1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জীবন্ত' পুতুলের গা ছমছম করা ছবি

৭ মে ২০২১

খেলার পুতুল জীবন্ত হয়ে উঠলে কেমন হবে? এক পোলিশ আলোকচিত্রী বিশেষ ধরনের পুতুল সংগ্রহ করে অসাধারণ সব চরিত্র সৃষ্টি করে চলেছেন৷ সেগুলি দেখলে গা ছমছম করলেও উপেক্ষা করার উপায় নেই৷

Weißrussland Schmutzige alte Puppe Tschernobyl
ছবি: Hilda Weges/Zoonar/picture alliance

এই পুতুলগুলি খেলার জন্য তৈরি হয় নি৷ পোলিশ শিল্পী মোনিকা মস্টোভিক প্রায় জীবন্ত দেখতে এই পুতুলগুলিকে এমন প্রেক্ষাপটে সাজিয়ে রাখেন, যে দেখলেই গা ছমছম করে৷ মনে হয়, হঠাৎ যেন নড়ে না ওঠে৷ মোনিকা বলেন, ‘‘আমি বিজেডি পতুল সংগ্রহ করি এবং পুতুলের ছবি তুলি৷ এই পুতুলই আমার প্যাশন বা নেশা৷ দশ বছরেরও বেশি সময় ধরে আমি সেগুলির ছবি তুলে আসছি৷''

এশিয়া মহাদেশেই তথাকথিত ‘বল জয়েন্টেড ডল্স'-এর চল শুরু হয়৷ জয়েন্ট বা শরীরের বিভিন্ন ভাঁজের জায়গায় বল ঢুকিয়ে পুতুলের অঙ্গভঙ্গি পছন্দমতো বদলানো যায়৷ পোলিশ এই শিল্পীর বাসায় ২৫টিরও বেশি এমন পুতুল রয়েছে৷ এক রুশ শিল্পী মোনিকার ইচ্ছা অনুযায়ী পুতুলের মুখচ্ছবি ও শরীরের ত্বক রং করেন৷ প্রত্যেক ছবির জন্য মোনিকা এক নতুন চরিত্র সৃষ্টি করেন৷ মোনিকা বলেন, ‘‘পুতুলের চোখ এবং চোখের মণির রং বদলে ফেলা যায়, সোজা অথবা বাঁকা দৃষ্টি সাজানো যায়৷ পরের বার পুতুল অন্য মুখচ্ছবি ও চরিত্র পাবে৷''

পুতুলের জন্য আলাদা করে জামাকাপড়ও সেলাই করা হয়৷ এক শিল্পী বন্ধু সেগুলি তৈরি করেন৷ মোনিকা বলেন, ‘‘নানা মাপের পুতুল রয়েছে, তাই কখনো সঠিক জামাকাপড় খোঁজা কঠিন হয়ে পড়ে৷ হয় বেশি বড়, কখনো খুব ছোট হয়ে যায়৷’’

চামড়ার বুট জুতোও জামাকাপড়ের সঙ্গে মানিয়ে যায়৷ মোনিকা হাতে গ্লাভস পরে পুতুলের মেকআপ অক্ষত রাখার চেষ্টা করেন৷

ভয় দেখায় যে পুতুল

04:05

This browser does not support the video element.

তার তোলা ছবিগুলি কিন্তু মোটেই পোর্ট্রেট নয়৷ তিনি বরং দর্শকের কল্পনাশক্তি উসকে দিতে চান৷ মোনিকা মস্টোভিক মনে করেন, ‘‘এই পুতুলগুলি আমাকে এত প্রেরণা দেয়, কারণ সেগুলির মুখে হাসির বদলে কখনো সিরিয়াস ভাব, কখনো দুঃখ, কখনো কান্না দেখা যায়৷ পুতুল নয়, এভাবে মানুষ এবং মানুষের আবেগের কাহিনি তুলে ধরা সম্ভব৷''

মোনিকা তার ছবিগুলি ইনস্টাগ্রাম অথবা বিভিন্ন প্রদর্শনীতে দেখান৷ পোল্যান্ডের ক্রাকাউ শহরে নিজের পরিচিত পরিবেশেও এমন প্রদর্শনী আয়োজিত হয়েছে৷ বিভিন্ন অবহেলিত জায়গায় পুতুলগুলি বসিয়ে ছবি তুলেছেন শিল্পী৷ অনেক সময় একাধিক পুতুলকে পরিবার অথবা বোনেদের গ্রুপ ফটো হিসেবে দেখা যায়৷

কিছুটা রূপকথা, সামান্য ছমছমে ভাব এবং উপযুক্ত পরিবেশের প্রতি নিষ্ঠার কারণে মোনিকার ছবি দেখে নির্লিপ্ত থাকার উপায় নেই৷

ইয়ানা ওরটেল/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ