1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জুনে আসছে কোভ্যাক্সের এক লাখ ডোজ টিকা

১৯ মে ২০২১

দরিদ্র দেশগুলোর টিকাপ্রাপ্তি নিশ্চিতে গঠিত গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের তৈরি এক লাখ ছয় হাজার ডোজ টিকা জুনে আসবে, জানিয়েছে সরকার৷

ছবি: Francis Kokoroko/REUTERS

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টৌয়েন্টিপোর ডটকমকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বরাত দিয়ে মঙ্গলবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, "জুনের ২ তারিখে গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের অন্তত এক লাখ ছয় হাজার কোভিড ভ্যাক্সিন বাংলাদেশে পাঠাবে বলে আজ নিশ্চিত করা হয়েছে, টেলিফোনে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ৷''

প্রাণঘাতী ও সংক্রামক ব্যাধি থেকে দরিদ্র দেশগুলোর শিশুদের জীবনরক্ষায় টিকা প্রদানে ভূমিকা রাখা গ্যাভি বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের ৯২টি দেশকে করোনাভাইরাসের টিকা সরবরাহের উদ্যোগ নিয়েছে৷ গরিব দেশগুলোর টিকাপ্রাপ্তি নিশ্চিত করতেই এই আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স গঠন করা হয়েছে৷

করোনাভাইরাস মোকাবেলায় ১৩ কোটির বেশি মানুষকে টিকাদান কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ৷ কোভ্যাক্স থেকে ছয় কোটি ৮০ লাখ ডোজ টিকা পাওয়ার আশা করছে৷

গত জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই কোভ্যাক্স থেকে টিকা পাওয়া শুরু হওয়ার কথা থাকলেও মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিশ্বজুড়ে টিকার সঙ্কটে তা পিছিয়ে যায়৷ জুনের মধ্যে সাড়ে পাঁচ কোটি ডোজ টিকা পাওয়া যাবে বলে গত ডিসেম্বরে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক৷

ভারত থেকে কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি তিন কোটি এবং কোভ্যাক্স থেকে আড়াই কোটি ডোজ পাওয়ার কথা৷ সরকার এ পর্যন্ত ভারত থেকে এক কোটি ২ লাখ ডোজ টিকা পেলেও কোভ্যাক্স থেকে এখনও কোনো টিকা আসেনি৷ তবে চীন থেকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার পাওয়া গেছে৷

সরকার গত ৭ ফেব্রুয়ারি দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু করলেও টিকা স্বল্পতার কারণে এপ্রিলে প্রথম ডোজ দেওয়া স্থগিত করে৷ দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রম চলছে৷

সরকারের তথ্য অনুযায়ী, ১৬ লাখ ডোজেরও বেশি টিকার ঘাটতি রয়েছে দেশে৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ