বাংলাদেশে দুই সমকামী অ্যাক্টিভিস্টকে হত্যার কয়েক সপ্তাহের মধ্যেই আরেক অ্যাক্টিভিস্টকে হত্যার হুমকি দেয়া হয়েছে৷ এদিকে, প্রাণ বাঁচাতে ইতোমধ্যে আত্মগোপন করেছেন অনেকে৷
বিজ্ঞাপন
‘‘নিজের পাপের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নেও৷ যা ইচ্ছা করছে তা খেয়ে প্রস্তুত হও৷ কেউ তোমাকে রক্ষা করতে পারবে না'', ঢাকায় নিহত সমকামী অ্যাক্টিভিস্টদের এক বন্ধুকে এভাবেই হত্যার হুমকি দেয়া হয়েছে৷ এমনিতেই আইনি জটিলতায় থাকা বাংলাদেশের সমকামী সম্প্রদায়কে এখন মৌলবাদীদের কাছ থেকে পালাতে হচ্ছে৷
দেশটির সমকামীদের জন্য প্রকাশ করা প্রথম ম্যাগাজিন ‘‘রূপবানের'' সম্পাদক জুলহাস মান্নান এবং তাঁর বন্ধু মাহবুব তনয় খুন হন গত মাসের ২৫ এপ্রিল৷ আল-কায়দার আঞ্চলিক গোষ্ঠী হামলার দায় স্বীকার করে৷ বর্বর সেই হত্যাকাণ্ডের পর রয়টার্স বাংলাদেশের আটজন সমকামীর সাক্ষাৎকার নিয়েছে, যাদের কয়েকজন অ্যাক্টিভিস্টও৷ কিন্তু একজন ছাড়া বাকি কেউ নামপ্রকাশ না করার শর্তেও তাদের মন্তব্য প্রকাশে রাজি হননি৷ মূলত নিরাপত্তার কারণে এই অবস্থান তাদের৷
সমকামিতা বৈধ এমন কয়েকটি মুসলিম-প্রধান দেশ
বিশ্বের বেশ কয়েকটি মুসলিম প্রধান দেশে সমকামিতাকে বৈধতা দেয়া হলেও, তারা বৈষম্যের শিকার হন৷ ছবিঘরে থাকছে এমনই আটটি দেশের কথা৷
ছবি: picture-alliance/dpa
তুরস্ক
১৮৫৮ সালে অটোমান সাম্রাজ্য সমকামিতাকে বৈধতা দেয়৷ এরপর তুরস্ক স্বাধীন হলে সেই আইন বলবৎ রাখে৷ তবে সে দেশের সংবিধানে সমকামীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা বিধানের ব্যবস্থা না থাকায় সরকারের পক্ষ থেকে যেমন তেমনি সামাজিকভাবেও সমকামীদের এখনও বৈষম্যের শিকার হতে হয়৷
ছবি: picture-alliance/abaca/H. O. Sandal
মালি
পশ্চিম আফ্রিকার এই দেশটির সংবিধানে সমকামী কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়নি৷ তবে দেশটির প্রায় ৯০ শতাংশ মানুষ সমকামিতা পছন্দ করে না৷ তাই বৈধ হলেও মালির সমকামীরা বেশ ভালোই বৈষম্যের শিকার হন৷
ছবি: Getty Images/AFP/J. Saget
জর্ডান
১৯৫১ সালে দেশটিতে সমকামিতাকে বৈধতা দেয়া হয়৷ অন্যান্য মুসলিম প্রধান দেশের তুলনায় সেখানকার সমকামীরা বেশ ভালোই আছে৷ সরকারও আইন করে সমকামীদের ‘অনার কিলিং’-এর হাত থেকে রক্ষা করেছে৷
ছবি: picture-alliance/AP Photo
ইন্দোনেশিয়া
বিশ্বের সবচেয়ে বেশি মুসলমানের বাস এই দেশটিতে৷ সেখানকার আইনে সমকামিতাকে অপরাধ বলে গণ্য করা হয়নি৷ ২০০৩ সালে একবার সেরকম উদ্যোগ নেয়া হলেও সেটি ব্যর্থ হয়৷
ছবি: picture-alliance/NurPhoto/A. Rudianto
আলবেনিয়া
দক্ষিণ-পূর্ব ইউরোপের এই দেশটিতে সমকামিতা বৈধ৷ এমনকি আইন করে সমকামীদের বৈষম্যের হাত থেকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে৷
ছবি: SWR/DW
বাহরাইন
১৯৭৬ সালে সেখানে সমকামিতাকে আইনগত বৈধতা দেয়৷ তবে দেশটিতে এখনও প্রকাশ্যে ছেলেরা মেয়েদের, কিংবা মেয়েরা ছেলেদের পোশাক পরতে পারে না৷
ছবি: Getty Images
ফিলিস্তিন (পশ্চিম তীর)
পশ্চিম তীরের জর্ডান অংশে ১৯৫১ সাল থেকে সমকামিতা বৈধ৷ তবে গাজাতে নয়৷ মজার ব্যাপার হচ্ছে, গাজায় যে আইনের কারণে সমকামিতা নিষিদ্ধ সেটা বলবৎ হয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে৷
ছবি: Shadi Hatem
ইরাক
দেশটি সমকামিতাকে বৈধতা দিলেও বিষয়টি এখনও সেখানে ‘ট্যাবু’ হয়েই আছে৷
ছবি: Getty Images/Afp/Safin Hamed
8 ছবি1 | 8
কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকে ইতোমধ্যে ফেসবুক থেকে সমকামিতা বোঝা যায় এমন সব ছবি মুছে ফেলেছেন৷ কেউ কেউ নিজেদের প্রোফাইলও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন৷ এদের অনেকেই ঢাকায় আত্মগোপনে চলে গেছেন৷ আবার যারা ঢাকাকে নিরাপদ মনে করছেন না, তারা আশ্রয় নিয়েছেন গ্রামের বাড়িতে কিংবা নিজেদের বিবেচনায় অন্য কোন নিরাপদ আশ্রয়ে৷
ঢাকায় বসবাসরত এক তরুণ সমকামী জানিয়েছেন, ‘‘সবসময় কেমন যেন আতঙ্ক বোধ হয় যে কেউ বুঝি অনুসরণ করছে, এমনকি কেউ তা না করলেও৷'' গত সপ্তাহে হাতে ব্যাগ নিয়ে তার দিকে আসা এক লোককে চাপাতি হাতে এগিয়ে আসছে মনে করে ভয়ে জমে গিয়েছিলেন তিনি৷
অবস্থা এমন যে, কেউ কেউ বাড়ির আশেপাশে সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছেন, আবার অনেকে শিখছেন আত্মরক্ষার কৌশল৷
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি থেকে এখন অবধি বাংলাদেশে চাপাতির কোপ প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৩ ব্যক্তি৷ এগুলোর মধ্যে অধিকাংশ হামলার ঘটনা ঘটেছে ভুক্তভোগীর বাড়িতে বা আশেপাশে৷ আন্তর্জাতিক সম্প্রদায় মুক্তমনাদের নিরাপত্তা দিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানালেও এখনো কার্যকর কোন উদ্যোগ দেখা যায়নি৷
এআই/ডিজি (এএফপি, রয়টার্স)
সমকামিতাকে কি আপনি সমর্থন করেন? না করলে কেন করেন না? জানান নীচের ঘরে৷
বাংলাদেশে সমকামী নারীদের নিয়ে কমিক স্ট্রিপ
এক সমকামী নারীর প্রেম নিয়ে কমিক স্ট্রিপ প্রকাশ করা হয়েছে ঢাকায়৷ গত পাঁচ সেপ্টেম্বর ব্রিটিশ কাউন্সিলে ‘ধী-এর গল্প’ নামের কমিক স্ট্রিপের মোড়ক উন্মোচন করা হয়৷ ফেসবুক, টুইটারেও ধী-এর গল্প নিয়ে চলছে আলোচনা৷
ছবি: Instagramm/Project Dhee
ধী-এর গল্প
কার্টুন চরিত্রের নাম ধী৷ মফস্বলের এক তরুণী যে কিনা অন্য এক নারীর প্রেমে পড়েছেন, তাকে নিয়েই মূলত সাজানো হয়েছে চরিত্রটি৷ বাংলাদেশে সমকামিতা নিষিদ্ধ৷ আর এধরনের কমিকও এই প্রথম প্রকাশ করা হলো৷
ছবি: AFP/Getty Images/M. Uz Zaman
সহায়তায় ‘বয়েজ অফ বাংলাদেশ’
সমকামী পুরুষদের গ্রুপ ‘বয়েজ অফ বাংলাদেশ’ ‘ধী-এর গল্প’ নিয়ে ফেসবুকে প্রচারণা চালাচ্ছে৷ ঢাকায় এক অনুষ্ঠানে আগতদের মধ্যে কমিকটির ফ্রি কপিও বিতরণ করা হয়৷
ছবি: Facebook/Project Dhee
টুইটারে প্রজেক্ট ধী
সমকামীদের অধিকারের বিষয়ে জনসচেতনতা তৈরিতে ধী প্রকল্পের উল্লেখযোগ্য অনলাইন উপস্থিতি রয়েছে৷ ফেসবুক, টুইটার এবং ইন্সটাগ্রামে তাদের প্রোফাইল রয়েছে৷ টুইটার অ্যাকাউন্টটি অবশ্য তেমন সক্রিয় নয়৷
ছবি: Twitter/Project Dhee
সমকামীদের যেভাবে দেখা হয়
বাংলাদেশে সমকামীদের সম্পর্কে সাধারণ মানুষের অবস্থান তুলে ধরা হয়েছে কার্টুনটিতে৷
ছবি: Twitter/Project Dhee
সচেতনতা সৃষ্টির উদ্যোগ
চলতি বছরের এপ্রিলে ধী প্রকল্পের উদ্যোগে ‘টিম বিল্ডিং’ কর্মসূচির আয়োজন করা হয়৷ এই টুইটটিতে সেই কর্মসূচির কিছু ছবি দেখা যাচ্ছে৷
ছবি: Twitter/Project Dhee
ইন্সটাগ্রামে ধী
ধী প্রকল্পের ইন্সটাগ্রাম পাতাটির অবস্থাও টুইটারের মতো৷ এখন পর্যন্ত মাত্র পাঁচটি ছবি শেয়ার করা হয়েছে সেখানে৷
ছবি: Instagramm/Project Dhee
শাস্তিযোগ্য অপরাধ
উল্লেখ্য, বাংলাদেশে সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ৷ সমলিঙ্গের সঙ্গে যৌনকর্মে লিপ্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত দেয়ার বিধান রয়েছে৷