1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জীবন বৃত্তান্ত ছাড়াই চাকুরির আবেদন?

রেচেল বেইগ / এসি১১ এপ্রিল ২০১৩

মার্কিন যুক্তরাষ্ট্রে ও ক্যানাডায় যা বহুদিন ধরে চালু, জার্মানিতেও তার চল শুরু হতে চলেছে৷ নারী কি পুরুষ, বয়স বেশি না কম, নামটা দেশি কি বিদেশি, ছবিতে জাতি ও বর্ণের পরিচয়, এ’সব তথ্য বৈষম্য সৃষ্টি করে – তাই বেনামা আবেদন৷

Mediensucht © david_hoepfner #20394645 © david_hoepfner - Fotolia.com
ছবি: david_hoepfner/Fotolia

জার্মানিতে চাকুরির আবেদন করতে গেলে আজও চিরাচরিত পদ্ধতিতে, সুন্দর একটি ছবি সহ, নাম-ধাম, পারিবারিক খুঁটিনাটি ইত্যাদি দিয়ে আবেদনপত্র পাঠাতে হয়৷ কিন্তু ভবিষ্যতে এ' পরিস্থিতি বদলাতে চলেছে৷ নাম পড়ে কিংবা ছবি দেখে আবেদনকারী সম্পর্কে অনেক কিছু জানা যায়, যা সেই আবেদনকারীর বিরুদ্ধে বৈষম্যের কারণ হয়ে দাঁড়াতে পারে৷ প্রচ্ছন্ন বহিরাগত বিদ্বেষ, এমনকি জাতিবাদ মাথা চাড়া দিতে পারে; নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণের কারণ হয়ে দাঁড়াতে পারে৷

সেলে নগর প্রশাসন এ'যাবৎ ২৩টি চাকুরির জন্য যোগ্য প্রার্থী খুঁজে পেয়েছে এই বেনামা আবেদন পদ্ধতির মাধ্যমেছবি: picture-alliance/dpa

এই সব বৈষম্য এড়ানোর শ্রেষ্ঠ পন্থা হল আবেদনপত্রে যদি এ'ধরনের কোনো তথ্য না থাকে; থাকে শুধু ঐ বিশেষ চাকরির জন্য প্রার্থীর যোগ্যতা এবং অভিজ্ঞতার খতিয়ান৷ তাহলে স্বভাবতই প্রার্থী নির্বাচনে অন্য কোনো ধরনের প্রসঙ্গ-বহির্ভূত, অকিঞ্চিৎকর, বৈষম্যমূলক বিবেচনা স্থান পাবে না৷ জার্মান ফেডারাল সরকারের বৈষম্য প্রতিরোধী দপ্তরের মতে সেটাই সঠিক পন্থা৷

‘আপনার শুভনাম?'

নিম্ন স্যাক্সনি রাজ্যের সেলে শহরের পৌর প্রশাসন এবার ঠিক সেই পরীক্ষাই চালিয়েছে৷ সেল'এর ‘স্টাটভ্যার্কে', অর্থাৎ পানি ও যানবাহনসংক্রান্ত পৌরসেবার প্রধান হিসেবে ৪৮ বছর বয়সি টোমাস এডাটি'কে নির্বাচন করা হয়েছে, যিনি ভারতীয় বংশোদ্ভূত৷ টোমাস এডাটির ভাই সেবাস্টিয়ান এডাটি জার্মান সংসদে সামাজিক গণতন্ত্রী দলের বিশিষ্ট সদস্য৷

সেলে নগর প্রশাসন এ'যাবৎ ২৩টি চাকুরির জন্য যোগ্য প্রার্থী খুঁজে পেয়েছে এই বেনামা আবেদন পদ্ধতির মাধ্যমে৷ তার একটি কারণ: ২০১০ সালে বৈষম্য প্রতিরোধী দপ্তর যে পথিকৃৎ প্রকল্প চালু করে, সেলে তা'তে অংশগ্রহণ করেছিল৷ অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে ফেডারাল সরকারের পরিবার মন্ত্রণালয়, ডাক কোম্পানি ডয়চে পোস্ট এবং টেলিকম'এর মতো বড় পরিষেবা সংস্থা, লোরিয়াল'এর মতো শিল্পসংস্থা ছিল৷

সবখানেই একবছর ধরে বেনামা আবেদন পদ্ধতিটি পরীক্ষা করে দেখা হয়৷ তার ফলাফল সব সংস্থার পক্ষে সন্তোষজনক হয়নি৷ যেমন টেলিকম বলেছে, বেনামা আবেদন পদ্ধতির ফলে যে আরো বেশি বিদেশি-বহিরাগত, একা সন্তান প্রতিপালনকারী জননী কি প্রবীণ কর্মীরা চাকরি পেয়েছেন, এমন নয়৷ কাজেই টেলিকম এই পদ্ধতির কার্যকারিতা সম্পর্কে সন্দিহান৷

নামে কী বা আসে যায়!

তবে ঐ পথিকৃৎ প্রকল্প চালু হবার আগে বিষয়টি নিয়ে নানা ধরনের জরিপ হয়েছে, যেগুলোর ফলাফল চমকে যাবার মতো৷ যেমন একটি তুর্কি নাম থাকলেই ইন্টারভিউ'এর জন্য ডাক পাবার সম্ভাবনা কমে যায়৷ কমবয়সি মহিলাদের ক্ষেত্রে চাকুরিদাতাদের আশঙ্কা থাকে, মহিলা সন্তানসম্ভবা হয়ে ছুটিতে চলে যেতে পারেন৷

ফ্রান্সের নরসিস নামের একটি সংস্থায় বেনামা আবেদন পদ্ধতি চালু হওয়া যাবৎ মহিলা কর্মীদের সংস্থা দ্বিগুণ হয়েছেছবি: Fotolia/easyshooting.de

এছাড়া জার্মানিতে বেনামা আবেদন পদ্ধতি বিরল হলেও, মার্কিন যুক্তরাষ্ট্র, ক্যানাডা বা ব্রিটেনে তার চল বহুদিনের৷ ইউরোপেও একাধিক দেশ ইতিমধ্যেই বেনামা আবেদন পদ্ধতি নিয়ে প্রাথমিক অভিজ্ঞতা সঞ্চয় করেছে: যেমন সুইডেন , ফ্রান্স, বেলজিয়াম এবং সুইজারল্যান্ড৷

ফ্রান্সের নরসিস নামের একটি সংস্থায় বেনামা আবেদন পদ্ধতি চালু হওয়া যাবৎ মহিলা কর্মীদের সংস্থা দ্বিগুণ হয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ