1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেরুজালেমে ৯ জন আটক

৯ জানুয়ারি ২০১৭

জেরুজালেমে ট্রাক হামলার ঘটনায় ফিলিস্তিনি ট্রাক চালকের পরিবারের সদস্যসহ ৯ জনকে আটক করেছে ইসরায়েলের পুলিশ৷ রবিবার জেরুজালেমের একটি পর্যটন কেন্দ্রে ইসরায়েলি সেনাদের উপর ট্রাক চালিয়ে দেয় এক ট্রাক চালক৷ নিহত হয় ৪ জন৷

এখানেই হয়েছিল হামলা
ছবি: picture-alliance/AP Photo/O. Ziv

ইসরায়েলি পুলিশের মুখপাত্র লুবা সামরি জানিয়েছেন, আটককৃতদের মধ্যে ৫ জন ট্রাক চালকের পরিবারের সদস্য৷ তারা পূর্ব জেরুজালেমের অধিবাসী৷ ঘটনাস্থল কংক্রিটের তার দিয়ে ঘিরে রেখেছে পুলিশ৷ প্রতিটি গাড়ি তল্লাশি চলছে৷ এছাড়া গভীর রাতে ফিলিস্তিনিরা ইসরায়েলের পুলিশঘাঁটি লক্ষ্য করে আতশবাজি ছুড়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলি পুলিশ৷

 ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ঐ ট্রাক হামলার ঘটনাকে বার্লিনের ট্রাক হামলার সঙ্গে তুলনা করেছেন৷ ট্রাক হামলা চালানোর পর আইন-শৃঙ্খলাবাহিনীর গুলিতে নিহত হয় ট্রাক চালক৷ প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা' বলে উল্লেখ করেছেন৷ এক বিবৃতিতে তিনি বলেন, হামলাকারী তথাকথিত ইসলামি জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক স্টেট-'এর সমর্থক হতে পারে৷ তিনি বলেন, তার হামলার সব লক্ষণ দেখেই বোঝা যায়, সে আইএসের সমর্থক৷ যেখান থেকে সে এসেছে, সেই এলাকা পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়েছে, সেখানে সবার চলাচল নিষিদ্ধ করা হয়েছে৷ এছাড়া আমরা অন্যান্য পদক্ষেপও নিচ্ছি, যা বিস্তারিত বলা উচিত হবে না৷''

জনপ্রিয় স্থান ‘ওল্ড সিটি অব জেরুজালেম' দেখতে আসা ইসরায়েলি সেনারা বাস থেকে নামার সময় হামলার শিকার হয়৷ ফিলিস্তিনি চালক ইচ্ছাকৃতভাবে মানুষের ওপর ট্রাক চালিয়ে দিয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি পুলিশ৷ ঐ ঘটনায় আহত হয় ১৫ জন৷

পুলিশের মুখপাত্র সাংবাদিকদের জানান, একজন সন্ত্রাসী তার ট্রাক নিয়ে সেনাবাহিনীর সদস্যরা যেখানে দাঁড়িয়েছিল, সেখানে চালিয়ে দেয়৷ বাস থেকে নেমে সেনা সদস্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল এবং এটাকে সুযোগ হিসেবে ব্যবহার করেছে ঐ সন্ত্রাসী৷

পুলিশ প্রধান জানিয়েছেন, নিহত হামলাকারী পূর্ব জেরুজালেমের অধিবাসী৷ হামলাকারীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি৷ নিহতদের মধ্যে তিন জন নারী ও একজন পুরুষ৷ নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ট্রাকটি দ্রুতগতিতে সেনাদের দিকে এগিয়ে যাচ্ছে৷ এরপর মুহূর্তের জন্য থেমে সেটি সেনাদের মাড়িয়ে দেয় এবং তাদের মাড়িয়ে আবার পেছাতে থাকে৷ ফুটেজে দেখা যায়, হামলার শিকার হওয়ার পর অনেক সেনাসদস্য পালিয়ে প্রাণ বাঁচাতে চেষ্টা করছে৷

স্থানীয় একটি অ্যাম্বুলেন্স সার্ভিসের পক্ষ থেকে বলা হয়,  হামলায় আহত ১৫ জনের মধ্যে অন্তত দুই জনের অবস্থা আশঙ্কাজনক৷ গত ১৫ মাসে ইসরায়েলিদের ওপর ছুরি, বন্দুক নিয়ে হামলা, এমনকি গাড়ি নিয়ে ফিলিস্তিনিদের হামলারও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে৷ মাত্র কয়েক সপ্তাহ আগে জার্মানির রাজধানী বার্লিনে একই ধরনের হামলায় ১২ জন নিহত হয়৷ তার আগে ফ্রান্সের নিস শহরে এ ধরণের আরও একটি হামলায় নিহত হয় ৮৪ জন৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ