1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাচ্ছে স্মার্ট ফ্যাক্টরি

৬ নভেম্বর ২০২৩

দূষণ ও বেড়ে চলা দামের কারণে উৎপাদনের কাজে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর তাগিদ বাড়ছে৷ জার্মানির এক কোম্পানি ‘স্মার্ট ফ্যাক্টরি'-র মাধ্যমে এই সমস্যার সমাধানে অবদান রাখছে৷ তবে তার জন্য চাই বিশাল অংকের বিনিয়োগ৷

Videostill | MADE
ছবি: DW

ভবিষ্যতের পৃথিবী কেমন হবে? নির্গমন ছাড়াই উৎপাদনের চাপ বাড়ছে৷ জীবাশ্ম জ্বালানির বদলে চাই পুনর্ব্যবহারযোগ্য উৎস, যা দিয়ে যানবাহন চালানো ও উত্তাপ সৃষ্টি করা প্রয়োজন৷ ফলে আরো পদক্ষেপ নিতে হবে৷ শিল্পজগতের জন্য এই প্রবণতার অর্থ হলো, জ্বালানির ব্যবহার কমাতে হবে৷

প্রতিদিনই অনেকে এই কারখানা দেখতে আসেন৷ জার্মানির পশ্চিমাঞ্চলের এই উৎপাদন কেন্দ্র ইউরোপের সবচেয়ে আধুনিক কারখানাগুলির অন্যতম৷ সেখানে পাওয়ার কেবেলের ডিসট্রিবিউশন বক্স তৈরি হয়৷ পণ্য হিসেবে আকর্ষণীয় না হলেও কার্যক্ষেত্রে সেটি অপরিহার্য৷ রিটাল ইন্টারন্যাশানল কোম্পানির কর্ণধার মার্কুস আশ বলেন, ‘‘ডিস্ট্রিবিউশন বক্স অটোমেশন সমাধানসূত্রের চাবিকাঠি৷ সব ক্ষেত্রেরই অটোমেশনের প্রয়োজন রয়েছে৷''

ডেটা সেন্টার, অটোমোটিভ কারখানা, বেকারি, রেল – সর্বত্রই ডিসট্রিবিউশন বক্স দেখতে পাওয়া যায়৷ এমনকি উইন্ডমিল, সোলার প্যানেল বা ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশনও সেগুলি ছাড়া চালানো যায় না৷

জার্মানির হেসে রাজ্যের এই কারখানায় দিনে ৮,০০০ পর্যন্ত ইউনিট তৈরি হয়৷ অথচ কর্মীসংখ্যা মাত্র ৩০০৷ মার্কুস আশ বলেন, ‘‘এই কারখানার অভিনব বৈশিষ্ট্য হলো, এখানে বড় আকারে সাধারণ পণ্য উৎপাদন করা যায়৷ আবার বিশেষ প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড পণ্যও বিশাল সংখ্যায় তৈরি করা সম্ভব৷ এর জন্য অটোমেশন ও ডিজিটালাইজেশন প্রয়োজন৷ আমরা দুটোই করেছি৷''

কম্পিউটার রোবটগুলিকে নির্দেশ পাঠায়৷ রোবটও সেই ডাকে সাড়া দেয়৷রোবটের সেন্সর থেকে তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়৷ ডিভাইসগুলি প্রায় সরাসরি নিজস্ব অবস্থা ও জ্বালানির ব্যবহার সম্পর্কে তথ্য পাঠায়৷ অন্য একটি ইউনিট সেই সফ্টওয়্যার তৈরি করেছে৷ মার্কুস আশ জানান, ‘‘ইউরোপের অন্যতম সেরা আধুনিক কারখানা হিসেবে আমরা যাকে বলে ‘কাস্টমার জিরো'৷ অর্থাৎ প্রথম গ্রাহক৷ যখনই এই প্রযুক্তি কাজ করে, আমাদের কোম্পানি তখন সেটি বাইরে গ্রাহকদের বিক্রি করে৷''

কেন এই উদ্যোগ? কারণ উৎপাদনকারীদের পরিবর্তন মেনে নিতেই হবে৷ তারা জার্মানির বিদ্যুতের প্রায় ৪০ শতাংশ ব্যবহার করে৷ সেই বিদ্যুতের দামও বেড়ে গেছে৷ রিটাল ইন্টারন্যাশানল কোম্পানির কর্ণধার মার্কুস আশ মনে করেন, ‘‘গত ১৮ মাস আমাদের বুঝিয়ে দিয়েছে, যে আগের তুলনায় জ্বালানির দামের বিষয়টি ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে৷ ভবিষ্যতে আমরা আর পণ্যের সংখ্যা বা দামের ভিত্তিতে আমাদের কারখানা চালাতে পারবো না৷ জ্বালানির জোগান ও নির্দিষ্ট সময় জ্বালানির দাম অনুযায়ী আমাদের সিদ্ধান্ত নিতে হবে৷''

জার্মানিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে স্মার্ট ফ্যাক্টরি

03:46

This browser does not support the video element.

স্মার্ট ফ্যাক্টরি জ্বালানি সাশ্রয় করবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ কোম্পানির আন্তর্জাতিক শাখার কর্মীদের প্রশিক্ষণ চলছে৷ বিশেষ করে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোয় রিটাল বড় আকারে সম্প্রসারণ করছে৷ রিটাল মেক্সিকোর মোনিকা গুসমান বলেন, ‘‘যন্ত্র কীভাবে কাজ করে, আমরা তা বোঝাচ্ছি৷ মেক্সিকোয় কেউ এই যন্ত্র কিনলে গ্রাহকদের কীভাবে পরিষেবা দিতে হয়, সেটাও দেখাচ্ছি৷''

ফ্রিডহেল্ম লো গ্রুপের মালিকানার রিটাল কোম্পানির বাৎসরিক বিক্রির মাত্রা প্রায় ৩০০ কোটি ইউরো৷ বড় আকারে আরো বৃদ্ধির পথে অগ্রসর হতে চায় এই কোম্পানি৷ স্মার্ট কোম্পানির সম্প্রসারণ সে ক্ষেত্রে বিশেষ অবদান রাখতে পারে৷ উৎপাদনের সব যন্ত্রপাতি কর্পোরেট ক্লাউডে তথ্য প্রেরণ করে৷ এভাবে প্লান্টের এক ডিজিটাল যমজ সৃষ্টি হয়৷

এভাবে উৎপাদন ও জ্বালানির ব্যবহারের উন্নতি ঘটানো সম্ভব৷ কিন্তু তার জন্য বিনিয়োগ চাই৷ শুধু এই স্মার্ট ফ্যাক্টরির দামই প্রায় আড়াই কোটি ইউরো৷

মারিয়ন হ্যুটার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ