নিউ ইয়র্কের বিখ্যাত সোথেবি’স হাউজের নিলামে এক জোড়া বর্ণিল অ্যাডিডাস স্নিকার্সের মূল্য উঠেছে এক লাখ ২৬ হাজার ডলার৷ ক্রেতা তার পরিচয় গোপন রেখে এই অর্থ দান করবেন নিউ ইয়র্কের ব্রুকলিন যাদুঘরের জন্য৷
বিজ্ঞাপন
অ্যাডিডাস স্নিকার্সের বিশ্ব রেকর্ড মূল্যের চামড়ার তৈরি এই জুতা জোড়ার ওপর মাইসেন চীনামাটি দিয়ে হাতে আঁকা সুন্দর ডিজাইন করা৷ এই ডিজাইন এতটাই নিখুঁত যে প্রতিবছর মাত্র দুটোর বেশি উৎপাদন করা সম্ভব নয়৷ জুতা জোড়া তৈরি করতে কারখানার কর্মীদের এক বছরেরও বেশি সময় লাগে৷ জুতার ওপরের ডিজাইনে হাতের কাজ করতে মাইসেন পোর্সেলেন কোম্পানির শিল্পীদের সময় লাগে আরো ছয় মাস৷ এসব কথা জার্মান সংবাদ সংস্থাকে জানান, বিশ্ব খ্যাত নিলাম হাউজ সোথেবির মুখপাত্র অ্যাড্রিয়েনে দেজিসি৷
জুতা জোড়ার জন্য অনলাইনে ৭২ টি অফার আসে, শেষ পর্যন্ত বিক্রি হয়েছে এক লাখ ২৬ হাজার ডলার বা এক লাখ ইউরো মূল্যে৷ তবে ক্রেতা অজ্ঞাত পরিচয়ে নিলাম থেকে পাওয়া অর্থ নিউ ইয়র্কের ব্রুকলিন যাদুঘরে দান করবেন৷
নিলামে জুতা বিক্রির ঘটনা নতুন নয়৷ বিশেষ ধরনের জুতা নিলামে নিয়মিত উচ্চমূল্যে বিক্রি হয়৷ প্রায় ৫০ বছর আগে স্পোর্টস সংস্থা নাইকের সহ-প্রতিষ্ঠানের হাতে তৈরি এক জোড়া জুত নিলামে এক লাখ ৬২ হাজার পাঁচশো মার্কিন ডলারে বিক্রি হয়৷ এই রেকর্ড ভেঙেছেন অ্যামেরিকান বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান৷ নিলাম হাউস ক্রিস্টির মতে, আগস্ট মাসে ‘এয়ার জর্ডান ওয়ান’ জুতো জোড়া বিক্রি হয় ৬ লাখ ১৫ হাজার মার্কিন ডলার-এ৷
এনএস/কেএম (ডিপিএ, এএফপি, সোথেবিস)
জুতা নিয়ে জার্মানদের কিছু প্রবাদ
জার্মানিতে শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে নানা রকম প্রবাদ রয়েছে, যা জার্মানরা প্রায়ই ব্যবহার করে থাকেন৷ তাহলে আর ‘পা’ নিয়েই বা বাদ থাকবে কেন? জেনে নিন জুতো নিয়ে কিছু প্রবাদবাক্য৷
ছবি: Fotolia/babimu
জুতো পরে কোথায় চাপ লাগছে ?
ধরুন, আপনার কোনো সমস্যা রয়েছে এবং আপনাকে দেখে তা বোঝাও যাচ্ছে কিন্তু আপনি ঠিক তা বলতে চাইছেন না৷ এরকম পরিস্থিতিতে জার্মানরা অনেক সময় প্রশ্ন করে থাকেন, ‘ভো ড্রুক ডেয়ার শু’ আসলে কথাটা জুতো হলেও এখানে মনকেই বোঝানো হয়েছে৷
ছবি: ullstein bild - Imagebroker.net
ইন ডি শুয়ে শিবেন
নিজের করা অন্যায় না দেখে যখন কেউ তা অন্যর ওপর চাপিয়ে দেয় তখন এই প্রবাদটি ব্যবহার করা হয়ে থাকে৷ মধ্যযুগে কোনো চোর হোটেলে থাকার সময় পয়সা চুরি করতো আর তা ধরা না পরার জন্য চুরির পয়সা পাশের জনের জুতোর মধ্যে ঢুকিয়ে দিতো৷
ছবি: picture-alliance/imageBroker
ডেন শুয়ে সিয়ে ইশ মিয়া নিস্ট আন
অর্থাৎ এই জুতো আমি কোনোভাবেই পরবো না৷ আসলে কেউ যখন কোনো ব্যাপারে পুরোপুরো নিশ্চিত থাকে যে এই অন্যায় কাজটি সে করবে না , তখন এই প্রবাদটি কেউ কেউ বলে থাকেন৷
ছবি: picture-alliance/dpa/C. Seidel
উমগেকেয়ার্ট ভিয়ার্ড আইন শু দ্রাউস
অর্থাৎ উল্টো করলে কিন্তু দেখতে জুতার মতো লাগবে৷ সম্ভবত এই প্রবাদটি ১০০ বছর আগে জুতো তৈরির কারখানায় কর্মীদের ক্ষেত্রে কেউ উল্টো বা ভুল দিক করে জুতো সেলাই করলে এই প্রবাদটি বলা হতো৷
ছবি: picture-alliance/Weingartner
ইন ডেন কিন্ডার শুহেন
অনেকে বড় হয়ে গেলেও শিশুসুলভ আচরণ করে কিংবা বুঝতে চায়না যে সেটা তার করা উচিত নয়৷ তাদের ক্ষেত্রে ‘ইন ডেন কিন্ডার শুহেন’ প্রবাদটি ছুড়ে দেওয়া হয়৷