1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজরাশিয়া

জেল থেকে অজ্ঞাত জায়গায় নেয়া হলো নাভালনিকে

১৫ জুন ২০২২

রাশিয়ায় পুটিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনিকে জেল থেকে সরিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তার আইনজীবীরা জেলে গিয়ে নাভালনির খোঁজ পাননি।

মস্কোর আদালতে ভিডিও কনফারেন্সে নিজের কথা বলছেন নাভালনি।
মস্কোর আদালতে ভিডিও কনফারেন্সে নিজের কথা বলছেন নাভালনি। ছবি: Sergei Karpukhin/TASS/dpa/picture alliance

রাশিয়ায় পুটিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনিকে জেল থেকে সরিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তার আইনজীবীরা জেলে গিয়ে নাভালনির খোঁজ পাননি।

আইনজীবীরা জেলে তার সঙ্গে দেখা করতে যাওয়ার পর কর্মকর্তারা জানিয়ে দেন, ওই নামে কেউ আর জেলে নেই। নাভালনির সহযোগী ও সমর্থকরা তার স্বাস্থ্য ও সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে এর আগে তাকে বিষ দিয়ে মারার চেষ্টা হয়েছিল।

যা জানা গেছে

সামাজিক মাধ্যমে নাভালনির সহযোগী ও সমর্থকরা জানিয়েছেন, আইনজীবীরা মস্কো থেকে ১১৯ কিলোমিটার দূরে পকরভ জেলে গিয়েছিলেন তার সঙ্গে দেখা করতে। কিন্তু তাদের জানিয়ে দেয়া হয়, ওই নামে কেউ জেলে নেই। কিন্তু নাভালনিকে যে জেলথেকে সরিয়ে দেয়া হচ্ছে, সেই বিষয়টি তার পরিবার বা আইনজীবীদের জানানো হয়নি।

তার সমর্থকদের ধারণা, নাভালনিকে এমন জেলে সরিয়ে দেয়া হয়েছে, যেখানে পরিবেশ ও পরিস্থিতি আরো কঠোর।

নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ টুইট করে বলেছেন, ''আমরা জানতে পারিনি নাভালনি কোথায়। এর আগে যে প্রশাসন তাকে মারতে চেয়েছিল, তারাই তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। এখন প্রথম কাজ হলো, নাভালনি কোথায় তা খুঁজে বের করা। এবং সেই কাজ তাড়াতাড়ি করতে হবে।''

গত মে মাসে নাভালনির আবেদন আদালত খারিজ করে দেয়। তারপর তাকে আরো সুরক্ষিত জেলে নিয়ে যাওয়া হয়েছে বলে অনুমান করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়াকে অনুরোধ করেছে, তারা যেন আইনজীবীদের নাভালনির কাছে যেতে দেয়।

জেলে নাভালনি

নাভালনি হলেন প্রেসিডেন্ট পুটিনের কট্টর সমালোচক। গত মাসে তিনি আদালতে ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পুটিন বোকার মতো কাজ করেছেন। এর ফলে ইউক্রেন ও রাশিয়ার মানুষ মারা যাচ্ছেন।

২০২১ সালের জানুয়ারিতে জার্মানি থেকে রাশিয়া ফেরার পরেই নাভালনিকে গ্রেপ্তার করা হয়। তারপর আদালত তাকে আড়াই বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। তারপর আরেকটি মামলায় তার নয় বছরের জেল হয়েছে। নাভালনি জানিয়েছেন, তার বিরুদ্ধে সব মামলাই রাজনৈতিক দিক থেকে উদ্দেশ্যপ্রণোদিত।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ