জীবন ধারণের জন্য ন্যূনতম খাবারটুকুও পাচ্ছেন না গাজাবাসী। খুব কম পরিমাণে ত্রাণ ঢুকছে, যা সকলের কাছে পৌঁছাচ্ছে না। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জুলাই মাসে না খেতে পেয়ে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে।
সামান্য খাবারের জন্য গাজায় হাহাকারছবি: Dawoud Abu Alkas/REUTERS
বিজ্ঞাপন
বোমারু বিমানের হামলা বন্ধ হয়নি। প্রতিদিন গাজাজুড়ে কোথাও না কোথাও হামলা চালাচ্ছে ইসরায়েল। হামলায় এখনো আহত হচ্ছেন, নিহত হচ্ছেন বহু মানুষ। এর মধ্যে রয়েরছে খাবারের অভাব। কারণ, খুব কম পরিমাণে ত্রাণের ট্রাক ঢুকতে দিচ্ছে ইসরায়েল। যেটুকু খাবার ঢুকছে, তা গাজাবাসীর জন্য যথেষ্ট নয়।
''সারাদিন একটি কথা ভাবতে ভাবতেই কেটে যায়, আজ কী খাবো, কী খাওয়াবো পরিবারকে?'' ডিডাব্লিউকে ফোনে জানিয়েছেন গাজাবাসী রাইদ আল-আথামনা। এক সময় বিদেশি সাংবাদিকদের জন্য গাজায় গাড়ি চালাতেন তিনি। ইসরায়েল বিদেশি সাংবাদিকদের আর গাজায় ঢুকতে দিচ্ছে না, ফলে দীর্ঘদিন ধরে কোনো কাজ নেই আথামনার। ফোনে তিনি জানিয়েছেন, ''আমাদের এখানে কোনো খাবার নেই। রুটি নেই, সামান্য আটাটুকুও কিনতে পারছি না। যদি বা আটা পাওয়া যায়, তার ভয়ংকর দাম। আজ স্ত্রী এবং বাচ্চাদের জন্য একটু ডাল কিনতে পেরেছি। কিন্তু কাল ওরা কী খাবে, জানি না।''
গাজায় মানবিক বিপর্যয়, অনাহারে মারা যাচ্ছে শিশুরা
05:15
This browser does not support the video element.
আথামনা জানিয়েছেন, সারা দিন ধরে কোথাও না কোথাও হামলা চালাচ্ছে ইসরায়েল। হয় শেলিং হচ্ছে, অথবা বিমান থেকে বোমা ফেলা হচ্ছে। মানুষ এক জায়গায় নিশ্চিন্তে আশ্রয় নিতে পারছেন না। সারাক্ষণ প্রাণের ভয়। তার উপর খাবার নেই। বহু মানুষ রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন। সমাজ মাধ্যমে এমন বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। আথামনার কথায়, ''আমি নিজে দেখেছি, কীভাবে মানুষ রাস্তার উপর অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে।''
গত মে মাসে শেষবার আথামনার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল ডিডাব্লিউয়ের। সে সময় তিন মাসের ব্লকেড শেষ করে ইসরায়েল গাজায় ত্রাণের ট্রাক ঢুকতে দিয়েছিল। গাজার ২০ লাখ মানুষ এর ফলে বেঁচে যাবেন বলে সে সময় মনে হয়েছিল আথামনার। কিন্তু দুই মাস পর সেই অভিমত বদলে গেছে তার। তিনি জানিয়েছেন, ''পরিস্থিতি সত্যিই শোচনীয়। এক টুকরো রুটির জন্যও লড়াই করতে হচ্ছে। আমি আমার নাতিনাতনিদের নিয়ে থাকছি। তারা সারাক্ষণ কাঁদছে খিদের জ্বালায়। কীভাবে ওদের মুখে একটু খাবার তুলে দেবো, সেই চিন্তাতেই প্রতিটি দিন কাটছে।''
বিজ্ঞাপন
আন্তর্জাতিক সংস্থার সতর্কবার্তা
আন্তর্জাতিক স্বাস্থ্য এবং ত্রাণ বিষয়ক সংস্থাগুলি নিয়মিত গাজা নিয়ে রিপোর্ট প্রকাশ করছে। তারা জানিয়েছে, গাজার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। সেখানে খাবার, ওষুধ পৌঁছাচ্ছে না। জাতিসংঘের সংস্থা ওসিএইচএ জানিয়েছে, গাজার ৮৮ শতাংশ অঞ্চল এখন মিলিটারি জোন বা সেনার জায়গা বলে চিহ্নিত করা হয়েছে। এর অধিকাংশই কৃষিজমি। সাধারণ মানুষ ঘর বাড়ি ছেড়ে অত্যন্ত কম জায়গার মধ্যে ত্রাণ শিবিরে বসবাস করতে বাধ্য হচ্ছেন। তাতেও শান্তি নেই, ত্রাণ শিবির থেকেও তাদের সরিয়ে দেওয়া হচ্ছে।
গাজায় ইসরায়েলের হামলা : বাংলাদেশে প্রতিবাদ, বিক্ষোভ, ভাংচুর, লুটপাট
ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে৷ ইসরায়েলের বিরুদ্ধে তাই বিক্ষোভ চলছে বাংলাদেশ জুড়ে, উঠছে হামলা বন্ধের দাবি৷ বিক্ষোভের মাঝেই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনাও ঘটেছে৷ দেখুন ছবিঘরে...
ছবি: DW
ইসরায়েলের হামলার প্রতিবাদ
ফিলিস্তিনীদের প্রতি সংহতি জানিয়ে সোমবার বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে ধর্মঘটের ডাক দেয় বিভিন্ন সংগঠন৷ ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় হয় বিক্ষোভ মিছিল সমাবেশ৷ ঢাকার মার্কিন দূতাবাসের কাছাকাছিও একাধিক বিক্ষোভ মিছিল হয়েছে সোমবার৷
ছবি: DW
আলোচনায় হামলা, লুটপাট
গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে বিক্ষোভ হয়েছে,এখনো হচ্ছে৷ বাংলাদেশেও বিক্ষোভের ডাক দেওয়া হয়৷ কিন্তু সোমবার বেশ কয়েকটি জেলায় বিক্ষোভের সময় ভাংচুর, লুটপাটের ঘটনাও ঘটেছে৷
ছবি: Rafik Molla
চট্টগ্রামে বিক্ষোভ, ভাংচুর
সোমবার চট্টগাম শহরের বিভিন্ন স্থানে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে৷ বিক্ষোভের সময় ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটতে দেখা যায়৷
ছবি: Kamol Das
ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট
বিক্ষোভের সময় জিইসি মোড়সহ চট্টগ্রাম নগরীর কয়েকটি স্থানে কেএফসি, পিৎজা হাট, পুমাসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট চালানো হয়৷এখানে নগরীর পুমা শোরুমে, হামলা, ভাংচুরের চিত্র৷
ছবি: Kamol Das
গাজীপুরে হামলা
সোমবার গাজীপুরের বিভিন্ন স্থানেও বিক্ষোভকারীদের একাংশ হামলা, ভাংচুর চালায়৷ এ সময় শহরের বাটা’র শোরুমসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়৷
ছবি: Dewan Mia
খুলনায় ভাংচুর
খুলনায় শহরেও বেশ কিছু স্থাপনায় ভাংচুর চালানো হয়৷ বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হয়, শহরের কেএফসি ও বাটা শোরুমে হামলা করে ব্যাপক ভাংচুর চালায় কতিপয় বিক্ষোভকারী৷
ছবি: AS Bishwash
হামলাস্থলে সেনাবাহিনী
ভাংচুরের পর পরিস্থিতি সামাল দিতে খুলনা শহরের একটি বাটার শোরুমের সামনে অবস্থান নেন সেনাবাহিনীর সদস্যরা৷
ছবি: AS Bishwash
সিলেটে বিক্ষোভ, ভাংচুর, লুটপাট
সোমবার গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে সিলেটেও রাস্তায় নামেন বিক্ষুব্ধরা৷ বিক্ষোভের সময় শহরের বিভিন্ন স্থানে ভাংচুর, এমনকি লুটপাটের ঘটনাও ঘটেছে৷ ছবিতে সিলেট শহরের কেএফসি রেস্টুরেন্টে হামলা, ভাংচুরের মুহূর্ত৷
ছবি: Rafik Molla
কক্সবাজারে বিক্ষোভ, ভাংচুর
সোমবার কক্সবাজার শহরেও গাজায় ইসরেয়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে৷ এ সময় শহরের সুগন্ধা পয়েন্টের একটি কেএফসি রেস্তোরাঁয় হামলা ও ভাংচুর চালানো হয়৷
ছবি: AK Ahmed/DW
‘লুটের জুতো বিক্রির বিজ্ঞাপন’
সিলেটে কতিপয় বিক্ষোভকারী লুট করেই থেমে থাকেননি, বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমের খবর অনুযায়ী কেউ কেউ বাটা’র শোরুম থেকে লুট করা জুতো অনলাইনে বিক্রির জন্য বিজ্ঞাপনও দিয়েছেন৷ এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ৷
ছবি: Rafik Molla
সারাদেশে আটক ৫৬
পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম ডয়চে ভেলেকে জানান, দেশের বিভিন্ন স্থানে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভের সময় ভাংচুর, লুটপাটের অভিযোগে ৫৬ জনকে আটক করা হয়েছে৷ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার ভিডিও দেখে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে৷ সন্দেহভাজন সবাইকে আটক না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে৷
ছবি: Dewan Mia
মঙ্গলবারও বিক্ষোভ
গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবারও সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন৷
ছবি: DW
12 ছবি1 | 12
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও-র প্রধান জানিয়েছেন, ''গাজায় মানুষের তৈরি দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষ খেতে পাচ্ছে না। এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে।''
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের কর্মকর্তা রস স্মিথ জানিয়েছেন, গাজার এক-তৃতীয়াংশ মানুষ একাধিক দিন না খেয়ে থাকছেন। এমনই রিপোর্ট তাদের হাতে এসে পৌঁছেছে। এর মধ্যে নারী এবং শিশুও আছে।
এরই মধ্যে হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, জুলাই মাসে না খেতে পেয়ে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। ২০২৫ সালের গোড়া থেকে ধরলে সংখ্যাটি ৫৯-এ পৌঁছেছে। যত দিন যাচ্ছে, সংখ্যাটি তত বাড়ছে।