1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জুম্মাবারে সিরিয়ায় নিহত ৮, ইয়েমেনে ৯

২৮ মে ২০১১

সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলনকারীদের উপর দমনপীড়ন অব্যাহত রয়েছে৷ শুক্রবার সেদেশে প্রাণ হারিয়েছে কমপক্ষে আট বিক্ষোভকারী৷ অন্যদিকে, ইয়েমেনে উপজাতীয় যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সরকারি বাহিনী৷

In this citizen journalism image made on a mobile phone and acquired by the AP, Syrian anti-government protesters carry banners in Arabic that read: "Freedom means to stop the killing and arrests," during a rally in the northeastern city of Qamishli, Syria, Friday, May 13, 2011. Syrian soldiers occupied mosques and blocked off public squares Friday, but thousands of people managed to hold demonstrations anyway as the regime carries out one of the most brutal crackdowns since a wave of popular revolts began sweeping the Arab world. (Foto:AP/dapd)
সিরিয়ায় গণআন্দোলনছবি: dapd

সিরিয়ায় দমনপীড়ন

শুক্রবার জুম্মাবারে সিরিয়ার একাধিক শহরে বিক্ষোভকারীদের উপর চড়াও হয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা৷ এইদিন হোমস শহরে নিহত হয়েছে তিনজন, দামেস্কে নিহত তিন, লেবাননের সীমান্ত সংলগ্ন শহর জাবাদানিতে একজন এবং ইডলিব শহরে আরো এক বিক্ষোভকারী নিহত হয়৷ প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে আর ক্ষমতায় দেখতে চায় না বিক্ষোভকারীরা৷ মানবাধিকার সংগঠনগুলোর দাবি, সিরিয়ায় গত দশ সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছে কমপক্ষে এক হাজার মানুষ৷ আন্তর্জাতিক চাপ সত্ত্বেও বাশার আল-আসাদ বিক্ষোভ দমনে কঠোর ব্যবস্থা অব্যাহত রেখেছেন৷

ইয়েমেনের পরিস্থিতি

ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ'র বিপক্ষে অবস্থান নেওয়া উপজাতীয় যোদ্ধাদের উপর বিমান হামলা চালিয়েছে সরকারি সেনারা৷ সেদেশের রাজধানী সানা'র অদূরে নাহাদ প্রদেশে এই হামলা চালানো হয়েছে৷ বিবিসি জানিয়েছে, বিমান হামলায় অজ্ঞাত সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে৷ বার্তাসংস্থা ডিপিএ'র তথ্য অনুযায়ী, শুক্রবার সরকারি সেনাদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে নয় উপজাতীয় যোদ্ধা৷ গত সোমবার থেকে চলা দু'পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা ৮০ জনের বেশি৷ এছাড়া শুক্রবারের প্রার্থনার পর ইয়েমেনের বিভিন্ন শহরে সরকারবিরোধী প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে৷ তবে, সালেহ সমর্থকরা সরকারের পক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে শুক্রবার৷ এদিকে, অব্যাহত সংঘর্ষের কারণে রাজধানী সানা ছাড়তে শুরু করেছে শহরটির বাসিন্দারা৷ মর্টার হামলা থেকে বাঁচতে বেসমেন্টেও আশ্রয় নিয়েছে অনেকে৷

সানায় সরকারবিরোধী আন্দোলনছবি: DW

আন্তর্জাতিক সমাজের প্রতিক্রিয়া

ফ্রান্সের জি-এইট সম্মেলনে অংশ নেওয়া বিশ্ব নেতারা সিরিয়ায় সরকারি বাহিনীর দমনপীড়নের তীব্র নিন্দা জানিয়েছে৷ এক ইশতাহারে জি-এইট নেতারা, সিরিয়ার জনগণের গণতন্ত্রের ন্যায্য দাবির প্রতি সাড়া দিতে দামেস্ককে অনুরোধ করেছে৷ এছাড়া, ইয়েমেনে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ দমনে সহিংস পন্থা অবলম্বনেরও নিন্দা জানানো হয়েছে জি-এইট সম্মেলন থেকে৷ একইসঙ্গে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর যে প্রতিশ্রুতি সালেহ দিয়েছিলেন, তা দ্রুত বাস্তবায়নের আহ্বানও জানিয়েছেন জি-এইট নেতারা৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ