1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেনেভা চুক্তি লঙ্ঘণ

২২ এপ্রিল ২০১৪

সফরের দ্বিতীয় দিনে ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেকসান্ডার তুর্চিনভের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন৷ যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি৷

ছবি: Reuters

উচ্চ পর্যায়ের এই বেঠক অনুষ্ঠিত হয় ইউক্রেনের পার্লামেন্ট হাউজ রাডায়৷ বাইডেনের দুই দিনের সফরের শেষ দিনে ইউক্রেনের সব অঞ্চলের পার্লামেন্ট সদস্য এবং ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করার কথা রয়েছে৷

ইউক্রেনের সহিংসতা বন্ধে একটি আন্তর্জাতিক শান্তি চুক্তির পরই বাইডেন দেশটি সফর করছেন৷ সব বৈঠক শেষে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কী ধরনের সহায়তা দেবে তার ঘোষণা দেবেন বাইডেন৷ এতে জ্বালানি সহায়তা ও অর্থনৈতিক সংস্কার ইস্যু থাকবে বলে জানা গেছে৷

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা রুশপন্থি বিচ্ছিন্নবাদীদের সহিংসতা না করতে চাপ দেয়৷ তবে যুক্তরাষ্ট্রের এই হস্তক্ষেপকে মস্কো মোটেও ভালো চোখে দেখছে না৷ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ অভিযোগ করে বলেছেন, ওয়াশিংটন ইউক্রেন সরকারকে প্রভাবিত করার চেষ্টা করছে, যা জেনেভা চুক্তির লঙ্ঘণ৷

ওদিকে ক্রেমলিন জানিয়েছে যে, লাভরভ কেরির প্রতি আহ্বান জানিয়েছেন যাতে যুক্তরাষ্ট্র ইউক্রেন সরকারকে চাপ দেয় সেখানকার সহিংসতা বন্ধ করতে৷ ''এছাড়া মস্কোয় এক সংবাদ সম্মেলনে লাভরভ বলেন, ‘‘কিয়েভ সরকার অবৈধ গ্রুপগুলোকে নিরস্ত্র করার পদক্ষেপ নিচ্ছে না৷ বিশেষ করে উগ্র-জাতীয়তাবাদী রাইট সেক্টরকে নিরস্ত্র করছে না৷

পূর্ব ইউক্রেনের লুগানস্ক শহরে রাশিয়ার জাতীয় সংগীত গাইছেন রুশপন্থিরাছবি: AFP/Getty Images

এদিকে, জেনেভা অ্যাকর্ড অবিলম্বে বাস্তবায়ন না করলে রাশিয়াকে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ হোয়াইট হাউজের প্রেস সচিব জে কার্নি সোমবার বলেছেন, ‘‘আগামী দিনগুলোতে এই অবস্থার কোনো উন্নতি দেখা না গেলে মস্কোকে এর মূল্য দিতে হবে৷''

সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু ছবি প্রকাশ করেছে যা থেকে প্রমাণিত হয় ইউক্রেনের পূর্বাঞ্চলের অস্ত্রধারী বিচ্ছিন্নতাবাদীরা আসলে রাশিয়ার সেনাবাহিনী অথবা গোয়েন্দা কর্মকর্তা৷

পূর্ব ইউক্রেনে ইউক্রেনপন্থি এবং রুশপন্থিদের সংঘর্ষ অব্যাহত রয়েছে৷ কিয়েভেও চলছে বিক্ষোভ৷

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় রাশিয়া, ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকরা ইউক্রেনের চলমান সংকট নিরসনে একটি চুক্তিতে পৌঁছান৷ চুক্তি অনুযায়ী সব পক্ষকে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়৷ এছাড়া, ইউক্রেনে অবৈধভাবে সরকারি ভবন দখল করে রাখা অস্ত্রধারীদেরকে নিরস্ত্র করা এবং সব ভবন বৈধ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথাও বলা হয়েছে এতে৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ