1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গিন্নির ঠ্যাঙানি

১৩ সেপ্টেম্বর ২০১২

রজার মুর’এর চেয়ে বেশিদিন জেমস বন্ডের ভূমিকায় আর কেউ অভিনয় করেননি৷ হার ম্যাজেস্টির যে এজেন্ট দুনিয়ার কাউকে ভয় করতেন না, তিনি নাকি তাঁর প্রথম দুই স্ত্রীর হাতে নিয়মিত মার খেয়েছেন, বলেছেন ৮৪ বছর বয়সী অভিনেতা৷

**FILE**British actor Roger Moore, playing the title role of Agent 007, James Bond, is shown on location in England in 1972. Moore, who played Agent 007 in seven of the James Bond movies, said critics of the film franchise's new star, Daniel Craig, should give him a chance. "He's a helluva good actor," said Moore, 78, noting that critics haven't even seen Craig in the role yet. "So why attack him?" Moore made the comments in Toronto on Wednesday, Feb. 22, 2006, at a UNICEF event. (AP Photo)
জেমস বন্ড চরিত্রে রজার মুরছবি: picture-alliance/dpa

সিএনএন সংবাদ সংস্থার ‘‘লাইফ স্টোরিজ'' চ্যাট শো'তে হোস্ট পিয়ার্স মর্গান'কে সেই অসাধারণ কাহিনি শোনান রজার মুর৷ মুর'এর চারবার বিয়ে৷ প্রথমা স্ত্রী ছিলেন আইস স্কেটার ডোর্ন ফ্যান স্টাইন৷ বিয়েটা টিকেছিল ১৯৫৩ সাল অবধি৷ ফ্যান স্টাইন মারা যান ২০১০ সালে৷ মুর'এর দ্বিতীয়া স্ত্রী ছিলেন ওয়েলশ গায়িকা ডরোথি স্কোয়ার্স৷ দু'জনের ডিভোর্স হয় ১৯৬৮ সালে৷ স্কোয়ার্স মারা যান ১৯৯৮ সালে৷ কাজেই এখন মুর'এর এই দুই বিয়ের খুঁটিনাটি প্রকাশ করতে কোনো বাধা নেই৷ যেন জেমস বন্ডের অতি গোপনীয় ফাইলগুলো অবশেষে আর্কাইভ থেকে রিলিজ করা হচ্ছে৷

মুর যখন ফ্যান স্টাইনকে বিয়ে করেন, তখন তাঁর - মানে মুর'এর - বয়স ছিল ১৯৷ বিয়ে সুখি হয়েছিল কিনা আজ আর বলা যাবে না৷ তবে ফ্যান স্টাইন একবার মুর'এর দিকে একটি টি-পট ছুঁড়ে মেরেছিলেন৷ ফ্যান স্টাইন নাকি তাঁকে আঁচড়ে-কামড়ে দিতেন৷ ‘‘বাড়ি গেলেই আমার মা সেই সব আঁচড়ের দাগ দেখে আঁতকে উঠতেন,'' পিয়ার্স মর্গানের সাক্ষাৎকারে বলেছেন মুর৷

পরবর্তী স্ত্রী ডরোথি স্কোয়ার্স সম্পর্কে মুর বলেছেন, ডরোথির নাকি দারুণ মাথাগরম ছিল৷ তিনি নাকি একবার হাতের গিটারটি দিয়ে মুর'এর মাথায় এক ঘা বসিয়ে দিয়েছিলেন৷ মনে রাখতে হবে, রজার মুর জেমস বন্ডের ভূমিকায় প্রথম অভিনয় করেন ১৯৭৩ সাল৷ ছবিটির নাম ছিল ‘লিভ অ্যান্ড লেট ডাই', অর্থাৎ ‘বাঁচো এবং মরতে দাও'৷ দেখা যাচ্ছে, মুর'এর ছবিগুলোর মতোই তাঁর দাম্পত্যজীবনও কিছু কম অ্যাকশন-পূর্ণ ছিল না৷

১৯৬৮ সালে ডরোথি স্কোয়ার্সের সঙ্গে বিবাহবিচ্ছেদ হবার পর মুর তার পরের বছর ইটালির অভিনেত্রী লুইজা মাত্তিওলি'কে বিবাহ করেন৷ দু'জনের তিনটি সন্তানও হয়৷ এ'বিয়েও ভেঙে যায় ১৯৯৬ সালে৷ ২০০২ সালে মুর বিয়ে করেন ক্রিস্টিনা থলস্ট্রুপ'কে৷ ইনি একজন স্ক্যান্ডিনেভিয়ান সোসালাইট, বয়স ৭১৷ এজেন্ট জিরো-জিরো-সেভেনের এই শেষ দু'টি বৈবাহিক অ্যাডভেঞ্চার কেমন চলেছে অথবা চলছে, সে'বিষয়ে রজার মুর আপাতত কিছু বলেননি৷ সে সব ফাইল আপাতত রানির মহাফেজখানায় কুলুপবন্ধ থাকছে৷

এসি / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ