1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিফা কর্মকর্তা গ্রেপ্তার

৩ ডিসেম্বর ২০১৫

সেই সম্ভ্রান্ত বোর ও লাক হোটেল, যেখানে গত সাতাশে মে সাতজন ফিফা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছিল৷ বৃহস্পতিবার ভোরে সেখানেই গ্রেপ্তার করা হয় দক্ষিণ অ্যামেরিকা থেকে আসা ফিফা-র দু'জন ভাইস প্রেসিডেন্টকে৷

Schweiz FIFA Hauptquartier in Zürich
ছবি: Reuters/A. Wiegmann

মার্কিন আইন বিভাগের অনুরোধে এই গ্রেপ্তারির নির্দেশ দিয়েছিলেন সুইজারল্যান্ডের আইন বিভাগ৷ কারা গ্রেপ্তার হয়েছেন, সুইশ কর্তৃপক্ষ তাদের নাম না প্রকাশ করলেও, জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে যে, গ্রেপ্তারকৃত কর্মকর্তরা হলেন প্যারাগুয়ের হুয়ান আনখেল নাপুট ও হন্ডুরাসের আলফ্রেদো হাউয়িট বানেগাস৷ দ্বিতীয়জন আবার কনকাকাফ-এর প্রেসিডেন্ট৷ উভয়ের বিরুদ্ধে অভিযোগ যে, তাঁরা দক্ষিণ অ্যামেরিকার বিভিন্ন ফুটবল প্রতিযোগিতা ও সেই সঙ্গে বিশ্বকাপের কোয়ালিফায়ার সংক্রান্ত মার্কেটিং রাইটস প্রদানের জন্য লক্ষ লক্ষ ডলার ঘুস নিয়েছেন৷

ফিফা-র কার্যনির্বাহী পরিষদের একটি দু'দিনব্যাপী বৈঠক উপলক্ষ্যে উভয়ে বোর ও লাক হোটেলে অবস্থান করছিলেন৷ বৈঠক বৃহস্পতিবার দুপুরেই শেষ হবার কথা ছিল, বলে জানিয়েছে ফিফা৷ নয়ত ফিফা তার বিবৃতিতে মার্কিন তদন্তের সঙ্গে পূর্ণ সহযোগিতা করার অভিপ্রায় ঘোষণা করেছে৷

যেহেতু জুরিখে এর আগের গ্রেপ্তারিও ঘটেছেল ঐ বোর ও লাক হোটেলে, সেহেতু তাই নিয়ে টুইটারে রঙ্গ-রসিকতা চলেছে৷ জশ ব্যারো লিখেছেন, ‘‘আমি যদি ফুটবল কর্মকর্তা হতাম, তো জুরিখে যেতে হলে আমি অন্য কোনো লাক্সারি হোটেলে থাকতাম৷''

ট্রেভর হাওয়ার্ড লিখেছেন, ‘‘বোর ও লাক হোটেলের কর্মীদের কি নিয়মিত ‘ফিফা কর্মকর্তা গ্রেপ্তারি অভিযানের' ড্রিল হয়?''

তবে ব্যাপারটা ঠিক রঙ্গ-রসিকতা করার মতো নয়৷ ২৭শে মের গ্রেপ্তারি ঘটেছিল ফিফা-র কংগ্রেসের ঠিক দু'দিন আগে৷ যে সাতজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের অধিকাংশকেই ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়েছে৷ গ্রেপ্তারকৃত কর্মকর্তাদের মধ্যে ছিলেন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জেফ্রি ওয়েব, কেইমান আইল্যান্ডসের বাসিন্দা৷ পরবর্তী কংগ্রেসে ইওসেফ ব্লাটার একটি পঞ্চম কর্মকালের জন্য নির্বাচিত হন, যদিও ২রা জুন তাঁকে ঘোষণা দিতে শোনা যায় যে, তিনি ২০১৬ সালের ২৬শে ফেব্রুয়ারি ফিফা-র বিশেষ সম্মেলনে পদত্যাগ করবেন৷

এসি/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ