শুরুতে ব্যাটিং বিপর্যয়ের পর ভারত একদিনের ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতেছে। তারপর মুখ খুলেছেন রোহিত শর্মারা।
বিজ্ঞাপন
তিনি নিজে এক রানও করতে পারেননি। ইশান কিশান, শ্রেয়স আইয়ারের মতো শূন্য রানে ড্রেসিং রুমে ফিরে গেছেন। দুই রানে তিন উইকেট। চেন্নাইয়ে ভরা স্টেডিয়াম চুপ। সেখান থেকে ম্যাচ জেতার পর ভারতের অধিনায়ক রোহিত শর্মা বললেন, কে এল রাহুল ও বিরাট কোহলি অসাধারণ ব্যাট করেছেন। সেই সঙ্গে দলকে জেতাবার পিছনে ছিল অসাধারণ ফিল্ডিংও।
রাহুল বলেছেন, ভারতের সব ক্রিকেটার প্রতিটি রান বাঁচাবার জন্য ঝাঁপিয়েছেন। মাঠে তারা নিজেদের উজাড় করে দিয়েছেন। ফলে আমরা ফিল্ডিংয়ের জোরে অনেক রান বাঁচিয়েছি।
রোহিত বিশেষ করে উল্লেখ করেছেন ইশান কিশানের কথা। তিনি এমনিতে উইকেটরক্ষক। কিন্তু ম্যাচে কে এল রাহুল উইকেট রক্ষার দায়িত্বে ছিলেন। শুভমন গিল অসুস্থ থাকায় ইশান টিমে ঢোকেন। তিনি মূলত বাউন্ডারিতে ফিল্ডিং করেছেন এবং প্রচুর রান বাঁচিয়েছেন।
রোহিত বলেছেন, দারুণ জয় পেয়েছে ভারত। তবে দুই রানে তিন উইকেট পড়ে যাওয়ায় প্রবল চাপের মধ্যে ছিলেন তিনি। রাহুল জানিয়েছেন, কোনো অধিনায়কই এরকমভাবে ইনিংস শুরু করতে চান না।
কে জিতবে ক্রিকেট বিশ্বকাপ?
অস্ট্রেলিয়ার সামনে এবার ডাবল হ্যাট্রিকের সুযোগ৷ ভারত রয়েছে হ্যাট্রিক পূরণের আশায়৷ কার আশা পূরণ হবে? নাকি বাকি চার সাবেক চ্যাম্পিয়ন বা নতুন কোনো দেশ জিতবে এবারের বিশ্বকাপ? দেখুন সাবেক ক্রিকেটাররা কী বলছেন...
ছবি: Satyajit Shaw/DW
ডেল স্টেইন, সাউথ আফ্রিকা
সাউথ আফ্রিকার সাবেক ফাস্টবোলারের কাছে জানতে চাওয়া হয়েছিল এবার কোন দুটি দেশ ফাইনালে উঠতে পারে? বা কোন দেশ জিততে পারে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ? জবাবে স্টেইন বলেছেন, নিজের দেশ সাউথ আফ্রিকা এবার প্রথমবারের মতো ফাইনালে উঠবে বলে তার ধারণা৷ এছাড়া রোহিত শর্মার ভারতও চতুর্থবারের মতো ফাইনালে উঠতে পারে বলে মনে হচ্ছে তার৷ কে জিতবে তা অবশ্য বলেননি৷
ছবি: AP
শেন ওয়াটসন, অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন ফাইনাল কে খেলবে সে সম্পর্কে কিছু বলেননি৷ তিনি অনেকটা ভবিষ্যদ্বাণীর মতো করে বলেছেন, এবার সেমিফাইনালে খেলতে পারে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড এবং পাকিস্তান৷
ছবি: Avijit Das/ZUMA Wire/IMAGO
জ্যাক ক্যালিস, সাউথ আফ্রিকা
জ্যাক ক্যালিসের ভবিষদ্বাণী একদিক থেকে স্বদেশি স্টেইনের সঙ্গে মিলেছে, অন্যদিকে মিলেছে অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনের সঙ্গে৷ ওয়াটসনের মতো ক্যালিসও বলেছেন সম্ভাব্য সেমিফাইনালিস্টদের নাম৷ স্টেইনের মতো ক্যালিসও নিজের দেশকে নিয়ে আশাবাদী৷ তাই প্রোটিয়াদের সেমিফাইনালে দেখছেন তিনি৷ ক্যালিসের মতে, এবারের আসরের সম্ভাব্য অন্য সেমিফাইনালিস্টরা হলো ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া৷
ছবি: Getty Images/B. Durrant
সুনীল গাভাস্কার, ভারত
ভারতের সাবেক অধিনায়ক, ওপেনার এবং বর্তমানে ধারাভাষ্যকার গাভাস্কার কিন্তু রোহিত শর্মার দলকে সম্ভাব্য চ্যাম্পিয়ন মনে করছেন না৷ তার মতে, এবার টানা দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড৷
ছবি: Anshuman Poyrekar/Hindustan Times/IMAGO
ইরফান পাঠান, ভারত
ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান কিন্তু গাভাস্কারের মতো ভাবছেন না৷ তিনি মনে করেন, এবার রোহিত শর্মার হাতেই উঠবে বিশ্বকাপ ট্রফি৷ ফাইনালে কাকে হারাবে ভারত? ইরফান পাঠান তা বলেননি৷
ছবি: Dinodia Photo/IMAGO
মঈন খান, পাকিস্তান
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার মঈন খানও ফাইনালে কোন দুটি দল উঠতে পারে এবং কার হাতে উঠতে পারে ট্রফি- সে সম্পর্কে কিছু বলেননি৷ খুব হিসেব কষে শুধু শেষ চারে ওঠার সম্ভাবনা কোন চারটি দেশের সবচেয়ে বেশি তা-ই শুধু বলেছেন তিনি৷ মঈন মনে করছেন, এবার সেমিফাইনালে উঠবে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং পাকিস্তান৷
ছবি: Photoshot/Avalon/IMAGO
মুত্তিয়া মুরালিধরন, শ্রীলঙ্কা
টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের মালিক মুত্তিয়া মুরালিধরনও গণমাধ্যমকে বলেছেন, ভারত যে সেমিফাইনালে উঠবে সে বিষয়ে তার কোনো সন্দেহ নেই৷ তার মতে, সেমিফাইনালের বাকি তিনটি দেশ হবে ইংল্যান্ড,অস্ট্রেলিয়া এবং ‘ওয়াইল্ড কার্ড’ পাওয়া কোনো দেশ৷ ‘ওয়াইল্ড কার্ড’ মানে? তাহলে কি বাংলাদেশকে শেষ চারে আশা করছেন মুরালিধরন? নাকি তার দেশ শ্রীলঙ্কাকে?
ছবি: Hindustan Times/IMAGO
ওয়াকার ইউনিস, পাকিস্তান
সর্বকালের অন্যতম সেরা ফাস্টবোলার ওয়াকার ইউনিসের কথা শুনলে তার দেশের ক্রিকেটপ্রেমীরা হয়ত মন খারাপ করবেন৷ ওয়াকার যে ফাইনালের দুটি দলের মাঝে বাবর আজমের পাকিস্তানকে দেখছেন না! তিনি মনে করেন, এবার ফাইনাল খেলবে ভারত এবং ইংল্যান্ড৷
ছবি: IMAGO
8 ছবি1 | 8
তার মতে, অস্ট্রেলিয়ার বোলাররা তখন ভালো বল করেছেন, কিন্তু ভারতীয় ব্যাটাররা খারাপ শট খেলে আউট হয়েছেন।
রোহিত জানিয়েছেন, বিরাট ও রাহুল খুব বুদ্ধি করে খেলেছেন এবং রান করেছেন। দুজনেই অসাধারণ খেলেছেন। আর বোলাররাও খুব ভালো বল করেছেন। পেসাররা রিভার্স সুইং পেয়েছেন। স্পিনাররা অসাধারণভাবে পিচকে কাজে নাগিয়েছেন।
অশ্বিন যা বললেন
আবার একদিনের দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি চেন্নাইয়ের ছেলে। ঘরের মাঠে খেলার পর তিনি জানিয়েছেন, তিনি তো রোহিত ও বিরাটকে বলেই দিয়েছিলেন, তিনি আর একদিনের ক্রিকেট খেলতে চান না। তবে রোহিতরা তাকে বলেছিলেন, দরকার হলেই ডাকব। সেই দরকার পড়ে অক্ষর প্যাটেল আঘাত পেয়ে দলের বাইরে চলে যাওয়ায়। তার জায়গায় অশ্বিন সুযোগ পান।
৩৭ বছর বয়সি এই ক্রিকেটার জানিয়েছেন, চেন্নাইয়ের এমন পিচ তিনি আগে দেখেননি। অনেক জায়গায় পিচ ভেঙে গেছে। বল পড়ে নিচু হচ্ছে। তারও গোটা আটেক বল লেগেছিল পিচটা বুঝতে।
বিশ্বকাপ ট্রফি কলকাতায়, সেলফি তোলার ধুম
কলকাতায় পৌঁছেছে পুরুষদের জন্য একদিনের বিশ্বকাপের সুদৃশ্য ট্রফি। সেখানে সেলফি তুলতে মানুষের ভিড়।
ছবি: Satyajit Shaw/DW
আইসিসি বিশ্বকাপ ট্রফি
আগামী ১৯ অক্টোবর আমেদাবাদে এই ট্রফিটাই উঠবে পুরুষদের ক্রিকেটে একদিনের বিশ্বকাপজয়ী দেশের প্লেয়ারদের হাতে। এই প্রতিয়োগিতা শুরু হবে ৫ অক্টোবর থেকে। ভারতের বিভিন্ন শহরে খেলা হবে। কলকাতার ইডেন গার্ডেনসে গ্রুপ পর্যায়ের খেলা ছাড়াও একটি সেমিফাইনাল হবে
ছবি: Satyajit Shaw/DW
সাউথ সিটি মল-এ
কলকাতায় দুদিনের জন্য ট্রফি রাখা হয়েছে সাউথ সিটি মল-এ। এই সুদৃশ্য মল-এ সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এই ট্রফি। তা দেখতে প্রচুর মানুষ আসছেন।
ছবি: Satyajit Shaw/DW
সোনা-রুপো দিয়ো তৈরি
এই ট্রফিটা তৈরি হয়েছে সোনা ও রুপো দিয়ে। তিনটে রুপোর স্তম্ভ ধরে রেখেছে গোল্ডেন গ্লোবকে। ওই স্তম্ভগুলি স্টাম্প ও বেল-এর মতো দেখতে। এই তিনটি স্তম্ভ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের প্রতীক।
ছবি: Satyajit Shaw/DW
ফটো কর্নার
ট্রফির সঙ্গে আলাদা করে ফটো কর্নার করা হয়েছে। সেখানে প্রচুর মানুষ গিয়ে সেলফি তুলছেন।
ছবি: Satyajit Shaw/DW
মূল ট্রফির সঙ্গেও
মূল ট্রফিকে রেকে সেলফি তোলারও বিরাম নেই। উৎসাহ বেশি যুবদের মধ্যে।
ছবি: Satyajit Shaw/DW
ইডেন গার্ডেনসেও
ইডেন গার্ডেনসেও ট্রফি রাখা হবে। তবে সেখানে প্রবেশের কড়াকড়ি থাকবে। তাই সাউথ সিটি মল-এ ভিড় বেশি।
ছবি: Satyajit Shaw/DW
উন্মাদনা বাড়ছে
কলকাতা ক্রিকেট-পাগল শহর। তাই একদিনের বিশ্বকাপ যত কাছে আসছে, ততই উত্তেজনার পারদ চড়ছে। গ্রুপ লিগের ম্যাচ ছাড়াও কলকাতায় একটি সেমিফাইনালও হবে। ইডেন ভরে দর্শক আসবে বলে সিএবি-র আশা।
ছবি: Satyajit Shaw/DW
7 ছবি1 | 7
কেন হতাশ রাহুল?
ছয় মেরে ম্যাচ জিতিয়েও বসে পড়েন কে এল রাহুল। তাকে কিছুটা হতাশ লাগছিল। কেন এই হতাশা? ম্যাচের পর জানালেন রাহুল। বললেন, খুব হিসাব কষে খেলছিলাম, যাতে শতরানটা পেতে পারি। সেটা সম্ভব ছিল যদি চার ও ছয় মারা যায় তাহলেই। বলটা তিনি একটু জোরেই মেরেছিলেন। তবে শতরান হাতছাড়া হওয়ার পরেও রাহুল জানিয়েছেন, তার আক্ষেপ নেই। দলের জেতাটা বড় কথা।
কোহলির রেকর্ড
শচিন টেন্ডুলকররের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি। তিনি একদিনের বিস্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড করলেন। শচিন দুই হাজার ৭১৮ রান করেছিলেন। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৫ রান করার পর বিরাটের রান গিয়ে দাঁড়িয়েছে দুই হাজার ৭৮৫।