1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জুলিয়ান আসাঞ্জ গ্রেপ্তার

১১ এপ্রিল ২০১৯

দীর্ঘ ৭ বছর লন্ডনের ইকুয়েডর দূতাবাসে অবস্থান নেওয়া উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

ছবি: Reuters/N. Hall

বৃহস্পতিবার এক বিবৃতিতে লন্ডন পুলিশ জানিয়েছে, ২০১২ সালের একটি পরোয়ানায় আসাঞ্জকে আটক করে মধ্য লন্ডনের একটি পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে৷ যত দ্রুত সম্ভব তাঁকে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে৷

উইকিলিকসের মাধ্যমে বহু গোপনীয় নথি ফাঁস করার কারণে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে আসাঞ্জের বিরুদ্ধে মামলা হয়েছিল৷ গ্রেপ্তার আতঙ্ক এবং যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর ভয়ে ২০১২ সালের আগস্ট থেকে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে অবস্থান নেন তিনি৷

এরপর ইকুয়েডর সরকার আসাঞ্জের রাজনৈতিক আশ্রয় মঞ্জুর করলে সেখানেই অবস্থান করছিলেন তিনি৷ বৃহস্পতিবার ইকুয়েডর কর্তৃক ওই রাজনৈতিক আশ্রয় বাতিলের সিদ্ধান্তে আসার পর গ্রেপ্তারের পদক্ষেপ নিল লন্ডন পুলিশ৷ 

‘বিভিন্ন আন্তর্জাতিক কনভেনশন এবং দৈনন্দিন প্রটোকল লঙ্ঘনের’ কারণে তাঁর অ্যাসাইলাম বাতিলের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো৷

তবে বর্তমান প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া, যাঁর সময়ে আসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছিল৷ 

মোরেনোকে ‘বিশ্বাসঘাতক’ হিসাবে অভিহিত করে এক টুইটে কোরেয়া লিখেছেন, ‘‘ইকুয়েডর ও লাতিন আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক লেনিন মোরেনো আমাদের দূতাবাসে আসাঞ্জকে গ্রেপ্তারের জন্য পুলিশ ঢুকতে দিয়েছে৷ মোরেনো একজন দুর্নীতিবাজ, কিন্তু তিনি যে অপরাধ এবার করলেন, মানবতা সেটি কখনো ভুলবে না৷’’

আসাঞ্জের গ্রেপ্তারের জন্য সিআইএ-র মতো শক্তিশালী সংস্থাগুলোকে দায়ী করেছে উইকিলিকস৷ আসাঞ্জের ছবি দিয়ে করা এক টুইটে প্রতিষ্ঠানটি লিখেছে, ‘‘এই মানুষটি একজন সন্তান, একজন পিতা ও একজন ভাই৷ সাংবাদিকতার কয়েক ডজন পুরস্কার জিতেছেন৷ ২০১০ সালে মনোনীত হয়েছিলেন নোবেল শান্তি পুরস্কারের জন্য৷ সিআইএ-র মতো ক্ষমতাশালীরা এই মানুষটিকে অমানবিকীকরণ, অবৈধ বানানো এবং জেলে ঢুকাতে সুচারু সব কাজ করেছে৷’’

ঘটনার পরপর এক টুইটে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট লিখেছেন, ‘‘জুলিয়ান আসাঞ্জ হিরো নন, আর কেউই আইনের উর্ধ্বে নয়৷ তিনি কয়েক বছর ধরে সত্য থেকে লুকিয়ে ছিলেন৷’’ 

রাজনৈতিক আশ্রয় বাতিল করে আসাঞ্জকে গ্রেপ্তারের সুযোগ দেওয়ায় ইকুয়েডরের প্রেসিডেন্ট মোরেনো এবং সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ দেন হান্ট৷

এদিকে আসাঞ্জের গ্রেপ্তারকে ‘গণতান্ত্রিক স্বাধীনতা বিরোধী’ অভিহিত করে ঘটনার নিন্দা জানিয়েছে রাশিয়া৷ এক ফেসবুক বার্তায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ‘‘গণতন্ত্রের হাত গণতন্ত্রকে রুদ্ধ করছে৷’’

যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হবে আসাঞ্জকে

যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর পাশাপাশি জামিনের শর্ত ভঙ্গ করার অভিযোগে আসাঞ্জকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে লন্ডন পুলিশ৷

বৃহস্পতিবার এক বিবৃতিতে স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, পুলিশ স্টেশনে আনার পর যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে আসাঞ্জকে৷ বহিঃসমর্পণ আইনের ৭৩ নম্বর ধারায় এই গ্রেপ্তার বলে জানিয়েছে সংস্থাটি৷

এমবি/জেডএইচ (ডিপিএ, এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ