সামান্য ঠান্ডা লাগা থেকে যার শুরু, তা যদি ভাইরাল ইনফেকশন হয়ে রোগীর হার্টকে বড় করে দেয়, তাহলে জীবনসংশয় দেখা দিতে পারে৷ একমাত্র উপায় হলো ‘হার্ট ট্রান্সপ্ল্যান্ট'৷
বিজ্ঞাপন
হার্টের রোগী মার্কুসের একটি নতুন হৃদযন্ত্রের প্রয়োজন৷ কবে তা পাওয়া যাবে, তার ঠিক নেই৷ অথচ এই প্রতিস্থাপন ছাড়া মার্কুস হয়ত বড়জোর আর ছয় মাস বাঁচবেন৷ মার্কুস বলেন ,
‘‘ভয় তো থাকবেই৷ আমার নিজের হার্টটা কেটে বের করে নেবে৷ ভয় পাবারই কথা৷''
কার্ডিয়াক সার্জন ড. মার্কুস বার্টেন এক্সরে ছবিতে দেখালেন, ‘‘দেখছেন, হৃদযন্ত্রটা কিভাবে গোটা বুকের খাঁচাটা ভরে রেখেছে? এটা হলো হার্টের বাঁ দিক, কিভাবে ফুলে রয়েছে৷'' ডক্টর বার্টেন আর ওষুধ দিয়ে তাঁর তরুণ রোগীকে বাঁচাতে পারবেন না৷ ঠান্ডা লাগা থেকে শুরু; তারপর ভাইরাস ইনফেকশনের ফলে ২৭ বছর বয়সি রোগীর হার্ট বেড়ে এমন পর্যায়ে পৌঁছেছে যে, মার্কুসের জীবনসংশয়৷ মার্কুসের একমাত্র আশা হলো, অন্য কোনো মানুষ মারা যাওয়ার ফলে তিনি যদি তাঁর সুস্থ হৃদযন্ত্রটি পান৷
হার্ট অ্যাটাকের ছয় লক্ষণ
হার্ট অ্যাটাকের লক্ষণগুলো না জানা বা না বোঝার কারণে ডাক্তারের কাছে যেতে অনেক সময় এতটাই দেরি হয়ে যায় যে, তখন আর কিছুই করার থাকে না৷ তাই হার্ট অ্যাটাক সম্পর্কে সচেতন হতে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো জেনে নিন৷
ছবি: picture-alliance/dpa
অসহ্য ব্যথা
দেখা গেছে হার্ট অ্যাটাকের আগে বুকে অসহ্য ব্যথা হয় এবং এই ব্যথা কমপক্ষে পাঁচ মনিট স্থায়ী হয়৷ ব্যথা সাধারণত বুক থেকে হাতে এবং পেটের ওপরের দিকে যায়৷ তাছাড়া কোমর, ঘাড়, গলা এবং চোয়ালেও অনুভূত হতে পারে এই ব্যথা৷ তবে শুধু ব্যথা নয়, সেই সাথে বুকে জ্বালাও হয় অনেক সময়৷
ছবি: Colourbox/E. Wodicka
বুকে টান বা চাপ লাগে
হার্টের বহু রোগীই জানান, তাঁরা হার্ট অ্যাটাক হওয়ার আগে বুকে ভীষণ চাপ বা টান অনুভব করেছেন৷ এবং সেই সাথে তাঁদের মনে হয়েছে যে, বুকের আশেপাশে শক্ত কী যেন চাপ দিয়ে আটকে রেখেছে৷
ছবি: nebari/Fotolia
বমি, বমিভাব, নিঃশ্বাস নিতে অসুবিধা
বমিভাব, বমি হওয়া বা নিঃশ্বাসে কষ্ট হওয়ার মতো উপসর্গও দেখা দেয় অনেকক্ষেত্রে, বিশেষ করে নারীদের মধ্যে৷ এ সব লক্ষণকে সাধারণ ব্যাপার ভেবে অনেকেই গুরুত্ব দেন না৷ তবে যাঁদের এই লক্ষণগুলো প্রথমবারের মতো একসাথে দেখা দেয়, তাঁদের অবশ্যই যত দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তি হওয়া উচিত৷
ছবি: Colourbox/absolutimages
ভয়ে ঘেমে যাওয়া ও ফ্যাকাসে চেহারা
যাঁদের হার্ট অ্যাটাক হয়ে গেছে, সেরকম অনেক রোগীই জানিয়েছেন যে, কোনো কারণে ভীষণ ভয় বা আতঙ্ক থেকেও হার্ট অ্যাটাক হতে পারে৷ সে সময় শরীর প্রচণ্ড ঘামতে এবং ত্বক রক্তশূন্য হয়ে ফ্যাকাসে দেখায়৷ এমন অবস্থায় দেরি না করে সাথে সাথেই রোগীকে ইমারজেন্সিতে নিয়ে যেতে হবে৷
ছবি: Colourbox
জরুরি ব্যবস্থা
হার্ট অ্যাটাক বা মস্তিষ্কে রক্তক্ষরণ, অর্থাৎ স্ট্রোক হলে সেক্ষেত্রে রোগীর সুস্থতা নির্ভর করে তাঁকে কত তাড়াতাড়ি ডাক্তারের কাছে নেওয়া হয়েছে, তার ওপর৷ তাই এই লক্ষণগুলো দেখা দিলে কোনোভাবেই দেরি নয়! বরং প্রয়োজনে আশেপাশের যে কোনো মানুষের সাহায্য নিতে দ্বিধা না করাই স্রেয়!
ছবি: picture-alliance/dpa
বিশেষ পরীক্ষা
সত্যি হার্ট অ্যাটাক হয়েছিল কিনা তা নিশ্চিত হওয়ার জন্য হার্টের অন্যান্য জরুরি পরীক্ষার পাশাপাশি প্রথমেই যে রক্ত পরীক্ষা প্রয়োজন, তা হচ্ছে ‘কার্ডিঅ্যাক ট্রপোনিন’৷ তাই বুকে ব্যথা শুরু হলে দেরি না করে ডাক্তার দেখান অথবা জরুরিভিত্তিতে হাসপাতালে যান৷
ছবি: picture-alliance/dpa
6 ছবি1 | 6
মার্কুস বলেন, ‘‘হয়ত সেই পরিবারের মানুষজন এটা ভেবে সান্ত্বনা পাবেন যে, তাঁদের সন্তান অথবা তিনি যেই হোন না কেন, তাঁর একটি অংশ এখনও বেঁচে রয়েছে৷ তিনি তাঁর মৃত্যুর মধ্য দিয়েই ভালো কিছু একটা করেছেন৷''
মার্কুসের ডাক্তারের কাছেও পরিস্থিতিটা সহজ নয়৷ ড. বার্টেন শোনালেন, ‘‘রোগী আর তার পরিবারবর্গের কাছ থেকে আমি বার বার ঐ একই প্রশ্ন শুনি: আমার স্ত্রী, কিংবা আমার স্বামী তাঁর নতুন হার্ট নিয়ে আমাকে আগের মতোই ভালোবাসবেন? শুনলে বোকা বোকা লাগে, কিন্তু প্রশ্নটা আন্তরিক, কেননা, হার্ট বস্তুটা যে কী, তা ঐ প্রশ্ন থেকেই বোঝা যায়৷ মানুষ কত কথাই ভাবে আর এখানে যে পেশেন্টরা মাসের পর মাস একটা নতুন হার্টের জন্য অপেক্ষা করছেন, তাদের মানসিকভাবে সঙ্গ দেওয়াটাও আমাদের একটা বড় কাজ৷ কাজেই আমরা সবসময় একজন মনস্তত্ত্ববিদকে হাতের কাছে রাখি৷ দরকার হলেই খবর দিই৷''
এলো সেই টেলিফোন: লাইপজিগের জন্য একটা হার্ট পাঠানো হচ্ছে, কিন্তু সেটা মার্কুসের জন্য নয়৷ মৃতের বয়স, উচ্চতা, ওজন, ব্লাড গ্রুপ, সবই মিলছে অন্য এক রোগীর সঙ্গে৷ ওপেন হার্ট অপারেশন হামেশাই হয়ে থাকে লাইপসিগের এই হাসপাতালে৷ কিন্তু হার্ট ট্র্যান্সপ্ল্যান্টেশন বা হৃদযন্ত্রের প্রতিস্থাপন আজও অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ অপারেশন৷ রোগগ্রস্ত হৃদযন্ত্রকে নতুন প্রক্রিয়ায় আরো শক্ত ও জোরদার করার জন্য শল্যচিকিৎসক আর গবেষকরা প্রাণপণে কাজ চালিয়ে যাচ্ছেন৷
প্রতিস্থাপন ঠিক সময়ে ঘটাটা বিশেষভাবে জরুরি৷ মৃতের শরীর থেকে নেওয়া হৃদযন্ত্রটিকে মাত্র ছ'ঘণ্টা বাঁচিয়ে রাখা যাবে৷ সব কিছু ঠিকমতো হলেও, ঝুঁকি থেকে যায়৷ পেশেন্টের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা অচেনা হৃদযন্ত্রকে মেনে নেবে তো? কপাল মন্দ হলে, পেশেন্টের শরীর নতুন হৃদযন্ত্রকে প্রত্যাখ্যান করবে৷ তা সত্ত্বেও, হার্ট ট্রান্সপ্ল্যান্ট ছাড়া আর কোনো পন্থা নেই...৷
হৃৎপিণ্ডের জন্য জরুরি ৮টি খাবার
হার্ট বা হৃৎপিণ্ডের যত্ন নেয়াটা ভীষণ জরুরি৷ এমন কিছু খাবার আছে যা সুস্বাদু এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখে৷
ছবি: Fotolia
কমলালেবু
জনপ্রিয় ফিটনেস প্রশিক্ষক জোয়েল হারপার বলেছেন, কমলালেবুতে থাকা পেক্টিন হার্টের ক্ষতিকারক গ্ল্যাকটিন-৩ প্রোটিনের মাত্রা কমাতে সাহায্য করে৷
ছবি: Fotolia/cut
সূর্যমুখীর বীজ
সূর্যমুখীর বীজে ওমেগা থ্রি ফ্যাটি এসিড এবং আঁশ আছে৷ আঁশ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে৷
ছবি: imago/Westend61
পপকর্ন
টিভি দেখতে দেখতে পপকর্ন খাওয়ার অভ্যাস অনেকেরই আছে৷ পুষ্টিবিদ সামান্থা বলেছেন, পপকর্ন অর্থাৎ ভুট্টায় পর্যাপ্ত মাত্রায় পলিফেনলস আছে৷ এটি এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা হার্টের জন্য ভালো৷
ছবি: Fotolia/shaiith
মধু
পুষ্টিবিদ ক্রিস্টেন হেলে বলেছেন, ‘‘মধু প্রাকৃতিক চিনি৷ এটা হৃৎপিণ্ডের জন্য ভীষণ উপকারী৷ মধু হৃৎপিণ্ডে কোলেস্টেরলের মাত্রা কমাতে ভূমিকা রাখে৷’’
ছবি: Fotolia/Jag_cz
ডাল
ফিটনেস ট্রেইনার জোয়েল হারপার এর মতে, সবধরনের ডাল হৃৎপিণ্ডের জন্য ভালো৷ এগুলোতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, আছে আঁশ৷ এছাড়া ক্যালসিয়ামও রয়েছে প্রচুর পরিমাণে৷
ছবি: Fotolia
ডিম
স্বাস্থ্য বিশেষজ্ঞ অলি সাপিরো বলেছেন, ডিমের হলুদ অংশে ভিটামিন কে-২ রয়েছে, যা হৃৎপিণ্ডে ট্রাফিক পুলিশের মতো কাজ করে৷ এটি খেলে ধমনীর দেয়াল শক্ত হয় না৷
ছবি: picture-alliance/dpa
ডার্ক চকলেট
যারা চকলেট পছন্দ করেন, তাদের জন্য আনন্দের বিষয়৷ স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর ন্যান্সি স্নাইড্যার্মা বলেছেন, ‘‘ডার্ক চকলেটে আছে ফ্ল্যাবিনয়েড, যা কার্ডিওভাসকুলার রোগ থেকে রক্ষা করে, তবে অতিরিক্ত ডার্ক চকলেট খাওয়া ভালো নয়৷’’
ছবি: Fotolia/PhotoSG
কফি
চিকিৎসকদের মতে, দিনে দুই কাপ কফি আপনার হৃৎপিণ্ডকে সব রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে৷