1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আরেক সাংবাদিকের মৃত্যু

৮ মে ২০২০

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া দৈনিক ভোরের কাগজের নিজস্ব প্রতিবেদক আসলাম রহমানের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস সংক্রমন ধরা পড়েনি৷

Bangladesch Dhaka Medical College Hospital
ছবি: DW/H. Ur Radhid

৪৪ বছরের আসলাম গত কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন৷ শ্বাসকষ্ট বেড়ে গিয়ে অচেতন হয়ে পড়লে বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়৷ সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানায় বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

আসলামের সহকর্মী রাশেদ আলী বলেন,  "বৃহস্পতিবার রাতে শান্তিবাগের বাসায় অচেতন হয়ে পড়লে অফিসের গাড়ি দিয়ে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল৷”

করোনা ভাইরাস মহামারীর এই সময়ে একই ধরনের লক্ষণ নিয়ে সম্প্রতি দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন এবং একই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ সহ সম্পাদক মাহমুদুল হাকিম অপু মারা গেছেন৷ মৃত্যুর পর হুমায়ুনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে৷ মাহমুদুল হাকিমের মৃত্যুর পর নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষার ফলাফল এখনো জানা যায়নি৷

তবে আসলাম অসুস্থ হওয়ার পর পরীক্ষা করিয়েছিলেন এবং পরীক্ষায় তাঁর দেহে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েনি৷

রাশেদ আলী বলেন,  "বাসাবো এলাকায় করোনা ভাইরাস পরীক্ষার জন্য দুটি বুথ রয়েছে৷ তিনি চারদিন আগে সেখানে নমুনা দিয়েছিল এবং বুধবার পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে৷”

আসলামের বাড়ি মাদারীপুরে৷ তাঁর স্ত্রী ও দুইটি সন্তান রয়েছে৷

এসএনএল/(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ