1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জুতোর দাম ৪৩ লাখ টাকা!

১৬ নভেম্বর ২০২০

হীরা বা সোনা দিয়ে নয়, ছাগলের চামড়া দিয়ে তৈরি সাধারণ মানের জুতো এগুলো৷ মানে সাধারণ হলেও আড়াইশ’ বছরের পুরনো এই জুতো বিক্রি হয়েছে ৫১ হাজার ডলারে৷

ছবি: Osenat/AFP

ফ্রান্সের সর্বশেষ রানি মারি-আনতোয়ানেতের জুতোজোড়া রোববার নিলামে উঠানো হয়৷ ১০-১২ হাজার ডলার পর্যন্ত দাম উঠতে পারে, এমনটাই ধারণা ছিল অনসেন্ট নিলাম হাউসের কর্মকর্তাদের৷

মূল্য ২২৫ কোটি টাকা মাত্র!

01:07

This browser does not support the video element.

কিন্তু নিলামে তোলার পর সারা বিশ্ব থেকে ডাক উঠতে থাকে এর৷ শেষ পর্যন্ত তা বিক্রি হয় ৫১ হাজার ডলারে, অর্থাৎ ৪৩ লাখ টাকায়৷ সংগ্রহে রাখার জন্য লাখ লাখ টাকায় এ জুতোজোড়া যিনি কিনেছেন তার নাম প্রকাশ করা হয়নি৷

সাদা রংয়ের, আট দশমিক আট ইঞ্চি লম্বা এ জুতো ছাগলের চামড়া দিয়ে তৈরি৷ কিছুটা উঁচু হিলের এ জুতোর উপরের অংশটি রিবন দিয়ে সাজানো৷

দেশটির ষোড়শ রাজা লুই এর স্ত্রী মারি-আনতোয়ানেতে ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানি ছিলেন৷

বছর দুয়েক আগে রানির ব্যবহৃত অলংকারও নিলামে তোলা হয়েছে৷ এর কয়েকটি কয়েক মিলিয়ন ডলারে বিক্রি হয়৷

আরআর/কেএম (এএফপি, ডিপিএ)

৩০ আগস্টের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ