1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউএস ওপেন

৭ সেপ্টেম্বর ২০১২

ফেডারার, নাদাল, জোকোভিচ: ২০০৫ সাল যাবৎ মাত্র একবারই একটি গ্র্যান্ড স্ল্যাম খেতাব এদের হাত থেকে ছিনিয়ে নিতে পেরেছিলেন অন্য কোনো খেলোয়াড়৷ তার নাম হুয়ান মার্টিন দেল পোত্রো৷ কিন্তু এবার তাঁর যাত্রা রুখে গেল৷

Novak Djokovic of Serbia returns a shot to Paolo Lorenzi of Italy during their match at the US Open men's singles tennis tournament in New York, August 28, 2012. REUTERS/Adam Hunger (UNITED STATES - Tags: SPORT TENNIS)
USA Serbien Tennis Novak Djokovic bei US Open in New Yorkছবি: Reuters

ছ' ফুট ছ' ইঞ্চি লম্বা টেনিস খেলোয়াড় বিশ্বে বেশি নেই৷ ২০০৯ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন সেই দেল পোত্রোর বৃহস্পতিবার খেলা ছিল হালের ইউএস চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচের সঙ্গে৷ একজন আর্জেন্টিনার মানুষ, অন্যজন সার্বিয়ার৷ কোয়ার্টার-ফাইনাল খেলাটির দর্শকরা দেখেন ৮৪ মিনিটের একটি আশ্চর্য দ্বিতীয় সেট, যার মধ্যে একটি গেম চলে মোট ১৭মিনিট ধরে: গেমের হিসেবে তখন খেলার স্কোর ৬-৫৷

এই পর্যায়ের টেনিস খুব বেশি দেখা যায় না৷ দু'পক্ষই সারা কোর্টটা চষে বেড়িয়েছেন এবং অন্যকে চষে বেড়াতে বাধ্য করেছেন৷ দ্বিতীয় সেট শেষ হয় টাইব্রেকারে, ৭-৩'এ৷ দেল পোত্রোকে তার মধ্যে বার কয়েক নেট ধরে হাঁফ নিতে হয়েছে, এমনই দম বার করা গেম৷

শেষমেষ ৬-২, ৭-৬, ৬-৪ গেমে ম্যাচটি জেতেন জোকোভিচ৷ কিন্তু জেতার পর নিজেই বলেছেন: ‘‘আমি স্ট্রেট সেটে জিতলেও, খেলা ওর চাইতে অনেক বেশি টালমাটাল ছিল৷ ও একজন দুর্দান্ত প্লেয়ার৷'' ও বলতে দেল পোত্রো৷ জোকোভিচ আরো বলেন, ‘‘দ্বিতীয় সেটে আমার ভাগ্য ভালো ছিল যে আমি দু'সেটে এগিয়ে যাই৷ আমরা কিছু অবিশ্বাস্য ব়্যালি করেছি৷ কিছু অবিশ্বাস্য পয়েন্ট খেলেছি৷''

২০০৯ সালে ইউএস ওপেন জিতেন দেল পোত্রোছবি: AP

জোকোভিচ নিজে কেমন খেলেছেন, সেটা বলার অপেক্ষা রাখে না৷ অসাধারণ সার্ভ করেছেন, প্রথম সার্ভের ৮৪ শতাংশ মেপে বিপক্ষের কোর্টে৷ দেল পোত্রোর বাঘা সার্ভিসে জোকোভিচ এমন সব আশ্চর্য রিটার্ন দিয়েছেন যে, দেল পোত্রো'কে বিস্ময়ে মাথা ঝাঁকাতে দেখা গেছে৷ পরে দেল পোত্রো বলেছেন, ‘‘আমার পক্ষে ওকে সামলানো সম্ভব ছিল না৷ ও এই টুর্নামেন্ট জেতার ফেবারিট বলে আমি মনে করি৷''

সব সত্ত্বেও দেল পোত্রো ম্যাচটি পুরোপুরি উপভোগ করেছেন৷ আর্থার অ্যাশ স্টেডিয়ামে ম্যাচ যখন শেষ হবার মুখে, তখন দেল পোত্রো একবার নিজের গতি সামলাতে না পেরে স্ট্যান্ডের সামনের ব্যারিয়ারে উঠে পড়েন এবং দর্শকদের দিকে দু'হাত বাড়িয়ে দেন৷ দর্শকরাও হর্ষধ্বনি করে তাঁকে সম্বর্ধনা জানান৷ দেল পোত্রোর মতে এগুলো এক বিশেষ ধরণের মুহূর্ত, এক বিশেষ ধরণের স্মৃতি৷

এসি / জেডএইচ (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ