1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জ্যাকসনের ডাক্তারকে চার বছরের কারাদণ্ড!

৩০ নভেম্বর ২০১১

জ্যাকসনের মৃত্যুর জন্য দায়ী ডাক্তারকে চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত৷ ২০০৯ সালের জুন মাসে মাইকেল জ্যাকসনের মৃত্যু হয়৷ তাঁর ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারের দেওয়া চেতনানাশক প্রোপোফলই ছিল মৃত্যুর কারণ৷

In this Feb. 8, 2010 file photo, Michael Jackson's physician, Conrad Murray arrives for his arraignment at the Airport Branch Courthouse in Los Angeles. Prosecutors appear to have passed the midway point in Dr. Conrad Murray's preliminary hearing, with a coroner and a detective who interviewed the physician remaining as marquee witnesses. (AP Photo/Damian Dovarganes, File)
ডা. কনরাড মারেছবি: AP

লস অ্যাঞ্জেলেস'এর আদালতের বিচারক কনরাড মারের কর্মকাণ্ডকে আখ্যা দিয়েছেন ‘টাকার জন্য ওষুধ খাওয়ানোর পাগলামি' হিসেবে৷ জ্যাকসন যখন মৃত্যুশয্যায়, মারে তখন টেলিফোনে বান্ধবীদের সঙ্গে গল্পে ব্যস্ত ছিলেন৷ ফলে, জরুরি নম্বরে ফোন করতেও দেরি করেন তিনি৷ এরকম বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় চার বছর কারাদণ্ডের শাস্তি পেলেন মারে৷ ‘অনিচ্ছাকৃত খুন'এর অপরাধে অপরাধী তিনি৷

তবে ধারণা করা হচ্ছে, পুরো চার বছর হয়ত তাকে কারাভোগ করতে হবে না৷ বরং শাস্তির মেয়াদের অর্ধেকেরও কম সময় হাজতে কাটাতে হতে পারে মারেকে৷ ক্যালিফোর্নিয়ার কারাগারে বর্তমানে কয়েদিদের অতিমাত্রায় ভিড় থাকায় হাজত বাস থেকে খানিকটা রেহাই পেতে পারেন মারে৷

আদালতে কনরাড মারেছবি: picture-alliance/dpa

কনরাড মারের শাস্তি অবশ্য এখানেই শেষ নয়৷ জ্যাকসন পরিবারকে একটি বড় অঙ্কের ক্ষতিপুরণও দিতে হতে পারে তাকে৷ আদালত এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন আগামী বছর জানুয়ারি মাসে নাগাদ৷ অর্থদণ্ডের পরিমাণ ১০০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত হতে পারে৷

এদিকে, আদালতের রায়ের প্রশংসা করেছেন জ্যাকসনের মা ক্যাথরিন৷ শাস্তির মেয়াদ নিয়ে অবশ্য খানিকটা আক্ষেপ রয়ে গেছে তাঁর৷ বার্তাসংস্থাকে তিনি বলেন, কারো জীবন ছিনিয়ে নেওয়ার শাস্তি হিসেবে চার বছর যথেষ্ট নয়৷

ক্যাথরিন স্বীকার করেন, দোষী সাব্যস্ত হওয়ায় আইন অনুযায়ী মারের সর্বোচ্চ শাস্তিই হয়েছে৷ বিচারক এক্ষেত্রে খুবই নিরপেক্ষ রায় দিয়েছেন, মন্তব্য ৮১ বছর বয়সি ক্যাথরিনের৷

উল্লেখ্য, নভেম্বরের সাত তারিখে আদালত কনরাড মারে'কে দোষী সাব্যস্ত করেন৷ ২০০৯ সালের ২৫ জুন মাইকেল জ্যাকসনকে মাত্রাতিরিক্ত চেতনানাশক প্রোপোফল দিয়েছিলেন তিনি৷ আর তাতেই প্রাণ হারান শতাব্দীর অন্যতম সেরা সংগীত তারকা, মাইকেল জ্যাকসন৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ