1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জীবন্ত শিল্পকলা!

৯ ডিসেম্বর ২০১৬

চিত্রকলা আক্ষরিক অর্থে জীবন্ত হয়ে উঠলে কেমন লাগবে? তুরস্কের এক শিল্পী এক প্রক্রিয়ায় ক্ল্যাসিক যুগের অনেক শিল্পকর্মকে গতিশীল, জীবন্ত করে তুলছেন৷ নাটক, অপেরা ও লাইট শো-র মধ্যেও তা কাজে লাগানো হচ্ছে৷

ছবি: Garip Ay

শিল্পকর্ম যখন জীবন্ত হয়ে ওঠে

03:00

This browser does not support the video element.

শিল্পকলার ইতিহাসের এক ক্ল্যাসিক সৃষ্টি স্নান করতে যাচ্ছে৷ ভিনসেন্ট ফান গখ-এর ‘স্টারি নাইট' ছবিটি এক বিশেষভাবে প্রস্তুত করা তরলে ফুটিয়ে তোলা হচ্ছে৷ এই প্রক্রিয়ার নাম এব্রু শৈলি৷

গারিপ এই-এর মনে শিল্পকলার ইতিহাসের ক্ল্যাসিক ছবিগুলিকে এব্রু প্রযুক্তির সাহায্যে ফুটিয়ে তোলার আইডিয়া আসে৷ তিনি বলেন, ‘‘ফান গখ সত্যি বিখ্যাত শিল্পী৷ তাঁর ‘স্টারি নাইটস’ ছবিটি সত্যি এব্রু-র মতো দেখতে৷ কারণ তিনি মেঘ নিয়ে কাজ করেছেন৷ এব্রু শব্দটির একটি অর্থও মেঘ৷’’

গারিপ এই ফান গখ ভিডিও ক্লিপ-টি তাঁর ফেসবুক পাতায় পোস্ট করেন৷ সেটি ভাইরাল হয়ে পড়ে৷ কম সময়ের মধ্যেই ভিডিওটি বিশাল সংখ্যায় শেয়ার করা হয়৷ এক মাসে ২ কোটি ৭০ লক্ষেরও বেশি ক্লিক৷ তাও সুধু ফেসবুকের পাতায়৷ ইস্তানবুল শহরের এই শিল্পী এমন সাফল্য ও সাড়া পেয়ে এখনো বিস্মিত৷

এব্রু শিল্পশৈলির মৌলিক ভিত্তি হলো জল, যা ষাঁড়ের পিত্তের সঙ্গে মেশানো হয়৷ এর ফলে সারফেস আঠার মতো হয়ে ওঠে৷ রং নীচে চলে যেতে পারে না৷ একটু একটু করে তা লাগানো হয় এবং ছড়িয়ে দেওয়া হয়৷ স্বতঃস্ফূর্ত সিদ্ধান্তের মাধ্যমে বিভিন্ন আকৃতির মধ্যে একটা ধারাবাহিকতা চলে আসে৷ গারিপ বলেন, ‘‘জল নিয়ে কাজ করলে একটা সীমা থাকে৷ ৩০ মিনিট পর রং ভেঙে যাবে৷’’

গারিপ এই গোটা বিশ্বে কর্মশালা ও সেমিনার আয়োজন করেন৷ রংগুলিকে নাচিয়ে তোলার তাঁর এই প্রতিভা নাটক, অপেরা ও লাইট শো-য় কাজে লাগানো হয়ে থাকে৷ যেমন দুবাই শহরে৷ নরওয়ের সংগীত ব্যান্ড ‘এভা অ্যান্ড দ্য হার্টমেকার’ তাদের ‘ট্রেসেস অফ ইউ’ গানের ভিডিও-তে গারিপ আই-র সৃষ্টি ব্যবহার করেছে৷

১৯৮৪ সালে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে গারিপ এই জন্মগ্রহণ করেন৷ ইস্তানবুল শহর তাঁকে প্রেরণা যোগায়৷ সাধারণ ফুলের মোটিফ তরুণ এই এব্রু শিল্পীর কাছে যথেষ্ট নয়৷ তিনি নতুন পথে পাড়ি দিতে চান, নিজেকে কোনো কাঠামোর মধ্যে আবদ্ধ রাখতে চান না৷

পানির উপর নৃত্য চলছে৷ গারিপ এই এক্ষেত্রে এডভার্ড মুংক-এর কাছ থেকে প্রেরণা পেয়েছেন৷ কয়েক মিনিটের মধ্যে নরওয়ের এই এক্সপ্রেশনিস্ট শিল্পীর সৃষ্টি ফুটে উঠেছে৷

আন্দ্রেয়া বিকেরিশ/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ