1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জীবনে কখনো রান্না করেন নি ম্যাডোনা

১৫ জানুয়ারি ২০১২

পপ গায়িকা ম্যাডোনা কোনদিন রান্না করেন নি৷ যদিও তার ১৫ বছর বয়সি মেয়ে লুর্ডে নিয়মিতই রান্নার কাজটা সারেন৷ সম্প্রতি এক সাক্ষাৎকারের নিজের জীবনের এই দিকটি স্বাভাবিক হিসেবেই তুলে ধরলেন ‘ম্যাটারিয়াল গার্ল’৷

ম্যাডোনাছবি: AP

দেখতে দেখতে ৫৩টি বসন্ত পার করে ফেলেছেন পপ সম্রাজ্ঞী বলে পরিচিত মার্কিন গায়িকা ম্যাডোনা৷ নারী মানেই রাধুনি, এই কথা অন্তত তার কাছে কোন পাত্তা পায় না৷ এই প্রশ্নের জবাবে তিনি যুক্তরাষ্ট্রের এবিসি টেলিভিশনকে বলেন, ‘‘আমার মনে পড়ে না আমি কোনদিন পুরো একটি খাবার নিজে রান্না করেছি৷ সবাই তো রান্না করে৷ আমার নিজের রাধুনি আছে, আমার মেয়ে রান্না করতে পছন্দ করে, আমার ঘরের লোকেরা রান্না করে৷'' আপনি কি কিছুই রান্না করেন না? এই প্রশ্ন করা হলে ম্যাডোনার সাফ জবাব, ‘‘না, কিন্তু আমি বাকি সব কিছুই করি৷'' এরপরই পাল্টা প্রশ্ন এই পপ গায়িকার, ‘‘আমাকে কি সব কিছুই করতে হবে?''

বোঝা যাচ্ছে, রান্নার কাজটা একেবারেই সয় না ম্যাডোনার৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ