1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেলখানায় ফ্যাশন শো, কয়েদিরাই মডেল!

৩১ অক্টোবর ২০১৪

সব অপরাধী চিরকাল অপরাধী থাকে না৷ নিজেকে সংশোধনের সুযোগ পেলে সমাজে উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারেন অনেকেই৷ ইসরায়েলের এক জেলখানার কয়েদিরা সে'সুযোগই পেয়েছেন৷ মডেলদের মতো ‘ক্যাটওয়াক' করে তাক লাগিয়ে দিয়েছেন তাঁরা৷

Bildergalerie Großbritannien Mode London Fashion Week Spring/Summer 2015
প্রতীকী ছবিছবি: picture-alliance/dpa/A. Cowie

সোমবার দারুণ এক ফ্যাশন শো হয়ে গেল নেভে তিরজা জেলখানায়৷ ব্যতিক্রমী এ আয়োজনে বলতে গেলে সব কাজই করেছেন মেয়েরা, যাঁদের বেশিরভাগই কয়েদি৷ বিভিন্ন ধরণের অপরাধকর্ম করার কারণেই তাঁদের নেভে তিরজায় আগমন৷ কিন্তু মেয়েদের জন্য ইসরায়েলের একমাত্র এই জেলখানা কয়েদিদের চিরকালের জন্য অপরাধী হিসেবে দেখতে চায় না৷ যাঁর যে কাজে মেধা আছে জেলজীবন শেষে তাঁরা সেরকম কোনো কাজ করে গৌরবজনক জীবন শুরু করুক – তা-ই চায় জেল কর্তৃপক্ষ৷ সেই চাওয়া থেকেই কয়েদিদের নিয়ে ফ্যাশন শো-র আয়োজন, তাও আবার তাঁদের তৈরি পোশাক দিয়েই৷

অভিনব এই ফ্যাশন শো-কে সফল করে তুলতে বেশ আগে থেকেই কাজ শুরু করেছিল ইসরায়েলের ফ্যাশন স্কুল স্টুডিয়ো সিক্স-বি৷ স্কুলের ব্যবস্থাপক ইয়ানিভ শোয়ারৎজ জানালেন, তাঁদের দায়িত্ব ছিল মূলত ফ্যাশন শো-র প্রত্যেকটি ধাপের কাজে কয়েদিদের দক্ষ করে তোলা৷ সে দায়িত্ব তাঁরা ভালোভাবেই পালন করেছেন৷ তাঁদের কাছে প্রশিক্ষণ পেয়ে দারুণ সব পোশাক তৈরি করেছেন কয়েদিরা, সে পোশাক পরে লাল গালিচার ওপর পেশাদার মডেলদের মতো ক্যাটওয়াকও করেছেন তাঁরা৷ এমনকি ক্যাটওয়াক শুরুর আগে সবার হেয়ারস্টাইলও ঠিক করেছেন কয়েদিরা!

মডেলের ভূমিকায় কয়েদি (প্রতীকী ছবি)ছবি: Reuters

একদিনের ক্যাটওয়াকই শেষ নয়৷ জেলকর্তৃপক্ষ চায়, কারাবাসের সময় ফুরোলে কয়েদিরা মুক্ত জীবনটাকে নতুন করে শুরু করুক৷ তখন অপরাধীর জীবন হয়ে যাবে অতীত৷ সমাজের আর দশটা মানুষের মতো তাঁরাও সৎভাবে জীবনযাপন করবেন, অর্থ উপার্জন করবেন কাজ করে৷ নেভে তিরজা থেকে বের হয়ে ইতিমধ্যেই কয়েকজন এমন জীবন শুরু করেছেন৷ জেলখানার মুখপাত্র নিকোল ইংল্যান্ডার বেশ গর্ব করে জানালেন একজনের কথা৷ কয়েকদিন আগেও নেভে তিরজার কয়েদি ছিল একটি মেয়ে৷ জেলে থাকতেই ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা শুরু করেছিল৷ কারামু্ক্তির পরও নাকি মেয়েটি লেখাপড়া চালিয়ে যাচ্ছে!

এসিবি/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ