1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেল হত্যায় জিয়া জড়িত ছিলেন, বললেন আশরাফ

৩ নভেম্বর ২০১০

৩রা নভেম্বর জেলহত্যা দিবস৷ এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে বাংলাদেশের জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং এইচএম কামরুজ্জামানকে হত্যা করে ঘাতকরা৷

জিয়াউর রহমানছবি: Harun Ur Rashid Swapan

এই হত্যাকান্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন বলে দাবি করেছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম৷ হত্যাকান্ডের পুনর্বিচার হবে বলেও জানান তিনি৷

'৭৫ এর ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ৩রা নভেম্বর জাতীয় ৪ নেতাকে হত্যার উদ্দেশ্য ছিল জাতিকে নেতৃত্ব শূণ্য করা৷ আর এর পিছনে ছিল গভীর ষড়যন্ত্র৷ বুধবার তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পর প্রয়াত সৈয়দ নজরুল ইসলামের ছেলে ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, এই হত্যাকান্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন৷ নেপথ্যে যারা ছিলেন তাদেরও বিচারের আওতায় আনতে হবে৷

বিএনপি নেত্রী খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

তিনি জানান, জেলহত্যা মামলা বিএনপি সরকার প্রভাবিত করেছে৷ তাই এই মামলার একজন আসামী রিসালদার মোসলেউদ্দিন ছাড়া সবাই খালাস পেয়েছ৷ মামলাটি পুনর্বিচারের জন্য আদালতে আবেদন জানান হয়েছে৷

প্রয়াত ক্যাপ্টেন মনসুর আলীর ছেলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, তারা আদালতের রায়কে প্রত্যাখান করেছেন৷ সৈয়দ নজরুল ইসলামের ছোট ছেলে সৈয়দ সাফায়েত ইসলাম জেলহত্যা মামলার বিচার বিশেষ ট্রাইব্যুনালে করার দাবি জানান৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ