1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলের রাজধানী হবে জেরুসালেম?

৪ ডিসেম্বর ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে পারেন বলে মনে করছেন কূটনীতিক ও বিশ্লেষকরা৷ মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত জারেড কুশনারের বক্তব্যেও সেই আভাস পাওয়া গেছে৷

জেরুসালেম
ছবি: picture alliance/dpa/R.Holschneider

রবিবার এক অনুষ্ঠানে কুশনার বলেন, ‘‘প্রেসিডেন্ট তাঁর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন৷ এক্ষেত্রে তিনি অনেক বিষয় ভেবে দেখছেন৷ যখন তিনি সিদ্ধান্ত নিয়ে নেবেন তখন তিনিই তা আপনাদের জানাতে চাইবেন৷'' এই বক্তব্যের মধ্য দিয়ে কুশনার বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবেন বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা অস্বীকার করা থেকে বিরত থাকলেন৷

ট্রাম্প যদি এমন ঘোষণা দেন তাহলে মধ্যপ্রাচ্যের নেতারা যেন সেই সিদ্ধান্তে বিরোধিতা করেন সেই চেষ্টা করে যাচ্ছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ৷ আরব লিগের প্রধান আহমেদ আবুল ঘাইট বলেছেন, ট্রাম্প যদি সত্যিই জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন তাহলে অত্র অঞ্চলে শান্তির আশা নিভে গিয়ে সংঘাত বাড়বে৷ ‘‘এমন সিদ্ধান্ত (জেরুসালেমকে রাজধানী হিসেবে স্বীকৃতি) যে মধ্যপ্রাচ্য তথা বিশ্বকে অস্থিতিশীল করতে পারে অনেকে তা যে বুঝতে পারছেন না, সেটা এটা দুর্ভাগ্যজনক,'' রবিবার কায়রোতে সাংবাদিকদের বলেন তিনি৷ আরব লিগ প্রধান বলেন, তিনি পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং ট্রাম্পের সিদ্ধান্তের ব্যাপারে আরব রাষ্ট্রগুলোর অবস্থান কী হবে তা সমন্বয় করা হচ্ছে৷

জেরুসালেমকে রাজধানীর স্বীকৃতির পরিণতি ‘মারাত্মক' হতে পারে বলে প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করে দিয়েছে জর্ডান৷ দেশটির পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি এক টুইটে জানিয়েছেন, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের কাছে বিষয়টি উত্থাপন করেছেন৷ ‘‘এমন সিদ্ধান্ত আরব বিশ্বে ক্রোধের জন্ম দেবে এবং শান্তি প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলে দেবে,'' বলেন তিনি৷

এদিকে, হামাস নতুন করে ‘ইন্তিফাদা' শুরুর হুমকি দিয়েছে৷ ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রবিবার হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে কথা বলেছেন৷ সেই সময় দুই নেতা মার্কিন নীতির সম্ভাব্য পরিবর্তনের বিরোধিতা করতে একমত হন বলে এক বিবৃতিতে জানিয়েছে হামাস৷

মার্কিন দূতাবাস তেল আভিভ থেকে জেরুসালেমে সরিয়ে নেয়ার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সোমবার সিদ্ধান্ত জানাতে হবে৷ প্রতি ছয়মাস পরপর মার্কিন প্রেসিডেন্টকে এমন সিদ্ধান্ত নিতে হয়৷ ১৯৯৫ সালের পর থেকে এখন পর্যন্ত প্রত্যেক প্রেসিডেন্ট এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়াটি পিছিয়ে দিয়েছেন৷ ট্রাম্পও প্রথমবার প্রক্রিয়াটি পিছিয়ে দিয়েছিলেন৷

জেডএইচ/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ