1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জ্যাকসনের মৃত্যুরহস্য নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে

২৭ জুন ২০০৯

ঠিক কী কারণে মৃত্যু হল পপসম্রাট মাইকেল জ্যাকসনের? রহস্য ঘনীভূত হচ্ছে ক্রমশ৷ শোনা যাচ্ছে, মৃত্যুর কিছুক্ষণ পূর্বে যন্ত্রণা কমানোর মাদক নিয়েছিলেন তিনি৷ করোনার কিন্তু বলছেন তেমন কোন ব্যাপার ঘটেনি৷

রহস্য ঘেরা বিদায় জ্যাকসনেরছবি: AP

ঠিক কী কারণে মৃত্যু হল পপসম্রাট মাইকেল জ্যাকসনের? রহস্য ঘনীভূত হচ্ছে ক্রমশ৷ শোনা যাচ্ছে, মৃত্যুর কিছুক্ষণ পূর্বে যন্ত্রণা কমানোর মাদক নিয়েছিলেন তিনি৷ করোনার কিন্তু বলছেন তেমন কোন ব্যাপার ঘটেনি৷

মাত্র পঞ্চাশ বছর বয়সে অকস্মাৎ মৃত পপস্টার মাইকেল জ্যাকসনের মরদেহের ময়নাতদন্তের কাজ শেষ৷ কিন্তু আগামী বেশ কিছুদিন জানা যাবে না কী ছিল তাঁর মৃত্যুর কারণ৷ লস অ্যাঞ্জেলেস কাউন্টি করোনারের মুখপাত্র ক্রেইগ হার্ভে জানাচ্ছেন, মৃত্যুর কারণ ঘোষণার সময়সীমা পিছিয়ে দেওয়া হয়েছে৷ যার অর্থ, সম্ভবত আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হতে চাইছেন ময়নাতদন্তকারীরা৷ এই পরীক্ষানিরীক্ষা করার অর্থ, সম্ভবত টক্সিকোলজি টেস্ট করা হবে জ্যাকসনের মরদেহের৷ যাতে জানা যাবে তাঁর শরীরে কোনরকম বিষাক্ত রাসায়নিক দ্রব্য থাকায় তাঁর মৃত্যু হয়েছিল কিনা৷

সাংবাদিকদের মুখোমুখি জ্যাকসন পরিবারের মুখপাত্রছবি: AP

ওদিকে, যুক্তরাষ্ট্রের নামজাদা সেলিব্রিটি ওয়েবসাইট, টি এম জেড জানাচ্ছে, মৃত্যুর অব্যবহিত পূর্বে নাকি ব্যাথা উপশমের জন্য নারকোটিক ইঞ্জেকশন নিয়েছিলেন জ্যাকসন৷ জ্যাকসন পরিবারের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্যের সাক্ষাত্কারের ভিত্তিতেই টি এম জেড-এর এই দাবি৷ বলা হয়েছে, পপসম্রাট ডেমেরল নামের নারকোটিক নিয়েছিলেন৷ আর এই মাদকটি শরীরে প্রবেশ করার আধঘন্টার মধ্যে তাঁর হৃদযন্ত্রের কাজ বন্ধ হয়ে যায়৷ এর থেকেই জ্যাকসনের মৃত্যু হয়েছে বলে দাবি করছে টি এম জেড৷

ওদিকে, দুনিয়ার বিভিন্ন প্রান্তে সদ্যমৃত জনপ্রিয় পপের রাজা মাইকেল জ্যাকসনের স্মরণে অজস্র অনুষ্ঠানের খবর আসছে৷ জ্যাকসনের নাচগান যাঁরা ভালোবাসতেন, তাঁর সৃষ্টির মাধ্যমেই জ্যাকসনকে স্মরণ করছেন কোটি কোটি জ্যাকসন অনুরাগী৷ এরমধ্যে থাইল্যান্ডের একটি কারাগারের খবরটি চমকপ্রদ৷ সেখানে কয়েকশো কয়েদী জ্যাকসনের সঙ্গীত আর নাচের অনুষ্ঠান করে স্মরণ করেছেন প্রিয় পপসম্রাট মাইকেল জ্যাকসনকে৷

প্রতিবেদক: সুপ্রিয় বন্দোপাধ্যায়, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ