সাংবিধানিক আদেশ জারি করে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে৷ এ নিয়ে বাংলাদেশে নতুন করে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে৷ গণভোট প্রশ্নে বিভক্ত সাধারণ মানুষও৷ সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক গণভোটের প্রস্তাবকে অবাস্তব এবং আইনসঙ্গত নয় বলে উল্লেখ করেছেন৷ এতে সংসদ নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি৷