1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একুশে বইমেলা

১ ফেব্রুয়ারি ২০১২

ঢাকায় শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা৷ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বিশেষ অতিথি ব্রিটিশ কবি এবং বাংলা সাহিত্যের বিশিষ্ট গবেষক উইলিয়াম রাদিচি বাংলা ভাষা ও সাহিত্যের ঐশ্বর্যের কথা উল্লেখ করেন৷

The month-long Amar Ekushey Book Fair began on the Bangla Academy premises in the Dhaka city amid much enthusiasm among readers, writers and publishers. Keywords: Bangladesh, Amar Ekushey Book Fair, DW Declaration: Hiermit erkläre ich, DW Freie Mittarbeiter Harun-ur-Rashid Swapan, mich damit einverstanden, daß die Deutsche Welle mein eigenes, als Anhang verschicktes, Bild für ihre Websiten verwenden darf.
ফাইল ছবিছবি: Harun-ur-Rashid Swapan

অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানকে উইলিয়াম রাদিচির উপস্থিতি বিশেষ মাত্রা দিয়েছে৷ তিনি জানান, একাত্তরে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি বাংলা ভাষা শেখা শুরু করেন৷ তখন তার সামনে একটি মানুষই ভেসে উঠত - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান৷ এরপর বাংলা সাহিত্য পড়তে গিয়ে তিনি পরিচিত হন রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল ও শামসুর রাহমানের মত কবি ও লেখকদের সাহিত্যের সঙ্গে৷ বাংলা ভাষার ঐশ্বর্যে তিনি মুগ্ধ৷ তিনি বলেন, ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধ এ জাতির সবচেয়ে গৌরবের ঘটনা৷

বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, আশঙ্কা ছিল তথ্য প্রযুক্তির যুগে মুদ্রিত বইয়ের চাহিদা কমে যাবে৷ কিন্তু সে আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে৷ বরং বইয়ের চাহিদা দিন দিন বাড়ছে৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ২১শে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৷ তাই ২১শে ফেব্রুয়ারি এখন বিশ্বজনীন৷ তিনি বলেন, বাংলাভাষাকে জাতসংঘের দাপ্তরিক ভাষা হিসেবেও প্রতিষ্ঠিত করতে হবে৷

প্রধানমন্ত্রী বলেন, জ্ঞান চর্চার মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক উদার গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে৷ আর দেশের মানুষকে চিনতে হবে গণতন্ত্রের শত্রু-মিত্রদের৷ তিনি বলেন, বইকে আমাদের নিত্যদিনের সঙ্গী করতে হবে৷ আর এ জন্য বাংলা একাডেমীর কাজ আরো বিস্তৃত করতে হবে৷ তিনি অমর একুশে গ্রন্থ মেলার পরিধি আরো বাড়ানোর তাগিদ দেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ