1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জোরপূর্বক বিবাহ’ রোধে কাজ করবে কমনওয়েলথ

৩১ অক্টোবর ২০১১

নারীর ক্ষমতায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুত ব্যক্ত করলেন কমনওয়েলথ শীর্ষ নেতারা৷ ‘জোরপূর্বক বিবাহ’ রোধে তৎপরতা বাড়াবে এই গোষ্ঠী৷ পার্থে তিনদিনের সম্মেলনের সমাপনী দিনে একথা জানান রাষ্ট্রপ্রধানরা৷

প্রতীকী ছবিছবি: Ingrid Meyerhöfer

বাল্য এবং জোরপূর্বক বিবাহ রোধে যথাযথ ব্যবস্থা নিতে একমত হয়েছে কমনওয়েলথভূক্ত দেশগুলো৷ এক বিবৃতিতে ৫৪ জাতির এই গোষ্ঠী জানিয়েছে, অল্প বয়সে এবং জোরপূর্বক বিবাহ রোধে প্রয়োজনীয় যে কোন পদক্ষেপকে উৎসাহিত করা হবে৷

কমনওয়েলথ এর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বেশিরভাগই একসময় ইংরেজ কলোনিভূক্ত ছিল৷ এই গোষ্ঠী জানিয়েছে, নারী অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক বিভিন্ন নীতি কার্যকরে কাজ করবে এর সদস্য রাষ্ট্রগুলো৷

শিশু অধিকার বিষয়ক সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া কমনওয়েলথের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে৷ এর ফলে লাখ লাখ মেয়েকে জোরপূর্বক বিয়ের হাত থেকে রক্ষা করা সহজ হবে বলেও জানায় সংস্থাটি৷

প্ল্যান ইন্টারন্যাশনাল এর কর্মকর্তা ইয়ান উইসহার্ট এই প্রসঙ্গে বলেন, বাল্য এবং জোরপূর্বক বিবাহ বন্ধের দিকে নজর দেওয়ার এই সিদ্ধান্ত কমনওয়েলথভুক্ত সরকার এবং সমাজের প্রতি একটি পরিষ্কার ইঙ্গিত প্রদান করছে৷ সেটি হচ্ছে বাল্য এবং জোরপূর্বক বিয়ে, যা কিনা অনেক সময়ই মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে দেওয়া হয়, সেগুলো আর সহ্য করা হবে না৷

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ শুক্রবার অস্ট্রেলিয়ার পার্থে কমনওয়েলথ রাষ্ট্র প্রধানদের সম্মেলনের উদ্বোধন করেন৷ এসময় তিনি মেয়ে এবং নারীদেরকে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের যথাযথ সুযোগ করে দিতে রাষ্ট্র প্রধানদের প্রতি আহ্বান জানান৷

মানবাধিকার কর্মীদের দাবি, অল্পবয়সি মেয়েদেরকে জোরপূর্বক বিয়ে দেওয়ার হার কমনওয়েলথ দেশগুলোতে বেশি৷ জোরপূর্বক বিয়ে চালু আছে এমন ২০টি দেশের মধ্যে ১২টি কমনওয়েলথভূক্ত৷ প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের কিছু দেশে ১২ থেকে ১৩ বছর বয়সিদের বিয়ে দিতে আইনত কোন বাধা নেই৷

বাংলাদেশে ১৫ বছর বয়স পার হওয়ার আগেই ৩২ শতাংশ মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হয়৷ প্ল্যান ইন্টারন্যাশনালয়ের তথ্য অনুযায়ী, সিয়েরা লিওন, ক্যামেরুন, মোজাম্বিক এবং ভারতে বাল্যবিবাহের হার অনেক বেশি৷

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কমনওয়েলথ সম্মেলনে অংশগ্রহণ করেছেন৷ সম্মেলনে তিনি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আরও বেশি আর্থিক সহযোগিতার জন্য উন্নত বিশ্বের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছেন৷ কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকের সমাপনী অধিবেশনে এ আহ্বান জানান শেখ হাসিনা৷ তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য সবচেয়ে কম দায়ী হওয়া সত্ত্বেও বাংলাদেশ জলবায়ুর পরিবর্তনের সবচেয়ে বেশি শিকার হওয়া দেশগুলোর একটি৷

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সম্মেলন শেষে সাংবাদিকদের জানান, শেখ হাসিনা ও কমনওয়েলথ নেতৃবৃন্দ জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা ও নিরাপদ অভিবাসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন৷ জলবায়ুর পরিবর্তনের ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশ সরকার জনগণের জন্য খাদ্য নিরাপত্তা বজায় রাখতে কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছেন হাসিনা৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ