1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেরেমি রেনার এবং টম ক্রুজ – পসিবল ফর মিশন ইম্পসিবল

৩০ ডিসেম্বর ২০১১

মিশন ইম্পসিবলের চতুর্থ পর্ব বড়দিনের আগের সপ্তাহে মুক্তি পেয়েছে৷ গোস্ট প্রটোকল ইতিমধ্যেই শুধু অ্যামেরিকাতেই ব্যবসা করেছে ৭৮ মিলিয়ন ডলারের বেশি৷

মিশন ইম্পসিবল ছবিতে ক্রুজছবি: picture alliance/ZUMAPRESS.com

মিশন ইম্পসিবলের চতুর্থ পর্ব গোস্ট প্রটোকল বক্স অফিস হিট করেছে৷ পরিবারের সবাই ছুটে গেছে হলগুলোতে৷ শুধু ক্যানাডাতেই ছবিটি ব্যবসা করেছে ৪৬ মিলিয়ন ডলারের বেশি এবং তা মাত্র এক সপ্তাহের মধ্যেই৷ ছবিটির শ্যুটিং দুবাই সহ ভারতেও হয়েছে৷ ছবিতে বলিউডের অভিনেতা অনিল কাপুরকেও দেখা গেছে৷    

মিশন ইম্পসিবলের চতুর্থ পর্বে আরো রয়েছেন ‘দ্যা হার্ট লকার'-এর অভিনেতা জেরেমি রেনার৷ অস্কার বিজয়ী প্রথম মহিলা পরিচালক ক্যাথারিন বিগোলোর ‘দ্যা হার্ট লকার'-এ অভিনয়ের পর জেরেমি রেনার সবার দৃষ্টি কাড়েন৷ এরপর তিনি অভিনয় করেন ‘দ্যা টাউন' ছবিতে বেন এ্যাফ্লেকের সঙ্গে এবং এরপর ‘থর'-এ৷

তবে এ্যাকশান হিরো হিসেবে জেরেমি রেনার নাম কুড়িয়েছেন৷ অথচ দশ বছরেরও বেশি সময় ধরে তিনি হলিউডে ছবি করছেন কিন্তু কেউই তাকে চিনতো না৷ এখন তিনি হঠাৎ করেই লাইম লাইটে এসেছেন৷ জনপ্রিয়তাও পাচ্ছেন৷

প্রতিবেদন: মারিনা জোয়রদার

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ