1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেএনইউ-‌তে বামেদের বিজয় কেতন

রাজীব চক্রবর্তী নতুন দিল্লি
১১ সেপ্টেম্বর ২০১৯

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়ী বামপন্থী ছাত্র জোটের প্রার্থীরাই৷ সমগ্র ভারতে বামপন্থীরা যখন প্রায় নিশ্চিহ্ন, তখন রাজধানী দিল্লির বুকে লাল ঝান্ডার জয় বামপন্থীদের উৎসাহ জোগাচ্ছে৷

Indien CPI Politiker Kanhaiya Kumar
ছবি: Ians

গেরুয়া শিবিরকে ধরাশায়ী করার লড়াইয়ে এগিয়ে এক বঙ্গতনয়া৷

জেএনইউ-‌এর ‘‌সেন্ট্রাল প্যানেল’‌এবং ‘‌কাউন্সিলর্স অফ স্কুলস’‌‌এ বাম ছাত্র জোটেরই জয়জয়কার৷ আদালতের নির্দেশে ফল ঘোষণা স্থগিত রয়েছে৷ তবে, ফল বেরোলেই সভানেত্রী হবেন এসএফআই নেত্রী ঐশী ঘোষ৷ সহ-‌সভাপতি ডিএসএফ নেতা সাকেত মুন৷ সাধারণ সম্পাদক আইসা নেতা সতীশচন্দ্র যাদব এবং যুগ্ম সম্পাদক এআইএসএফ নেতা মহম্মদ দানিশ৷ কেন্দ্রে বিজেপি সরকার৷ বেশিরভাগ রাজ্যে বিজেপি ও তাদের সহযোগী দলের সরকার৷ অপপ্রচার, পুলিশ, প্রশাসন, অর্থবল, পেশিশক্তি সবই যখন বিরোদীদের দখলে তখন কোন জাদুমন্ত্রে জয় ছিনিয়ে আনলেন বাম জোটের ছাত্রছাত্রীরা?‌

ঐশী ঘোষ

This browser does not support the audio element.

‘‌‘‌‌বামপন্থার মূল সূত্রেই জয়ের ধারা অটুট রেখেছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়৷ নিবিড় ও নিরবচ্ছিন্ন জনসংযোগই বিপুল জয়ের মূল চাবিকাঠি৷’‌’‌— বলছিলেন প্রবল গেরুয়া ঝড় ও রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে লড়াই করে দিল্লির বুকে লালঝান্ডা ওড়ানোর অন্যতম কারিগর বঙ্গতনয়া ঐশী ঘোষ৷ তিনি বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনের পরবর্তী সভানেত্রী৷ 

ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে ঐশী বলছিলেন, ‘‘‌রাজনীতিতে নিবিড় ও নিরবচ্ছিন্ন জনসংযোগের কোনও বিকল্প নেই৷ যে কোনও নির্বাচনে মানুষ কাছের প্রার্থীকেই বেছে নেয়৷ জেএনইউ-‌য়ে ঠিক তাই হয়েছে৷ নিয়মিত সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ছাত্রছাত্রীদের পাশে থেকে তাঁদের দাবিদাওয়া নিয়ে লড়াই করেছি আমরা৷ তাই সবার অজান্তেই হয়ত তাঁদের ভরসা হয়ে উঠেছি৷ তবে, জয়ের পর দায়িত্ব আরও বেড়ে যায়৷ একই ভাবে লড়াই, আন্দোলন চালিয়ে যেতে হবে৷’‌’

ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে৷ আদালতের নির্দেশে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি৷ নির্বাচন কমিটির চেয়ারপার্সন শশাঙ্ক প্যাটেল মুখবন্ধ খামে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ফলাফল জমা দিয়েছেন৷  নরেন্দ্র মোদী সরকার জেএনইউ-‌কে ‘‌টুকড়ে টুকড়ে গ্যাঙ’‌-‌এর আখাড়া আখ্যা দিলেও ঐশী, দানিশ, সাকেত, সতীশরা লড়াইয়ের জমি ছাড়তে নারাজ৷ বরং মাটি কামড়ে ধরেছেন আরও জোরে৷ সরকারি ক্ষমতা, পেশি শক্তি এবং অর্থবলের সঙ্গে লড়াইয়ে জেতার পরেও লড়াইয়ের পথেই চলতে চাইছেন৷

মোহাম্মদ সেলিম

This browser does not support the audio element.

জেএনইউ-‌এর প্রাক্তন ছাত্র কানহাইয়া কুমার বেশ জনপ্রিয় ও সুবক্তা৷ মোদি সরকারের কঠোর সমালোচক৷ মূলস্রোতের রাজনীতিতে কানহাইয়া নিজের জায়গা করে নিয়েছেন৷ ঐশীকে অনেকেই কানহাইয়ার উত্তরসূরি বলতে শুরু করেছেন৷

সিপিএম নেতা মহম্মদ সেলিম ডয়চে ভেলেকে জানিয়েছেন, ‘‌‘‌দক্ষিণপন্থার যে উত্থান এবং তার প্রভাব শিক্ষা থেকে রাজনীতি এমনকী অর্থনীতিতে পড়েছে৷ এর বিরুদ্ধে শুধুমাত্র বামপন্থীরাই যে একমাত্র আদর্শগত লড়াই করতে পারে সেটা বিজেপি ও তাদের মাতৃ সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ ভালোই জানে৷ বামপন্থীরা শিক্ষা, ইতিহাস, সংস্কৃতি, যুক্তিতর্কের সাহায্যে গণতান্ত্রিক উপায়ে লড়াই করলেও দক্ষিণপন্থীরা তা ভেস্তে দিতে পেশিশক্তি ও অর্থবল প্রয়োগ করে৷ শুরুতেই শিক্ষার ওপর হামলা৷ নানাভাবে বদনাম করা, ছাত্র নেতা-‌নেত্রীদের মিথ্যা মামলায় ফাঁসানো, গজেলে ঢোকানো, শিক্ষার পরিবেশ নষ্ট করা সব চেষ্টাই হয়েছে৷ তা সত্ত্বেও ষড়যন্ত্রকারীদের মুখে ঝামা ঘষে দিয়েছে বামপন্থী ছাত্র সংগঠন ও তরুণ প্রজন্ম৷’‌’
দেশজুড়ে লোকসভা বা বিধানসভা নির্বাচনে বামপন্থীদের পরাজয় নিয়ে খানিক চিন্তিত পশ্চিমবঙ্গের দুর্গাপুরের রোগা-‌পাতলা মেয়েটি৷ একদা পশ্চিমবঙ্গ ছিল বাম দুর্গ৷ সেই পশ্চিমবঙ্গের মেয়ে ঐশীর আশা, আবার ঘুরে দাঁড়াবে বামেরা৷ তাঁর কথায়, ‘‌‘‌জেএনইউ-এ বাম ছাত্র জোটের জয়টা প্রতীকী৷ সারা ভারতে বামপন্থীদের মানুষের মনে নতুন করে জয়ের আশা সঞ্চার হবে৷

আসলে ‌জনসংযোগে ঘাটতি ঘটলেই ফাঁক-‌ফোকর গলে ঢোকার সুযোগ নেয় নীতি, আদর্শহীন বিরোধীরা৷ তাই বামপন্থী আন্দোলনের মূল সূত্রটি মেনে চলা উচিত সব ক্ষেত্রেই৷’‌’‌কিন্তু, সকাল ৭টা থেকে রাত ৮টা অবধি কি নিয়ে আলোচনা?‌কীসের আন্দোলন?‌ঐশীর জবাব, ‘‘‌‌ছাত্রছাত্রীদের সমস্যা নিয়েই আলোচনা৷ তাছাড়া দেশ কোন পথে চলেছে, কীভাবে দেশের ইতিহাস পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে, শাসক দলের ইচ্ছেমতো কীভাবে বদলে যাচ্ছে দেশপ্রেমের সংজ্ঞা, এইসব খোলাখুলি আলোচনা করেছি আমরা৷’’‌‌
প্রসঙ্গত, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে তৃতীয় স্থানে নামিয়ে দিয়েছেন বাম ছাত্র জোটের প্রার্থীরা৷‌

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ