1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্ডের গাড়িনির্মাণে আরও মালিকানা মার্সিডিজের

২৮ অক্টোবর ২০২০

মার্সিডিজ বেনৎস গাড়ি তৈরির প্রতিষ্ঠান জার্মানির ডাইমলার জানিয়েছে তারা জেমস বন্ডের ব্যবহার করা গাড়ি তৈরির প্রতিষ্ঠান ব্রিটেনের অ্যাস্টন মার্টিনের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা আরও বাড়াবে৷

১৯৬৪ সালের ‘গোল্ডফিঙ্গার’ মুভিতে প্রথম অ্যাস্টন মার্টিনের গাড়ি ব্যবহার করেন জেমস বন্ডছবি: Imago/Cinema Publishers Collection

ফলে আগামী তিন বছরের মধ্যে ব্রিটিশ ঐ গাড়িনির্মাতা প্রতিষ্ঠানে জার্মান গাড়িনির্মাতার অংশীদারিত্বের পরিমাণ সর্বোচ্চ ২০ শতাংশ হতে পারে৷ বর্তমানে এই মালিকানার পরিমাণ মাত্র ২.৬ শতাংশ৷

তবে অ্যাস্টন মার্টিনে মালিকানা ২০ শতাংশের চেয়ে বেশি বাড়ানোর কোনো পরিকল্পনা ডাইমলারের নেই বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়েছে৷

মার্সিডিজ বেনৎস ২০১৩ সালে প্রথমবারের মতো অ্যাস্টন মার্টিনকে প্রযুক্তিগত সহায়তা দেয়৷

নতুন চুক্তির কারণে মার্সিডিজ বেনৎসের পরবর্তী প্রজন্মের হাইব্রিড ও ইলেকট্রিক পাওয়ারট্রেনসহ অন্যান্য প্রযুক্তি নিয়ে কাজ করতে পারবে অ্যাস্টন মার্টিন৷

চলতি বছরের শুরুতে অ্যাস্টন মার্টিনের প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পান টোবিয়াস ম্যুয়র্স৷ এর আগে তিনি মার্সিডিজ বেনৎস-এএমজির প্রধান ছিলেন৷ মার্সিডিজ বেনৎসের সবচেয়ে ব্যয়বহুল গাড়িগুলো তৈরি করে মার্সিডিজ বেনৎস-এএমজি৷

চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে প্রায় ৩২০ কোটি টাকা লোকসানের মুখ দেখেছে অ্যাস্টন মার্টিন৷ গতবছর একই সময়ে প্রায় ৪৭৪ কোটি টাকা লাভ করেছিল তারা৷

১৯৬৪ সালে জেমস বন্ড সিরিজের তৃতীয় ছবি ‘গোল্ডফিঙ্গার’ দিয়ে শুরু করে মোট ১১টি ছবিতে অ্যাস্টন মার্টিনের গাড়ি ব্যবহার করেছেন জেমস বন্ড৷

জেডএইচ/কেএম (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ