1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেলেনস্কির জার্মানি ও ফ্রান্স সফরে আরো সহায়তার আশ্বাস

১৫ মে ২০২৩

ইটালি, জার্মানি ও ফ্রান্স সফরে এসে ইউক্রেনের প্রেসিডেন্ট আরো সহায়তা ও সমর্থন পেলেন৷ ইউরোপীয় ঐক্যে বিশেষ অবদানের জন্য শার্লেমান পুরস্কার গ্রহণ করলেন জেলেনস্কি৷

Deutschland | Wolodymyr Selenskyj erhält den Karlspreis
রোববার জার্মানির আখেন শহরে শার্লেমান পুরস্কার গ্রহণের সময় বক্তব্য রাখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি৷ ছবি: Federico Gambarini/AFP/Getty Images

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি পর পর তিনটি ইউরোপীয় দেশ সফর করেইউক্রেনের জন্য আরও সমর্থন ও সামরিক সহায়তা নিশ্চিত করলেন৷ সেইসঙ্গে ইটালি, জার্মানি ও ফ্রান্স ইউক্রেনের প্রতি অবিচ্ছিন্ন সহায়তার অঙ্গীকার করছে৷ রোমে পোপ ষোড়স বেনেডিক্ট ইউক্রেনে শান্তি ফেরাতে নিজস্ব উদ্যোগ চালিয়ে যাচ্ছেন৷

যুদ্ধের শুরুর দিকে ইউক্রেনের জন্য জার্মানির সমর্থন ও সহায়তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব, ধীর গতি নিয়ে কিয়েভে যথেষ্ট ক্ষোভ সৃষ্টি হয়েছিল৷ তারপর ধীরে ধীরে সেই কালো মেঘ কেটে গেছে৷ বার্লিন সফরে এসে প্রেসিডেন্ট জেলেনস্কি একাধিক ক্ষেত্রে ‘সত্যিকারের বন্ধু ও সহযোগী' দেশ হিসেবে জার্মানির ঢালাও সহায়তার ভূয়সী প্রশংসা করেন৷ ইউক্রেনকে সামরিক সহায়তার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই জার্মানির অবস্থান তুলে ধরেন তিনি৷ জেলেনস্কি দাবি করেছেন, যে ইউক্রেন শুধু আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিজস্ব ভূখণ্ড রাশিয়ার দখলমুক্ত করতে সংগ্রাম চালিয়ে যাবে, রাশিয়ার ভূখণ্ড দখলের কোনো চেষ্টা করবে না৷

অতীতের উত্তেজনা কাটিয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বেরও প্রশংসা করেন জেলেনস্কি৷ সেইসঙ্গে জার্মানির জনগণ ও করদাতাদের প্রতি ইউক্রেনের মানুষের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট৷ উল্লেখ্য, জেলেনস্কির সফরের ঠিক আগে জার্মানি আরও এক দফা সামরিক সহায়তার ঘোষণ করেছে৷ ২৭০ কোটি ইউরো মূল্যের সেই প্যাকেজের জন্য ধন্যবাদ জানিয়েও ইউক্রেনের প্রেসিডেন্ট শলৎসের কাছে উন্নত বোমারু বিমান সরবরাহের অনুরোধ করেন৷ তিনি সেই লক্ষ্যে বিভিন্ন দেশকে নিয়ে এক ‘ফাইটার জেট কোয়ালিশন' গঠনের উদ্যোগের কথাও বলেন৷ শলৎস অবশ্য সেই অনুরোধ সম্পর্কে কোনো মন্তব্য করেননি৷

রোববার জেলেনস্কি জার্মানিরপশ্চিমে আখেন শহরে শার্লেমান পুরস্কার গ্রহণ করেন৷ ইউরোপীয় ঐক্যের জন্য জেলেনস্কি ও ইউক্রেনের মানুষকে যৌথভাবে এ বছরের পুরস্কার দেওয়া হলো৷ পুরস্কার গ্রহণ করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তিনি ইউক্রেনের জনগণের প্রতিনিধিত্ব করছেন, যা প্রতিদিন নিজেদের স্বাধীনতা এবং ইউরোপীয় মূল্যবোধ রক্ষার জন্য লড়াই করছেন৷ জেলেনস্কি বলেন, ‘‘তাঁদের প্রত্যেকে আজ এখানে উপস্থিত থাকলে ভালো হতো৷'' তাঁর মতে, ইউক্রেন শান্তি ছাড়া কিছুই চায় না৷ একমাত্র বর্তমান সংকটে জয়ের মাধ্যমে সেই লক্ষ্য পূরণ করা সম্ভব৷ ইউক্রেন যুদ্ধ ইউরোপের ভবিষ্যতও নির্ধারন করতে পারে বলে জেলেনস্কি মনে করেন৷ কারণ রাশিয়া যে কোনো ধরনের নিষ্ঠুরতা ও পাপের মাধ্যমে ইউরোপীয় একত্রিকরণের ইতিহাসের চাকা পেছন দিকে ঠেলতে বদ্ধপরিকর৷

জার্মানির পর ফ্রান্স সফরে গিয়েও জেলেনস্কি আরও সমর্থন পেয়েছেন৷ প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ প্যারিসে জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের পর আরও লাইট ট্যাংক ও আর্মার্ড যান সরবরাহের ঘোষণা করেন৷ সেইসঙ্গে ইউক্রেনীয় সৈন্যদের প্রশিক্ষণ দেবে ফ্রান্স৷ রোববার জেলেনস্কির সফরের শুরুতেই মাক্রোঁ এক টুইট বার্তায় লেখেন, ইউরোপের সঙ্গে ইউক্রেনের বন্ধন আরও বাড়ছে৷ সেইসঙ্গে রাশিয়ার উপর চাপ বাড়ছে৷

এসবি/এসিবি (ডিপিএ, এএফপি)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ