1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

জেরুজালেমে এবার গুলিতে আহত দুই

২৮ জানুয়ারি ২০২৩

পূর্ব জেরুজালেমে বন্দুকধারীর গুলিতে দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস৷ তার আগে শুক্রবার জেরুজালেমের একটি সিনেগেগর সামনে এক ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে সাতজন নিহত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷

শনিবারের হামলার পর ঘটনাস্থলে নিরাপত্তারক্ষীরা
শনিবারের হামলার পর ঘটনাস্থলে নিরাপত্তারক্ষীরাছবি: Ammar Awad/REUTERS

টুইটারে দেওয়া এক বার্তায় ইসারেয়েলের মেগান ডেভিড অ্যাডোম সার্ভিস জানায়, শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ৪২ মিনিটে তারা গুলির খবর পায়৷

আহতদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। পুলিশের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলের সংবাদমাদ্যম টাইমস অব ইসরায়েল জানায়, হামলাকারীকে হত্যা করা হয়েছে।   

তার আগে শুক্রবার সন্ধ্যায় পূর্ব জেরুজালেমের নেভে ইয়াকোভ এলাকার একটি সিনেগগের বাইরে গুলি চালায় বন্দুকধারী৷ ওই জায়গাটিতে লোকজন আন্তর্জাতিক হলোকাস্ট দিবসের স্মরণে জড়ো হয়েছিলেন বলে জানায় পুলিশ৷  

পুলিশের তথ্য অনুযায়ী, গুলি চালানোর পর বন্দুকধারী গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করার সময় তাকে ধাওয়া করে৷ পরে পুলিশের সাথে গুলি বিনিময়ে হামলাকারী নিহত হয়৷

 হামলাকারী পূর্ব জেরুজালেমের ২১ বছর বয়সি বাসিন্দা বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে৷ ঘটনার পর শনিবার ইসরায়েলে পুলিশ এক অভিযানে ৪২জনকে আটক করে৷

হামলার নিন্দা জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু দেশটির জনগনকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান৷ হামলার স্থান পরির্দশন করে তিনি জানান, তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপের বিষয় অবহিত করা হবে৷

গত কয়েক দিন ধরেই পশ্চিম তীরে দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল৷ গত বৃহস্পতিবার পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে এক নারীসহ নয় ফিলিস্তিনি নিহত হয়েছেন

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন বলেও জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়৷ 

আরআর/এফএস (রয়টার্স/এএফপি/এপি)

ইহুদিবিদ্বেষের পেছনে থাকা অস্পষ্ট ধারণাসমূহ

13:09

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ