1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জুনের গরমে পুড়ছে ইউরোপ

২৫ জুন ২০১৯

অসহনীয় গরমে পুড়ছে উত্তর ইউরোপ৷ জার্মানি, ফ্রান্স ও বেলজিয়ামে আগামী দিনগুলোতে তাপমাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়াবিদেরা৷

Frankreich | Hitzewelle
ছবি: Getty Images/AFP/P. Huguen

জার্মান আবহাওয়া বিভাগ বলছে, আগামী বুধবার দেশটিতে তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত হতে পারে৷ ফলে এটি হবে ১৯৪৭ সালের পর দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড৷ সে বছর জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে তাপমাত্রা দাঁড়িয়েছিল ৩৮ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস৷

এদিকে তীব্র এ গরমের কারণে বন-জঙ্গলে অগ্নিকান্ডের আশঙ্কার বিষয়টিও বিবেচনায় রাখছে জার্মান সরকার৷

সতর্ক থাকার আহ্বান ম্যাঁক্রোর

ফ্রান্সের আবহাওয়া বিভাগের পূর্ভাবাস অনুযায়ী, দেশটির কিছু অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রী পর্যন্ত উঠতে পারে৷ পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ৷ তিনি বলেন, ''এটি একেবারেই অপ্রত্যাশিত যে জুন মাসেই তাপমাত্রা এত বাড়ছে৷ ১৯৪৭ সালের পর থেকে এমন অবস্থা আর দেখিনি৷‘‘ এ অবস্থায় সকলকে বিশেষ করে অসুস্থদের, শিশু ও গর্ভবতী মহিলাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি৷

বাড়ছে গরম

বিজ্ঞানীরা বলছেন, গ্রীষ্মকালে ইউরোপে তামপমাত্রার হার ক্রমান্বয়ে বাড়ছে৷ তাপমাত্রা বৃদ্ধির এ বিষয়টিকে পরিবেশের বিপর্যয় হিসেবেই দেখছেন তাঁরা৷ জার্মানির পটসডাম ইন্সটিটিউট ফর ক্লাইমেট ইম্প্যাক্ট রিসার্চের গবেষক স্টেফান রামস্টোর্ফ জানান, তেল, গ্যাস ও খনিজ কয়লা পোড়ানোর ফলে বায়ুমন্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমান বাড়ছে , ফলে বাড়ছেবৈশ্বিক তাপমাত্রা

আরআর/কেএম (এপি, ডিপিএ)    

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ