1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জোট ভাঙেনি, ব্যক্তিরা ভেগেছেন’

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৫ সেপ্টেম্বর ২০১৪

বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট ভেঙে গেছে৷ জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শওকত হোসেন নিলুর নেতৃত্বে নতুন একটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে৷ অবশ্য দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলছেন অন্য কথা৷

Bangladesch Khaleda Zia vor den Wahlen
ছবি: DW/M. Mamun

নতুন এই রাজনৈতিক জোটের নাম ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা এনডিএফ৷ মোট ১০টি দলের সমন্বয়ে নতুন এই জোট গঠন করা হলেও, বিএনপির ২০ দলীয় জোট থেকে নতুন জোটে যোগ দিয়েছে পাঁচটি দল৷

দলগুলো হলো এনপিপি, ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি (এনডিপি-আলমগীর), ইসলামিক পার্টি (রশীদ), মুসলিম লীগ (জোবাইদা কাদের), ন্যাপ ভাসানী (আনোয়ার), লেবার পার্টি (মনি), তৃণমূল ন্যাপ (পারভীন ভাসানী), ভাসানী মঞ্চ (মমতাজ), ইনসাফ পার্টি (শহীদ চৌধুরী) ও জাগদল৷

শওকত হোসেন নিলুর এনপিপি অবশ্য আগেই গত ২৫শে আগস্ট ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যায়৷ এছাড়া নতুন জোটে যোগ দেয়া দলগুলোর একাংশ অবশ্য ২০ দলীয় জোটেই রয়ে গেছে৷

বৃহস্পতিবার ঢাকার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তনে নতুন জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আরো অনেক ছোট ছোট দলের নেতারা উপস্থিত ছিলেন৷ শওকত হোসেন নিলু জানিয়েছেন, শেষ পর্যন্ত তাদের জোটে রাজনৈতিক দলের সংখ্যা ২০টি ছাড়িয়ে যেতে পারে৷

সংবাদ সম্মেলনে শওকত হোসেন নিলু ছাড়াও আরো যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন: বাংলাদেশ মুসলিম লীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুবাইদা কাদের চৌধুরী, মহাসচিব আতিকুল ইসলাম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক, মহাসচিব হাসরত খান ভাসানী, জাতীয় গণতান্ত্রিক দল (জাগোদল)-এর সভাপতি আব্দুল মালেক চৌধুরী, সাধারণ সম্পাদক বিনা সরকার, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মো. সেকেন্দার আলী মনি, মহাসচিব মো. আক্তার হোসেন, ইসলামিক পার্টির ভারপ্রাপ্ত ভাপতি এম এ রশিদ প্রধান, সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন, এনডিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর মজুমদার, মহাসচিব আলীনূর রহমান খান সাজু, এনপিপির মহাসচিব আব্দুল হাই মণ্ডল, ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মমতাজ চৌধুরী, মহাসচিব অ্যাডভোকেট মিজানুর রহমান, তৃণমূল ন্যাপ ভাসানীর চেয়ারম্যান পারভিন নাসের ভাসানী, মহাসচিব পরশ ভাসানী, বাংলাদেশ ইনসাফপার্টির চেয়ারম্যান শহীদ চৌধুরী, মহাসচিব অ্যাডভোকেট মো. মহিউদ্দীন প্রমূখ৷

অভিযোগ করেছে একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় সরকার ২০ দলীয় জোটে ভাঙন ধরানোর চেষ্টা করছেছবি: DW/S.K.Dey

বিএনপি এরই মধ্যে অভিযোগ করেছে একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় সরকার ২০ দলীয় জোটে ভাঙন ধরানোর চেষ্টা করছে৷ এর জবাবে নতুন জোটের প্রধান শওকত হোসেন নিলু বলেন, ‘‘এজেন্সি দিয়ে খেলা করে সামরিক শাসকেরা৷ আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দলের পক্ষে এটি মানায় না৷ নতুন জোট হয়েছে গণতন্ত্রের স্বার্থে৷ এই জোট কারুর হাতের পুতুল হবে না৷ গণতন্ত্রের জন্য লড়াই করবে৷''

এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ডয়চে ভেলেকে বলেন, ‘‘কিছু নাম সর্বস্ব দলের কতিপয় নেতা নতুন জোট গঠন করেছেন৷ কোনো দল নয়, কিছু ব্যক্তি ২০ দলীয় জোট থেকে ভেগে গেছে৷ তাঁরা কোনো গুরুত্ব বহন করে না৷ তাঁরা জোটে থাকা না থাকায় কিছু আসে যায় না৷''

তিনি বলেন, ‘‘এ রকম অনেকেই নানা কারণে আসা যাওয়া করেন৷ স্রোতের সাথে ভেসে আসে আবার চলে যায়৷ তাঁদের কোনো জনভিত্তি নেই৷'' তাঁর কথায়, ‘‘শওকত হোসেন নিলু নিজেই অসুস্থ মানুষ৷ এরওপর সরকার তাঁর বিরুদ্ধে মামলা দিয়েছে৷ তাই তিনি অসুস্থ শরীর নিয়ে আরো ভীত হয়ে পড়েছেন৷ এখন একটু সেফ সাইডে গেলেন৷''

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘‘সরকার ২০ দলীয় জোট নিয়ে খেলাধুলা করার চেষ্টা করছে৷ কিন্তু এতে বিএনপি বা ২০ দলীয় জোটের কোনো ক্ষতি হবে না, সরকারেরও কোনো লাভ হবে না৷ কিছু মুখরোচক গল্প তৈরি হবে মাত্র৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ