1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেলেনস্কির সঙ্গে দুইবার সাক্ষাৎ করবেন বাইডেন

৫ জুন ২০২৪

সুইজারল্যান্ডে ইউক্রেন শান্তি সম্মেলনে যোগ না দিলেও মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ফ্রান্স ও ইটালিতে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করছেন৷ এদিকে রাশিয়ার ভূখণ্ডে মার্কিন অস্ত্র প্রয়োগের প্রথম ঘটনার কথা জানা যাচ্ছে৷

গত ডিসেম্বরে হোয়াইট হাউসে বাইডেন ও জেলেনস্কি
ইউক্রেনের জন্য পশ্চিমা বিশ্বের আরো সহায়তা নিশ্চিত করতে বাইডেন প্রশাসন উদ্যোগ চালিয়ে যাচ্ছে৷ জি-সেভেন শীর্ষ সম্মেলনে আটক রাশিয়ার তহবিল কাজে লাগিয়ে ইউক্রেনের জন্য আর্থিক সহায়তার বিষয়ে অগ্রগতির আশা করা হচ্ছেছবি: Yuri Gripas/UPI Photo/IMAGO

সুইজারল্যান্ডে ইউক্রেন সংক্রান্ত শান্তি সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুপস্থিতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের আনন্দের কারণ হবে, এমন মন্তব্য করে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি৷ গোটা বিশ্বের যত বেশি সম্ভব দেশের শীর্ষ নেতাদের সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছেন জেলেনস্কি৷ ১৫ ও ১৬ই জুনের সম্মেলনে আপাতত প্রায় ১৬০টি দেশ ও প্রতিষ্ঠান অংশ নেবে বলে জানিয়েছে৷ রাশিয়াকে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদে চীন সেই সম্মেলন বর্জন করে অন্যান্য দেশের উপরেও দূরে থাকার চাপ সৃষ্টি করছে বলে জেলেনস্কি অভিযোগ করেছেন৷ ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গও চীনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন৷

ইউক্রেনের প্রেসিডেন্টের ক্ষোভ কমাতে বাইডেন পর পর দুই বার তার সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করেছেন৷ চলতি সপ্তাহে ফ্রান্সের নর্মান্ডিতে এবং তারপর ইটালির বারি শহরে জি-সেভেন শীর্ষ সম্মেলনে তিনি রাশিয়ার হামলা মোকাবিলায় ইউক্রেনের জন্য আরো সহায়তার বিষয়ে জেলেনস্কির সঙ্গে আলোচনা করবেন৷ জুন মাসের মাঝামাঝি সুইজারল্যান্ডে শান্তি সম্মেলনের সময় বাইডেন নিজের নির্বাচনি অভিযানের জন্য অর্থ সংগ্রহ করতে হলিউডের তারকাদের সঙ্গে ব্যস্ত থাকবেন৷ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সম্মেলনে অ্যামেরিকার প্রতিনিধিত্ব করবেন৷ মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভেনও উপস্থিত থাকবেন৷

ইউক্রেনের জন্য পশ্চিমা বিশ্বের আরো সহায়তা নিশ্চিত করতে বাইডেন প্রশাসন উদ্যোগ চালিয়ে যাচ্ছে৷ জি-সেভেন শীর্ষ সম্মেলনে আটক রাশিয়ার তহবিল কাজে লাগিয়ে ইউক্রেনের জন্য আর্থিক সহায়তার বিষয়ে অগ্রগতির আশা করা হচ্ছে৷

এদিকে নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্রের সূত্র অনুযায়ী বাইডেনের ছাড়পত্রের পর ইউক্রেন রাশিয়া সীমান্তের কাছে মার্কিন অস্ত্র প্রয়োগ করে আঘাত হেনেছে৷ ইউক্রেনের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির উপ-সভাপতি ইয়েহর চেরনেভ-কে উদ্ধৃত করে এনওয়াইটি দাবি করেছে, যে সীমান্ত থেকে প্রায় ২০ মাইল দূরে বেলগোরোদ অঞ্চলে রাশিয়ার মিসাইল লঞ্চারের উপর আঘাত হানতে অ্যামেরিকার দেওয়া হাইমার্স আর্টিলারি রকেট সিস্টেম ব্যবহার করা হয়েছে৷ এই প্রথম ইউক্রেনের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা এমন হামলার কথা প্রকাশ্যে স্বীকার করলেন৷ উল্লেখ্য, রাশিয়া বার বার পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলার বিষয়েসতর্ক করে দিয়েছে৷ কিন্তু অ্যামেরিকা ও জার্মানিসহ বেশ কিছু পশ্চিমা দেশ নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে ইউক্রেনকে সেই ছাড়পত্র দিয়ে মস্কোর হুঁশিয়ারি উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে৷

এসবি/জেডএইচ (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ