1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেল দাঙ্গায় নিহত কমপক্ষে ৫০

২৬ জানুয়ারি ২০১৩

ভেনেজুয়েলার কারাগারে ভয়াবহ দাঙ্গায় বেশ কয়েকজন নিহত এবং অনেকে গুরুতর আহত হয়েছে৷ ধারণা করা হচ্ছে, কর্তৃপক্ষ জেলের মধ্যে লুকিয়ে রাখা অবৈধ অস্ত্র খুঁজতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়৷

ছবি: picture alliance/Romain Fellens

শুক্রবার দুপর থেকে ভুক্তভোগীরা হাসপাতালে আসতে শুরু করে, জানান রুয়ি মদিনা৷ লারা রাজ্যের উরিবানা কারাগারে সংঘর্ষে হতাহতদের আনা হয় তাঁর হাসপাতালে৷ মদিনার হিসেব অনুযায়ী, সংঘর্ষে নিহতের সংখ্যা কমপক্ষে ৫০, আহত ৯০৷

মদিনা বলেন, হাসপাতালে পৌঁছানো অধিকাংশ কয়েদিই গুলিবিদ্ধ ছিল৷ তিনি নিহতের সংখ্যাকে ‘উদ্বেগজনক' আখ্যা দিয়েছেন এবং জানিয়েছেন, শুধুমাত্র হাসপাতালে পৌঁছানোদের হিসেব বিবেচনা করেই হতাহতের সংখ্যা জানাচ্ছেন তিনি৷ তার মানে সংঘর্ষে হতাহতের সংখ্যা আরো বেশি কিনা সে বিষয়ে নিশ্চিত নন মদিনা৷

কারাগারের বাইরে কয়েদিদের স্বজনদের আহাজারিছবি: Reuters

ভেনেজুয়েলার কারাগার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী আইরিশ ভারেলা এই বিষয়ে বলেন, সংঘর্ষে হতাহতের সঠিক সংখ্যা এখনো নির্ধারণ করা যায়নি৷

এখন পর্যন্ত যা খবর, তাতে শুক্রবার সকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কারাগারে তল্লাশি চালাতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়৷ অবৈধ অস্ত্রের সন্ধানে এই তল্লাশি পরিচালনার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ৷ কিন্তু এতে বাধা প্রদান করে কয়েদিরা৷ টেলিভিশন ফুটেজে দেখা গেছে, কারাগারটি ঘিরে রেখেছে সেনারা৷ আর সেখান থেকে রক্তমাখা কাপড় পরা কয়েদিদের বাইরে বের করে আনা হচ্ছে৷

আইরিশ ভালেরি তল্লাশির প্রসঙ্গে বলেন, ‘‘উরিবানা কারাগারে সাম্প্রতিক সহিংসতার কারণে তল্লাশি জরুরী হয়ে পড়ে৷ কারাগারটিকে পুরোপুরি অবৈধ অস্ত্রমুক্ত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়৷''

এদিকে, সেদেশের ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরু এই সংঘর্ষকে ‘বিয়োগান্তক' আখ্যা দিয়ে জানিয়েছেন, এই বিষয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে৷ তবে বিরোধী দল এই ঘটনার জন্য সরকারকে দায়ী করেছে৷ বিরোধী দলীয় নেতা এবং সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী হেনরিক্স কাপ্রিলেস দাবি করেছেন, ‘বর্তমান সরকার অক্ষম এবং দায়িত্বজ্ঞানহীন'৷

প্রসঙ্গত, কারাগারের দুর্বল অবস্থার জন্য ভেনেজুয়েলার বেশ কুখ্যাতি রয়েছে৷ সেদেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার অনেক বেশি কয়েদি অবস্থান করছে৷ এসব কারাগারে সাকুল্যে ১৪,০০০ কয়েদির জায়গা থাকলেও সেখানে এখন অবস্থান করছে পঞ্চাশ হাজারের বেশি মানুষ৷

উল্লেখ্য, গত বছরের আগস্টে কারাকাসের কাছের একটি কারাগারে দুই গুণ্ডা দলের মধ্যে সংঘর্ষে প্রাণ হারায় ২৫ ব্যক্তি৷ এছাড়া ২০১১ সালে সেদেশের আরেকটি কারাগারে সংঘর্ষে প্রাণ হারায় বেশ কয়েকজন৷ এরকম সংঘর্ষ ভেনেজুয়েলায় বিরল নয়৷

এআই/এসি (এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ