1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেনিস তারকাদের ভবিষ্যৎ

২৬ অক্টোবর ২০১২

ফেদেরার যুগ শেষ – এ অনুমান কতজন করেছেন এক বছর আগে? নাদালকে নিয়ে একই ভাবনা এখন আরো বেশি জনের৷ আগামী বছরটা জোকোভিচ-মারের – এটা যেন ধরেই নিয়েছেন সবাই৷

ছবি: Reuters

ধরে নেয়া যে খুব ভুল তাই বা বলবেন কী করে! ফেদেরার যখন নাদালের কাছে কোনো আসরের ফাইনালে দেখা হলেই হারছেন, তখন কে না ভেবেছেন ‘ফেডেক্স'-এর দিন শেষ আর রাফার শুরু? কিন্তু দু'জনের অবস্থা এখন উল্টো৷ ৩১ বছর বয়সেও নিজেকে অনেকটা ফিরে পেয়ে এ বছর বড় কিছু শিরোপা জিতেছেন, ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও ফিরে পেয়েছেন সুইস তারকা৷ ফেদেরারের ক্যারিয়ারে যখন এমন সুবাতাস, তখন স্প্যানিশ সুপারস্টার রীতিমতো ধুঁকছেন৷ আজ কোর্টে ফিরছেন তো কাল জানাচ্ছেন হাঁটুর চোটটা বড্ড ভোগাচ্ছে, সুতরাং এ আসরে খেলা হচ্ছে না৷

জোকোভিচ’এর প্রতি বিশেষ নজর রাখছেন টেনিসপ্রেমীরাছবি: Reuters

শুক্রবারও এসেছে এমন খবর৷ ওই হাঁটুর চোটের কারণেই আগামী সপ্তাহে প্যারিস মাস্টার্স আর তারপর নভেম্বরে লন্ডনের ওয়ার্ল্ড ট্যুর ফাইনালেও খেলছেন না নাদাল৷ এভাবে বেশ কিছু আসরে না খেলে বা খেললেও ফিটনেসের সমস্যার কারণে আসরের শুরুতেই বিদায় নিয়ে নিয়ে ব়্যাঙ্কিংয়ে চার নম্বরে নেমে গেছেন পুরুষদের এই সাবেক বিশ্বসেরা৷ আগামী বছরও হাঁটু এভাবে ভোগালে নাদালের ঘুরে দাঁড়ানো যে প্রায় অসম্ভব হয়ে যাবে, তাতে আর সন্দেহ কী!

বয়স ৩১ বলে ফেদেরারের জন্যও ২০১৩ আসছে নতুন চ্যালেঞ্জ নিয়ে৷ তবে নোভাক জোকোভিচ আর অ্যান্ডি মারের জন্য বছরটা নতুন নতুন সম্ভাবনার দুয়ার৷ দু'জনই তো টগবগিয়ে ছুটছেন!

রাফায়েল নাদালছবি: AP

ডেভিড মারে যে এভাবে উঠে আসতে পারেন তা বোধহয় তাঁর ব্রিটিশ সমর্থকরাও ভাবেননি৷ গতবছর উইম্বলডন ফাইনালে ফেদেরারের কাছে হেরে কেঁদেকেটে ভাসিয়ে দেয়ার পর তো নয়ই৷ তখন ফেদেরারই বলেছিলেন, সাত বছরে কোনো গ্র্যান্ডস্লাম জিততে না পারলেও মারের জন্য উজ্জ্বল আগামী অপেক্ষা করছে৷ অলিম্পিক ফাইনালে ফেদেরারকে হারিয়েই সেই আগামীর সূচনা করেছেন ২৫ বছর বয়সী মারে৷ তারপর ইউএস ওপেন জিতে উঠে গেছেন রাঙ্কিংয়ের তৃতীয় স্থানে৷ নাদাল তাঁর পেছনে৷ সামনে বয়সে সমান, কিন্তু এ পর্যন্ত পাঁচটি গ্র্যান্ডস্লাম একক শিরোপা জেতার সুবাদে বেশ এগিয়ে থাকা নোভাক জোকোভিচ৷ কিন্তু এই সার্বিয়ানকে পেছনে ফেলার আশা করতেই পারেন মারে৷ একে তো এতদিন ক্যারিয়ারে যে গেরো লেগেছিল সেটা খুলেছে, তার ওপর একবার ইনজুরিতে পড়ে টেনিসের ‘জোকার' এখন কিছুটা ব্যাকফুটে৷ ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা তো আর এমনি এমনি হারাননি জোকোভিচ!

সে যাই হোক, আগামী বছরটা কিন্তু নাদাল ফিটনেস ফিরে পেলেই দারুণ জমজমাট হতে পারে৷ মারে ছুটছেন, জোকোভিচও ছুটবেন, সঙ্গে যদি ফেদেরার বয়সের ঝক্কি সামলে এখনকার ফর্ম ধরে রাখতে পারেন তাহলে আর কী চাই! টেনিসপ্রেমীদের জন্য ২০১৩ তখন স্বপ্নের বছর হতে বাধ্য৷

এসিবি/ডিজি (ডিপিএ, রয়টার্স, ইন্টারনেট)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ