানে থাকতেন, সেখানে নয়৷ বেশ খানিকটা দূরে অন্য শহরে গিয়ে জীবিকার তাগিদে এই কাজ করতেন তিনি৷ 

কিন্তু কোনোভাবে এক ব্যক্তি তাঁর মাছ বিক্রির ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেন৷ এরপর তাঁর ইউনিফর্ম এবং মেকআপ পরা অবস্থায় মাছ বিক্রির বিষয়টি নিয়ে ইন্টারনেটে ট্রল করতে শুরু করেন অনেকে৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, মেয়েটি অত্যন্ত ভেঙে পড়েন৷

তবে পরিস্থিতি বদলাতে সময় লাগেনি৷ ভারতে অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন দ্রুত৷ দেশটির মূলধারার গণমাধ্যমে শিক্ষার্থীর মাছ বিক্রি এবং তাঁকে নিয়ে ট্রলের বিষয়টি উঠে আসে৷ ফলে নড়েচড়ে বসে প্রশাসন৷ ইতোমধ্যে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি, ধারণা করা হচ্ছে প্রথম হানানের ভিডিও করে ইন্টারনেটে প্রকাশ করেছিলেন৷

প্রশ্ন হচ্ছে, শিক্ষার্থী হয়ে মাছ বিক্রি করা কি অপরাধ? দেখুন ভিডিওটি এবং জানান আপনার মতামত৷

এআই/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ