1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাইকেল জ্যাকসন

২৮ জুলাই ২০১২

প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের তিন সন্তানের দেখাশোনার দায়িত্ব নিলেন মাইকেলের মা ক্যাথরিন জ্যাকসন এবং ভাগ্নে টি জে জ্যাকসন৷ এদিকে, প্রিন্স, প্যারিস এবং ব্ল্যাঙ্কেট এর অবস্থা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত৷

Michael Jackson's children Paris, left, and Prince Michael Jackson II accept the Lifetime Achievement award on behalf their father presented by Lionel Richie, right, at the Grammy Awards on Sunday, Jan. 31, 2010, in Los Angeles. (AP Photo/Matt Sayles)
ছবি: AP

২০০৯ সালের জুনে মাইকেল জ্যাকসন মারা যাওয়ার পর থেকে তাঁর রেখে যাওয়া বিশাল সম্পত্তি এবং তিন সন্তানের দেখা-শোনা নিয়ে মাঝেমাঝেই বিপত্তি দেখা গেছে৷ তবে সম্প্রতি মাইকেলের মা ক্যাথরিন জ্যাকসন হঠাৎ করে লস অ্যাঞ্জেলেসের বাইরে চলে গেলে তাঁর উধাও হওয়া নিয়ে বেশ জল্পনা-কল্পনা শুরু হয়৷ এমনকি অভিযোগ উঠেছিল যে, হয়তো তাঁর কোন সন্তানই তাঁকে অপহরণ করেছেন৷ কিন্তু প্রায় ১০ দিন পর ফিরে এসে সোজা জাতীয় টেলিভিশনের পর্দায় হাজির হন ক্যাথরিন৷ তিনি জানান, তিনি অপহৃত হননি৷

তবে ক্যাথরিনের অনুপস্থিতিতে মাইকেলের সন্তানদের লালন-পালনের বিষয়টি আবারও জোরেশোরে আলোচিত হতে থাকে৷ শেষ পর্যন্ত শুক্রবার জ্যাকসন পরিবারের আইনজীবী পেরি স্যান্ডার্স জানিয়েছেন যে, ৮২ বছর বয়সি মা ক্যাথরিন মাইকেলের ভাগ্নে ৩৪ বছর বয়সি টিটো জে জ্যাকসনের সাথে দেখা করেছেন এবং তাঁরা যৌথভাবে মাইকেলের সন্তানদের দেখা-শোনা করবেন৷ ১৫ বছর বয়সি প্রিন্স, ১৪ বছর বয়সি প্যারিস এবং ১০ বছর বয়সি ব্ল্যাঙ্কেট-এর পড়াশোনা, নিরাপত্তা এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করবেন টি জে জ্যাকসন৷ আর তাদের দাদিমা ক্যাথরিন মাইকেলের সম্পত্তি থেকে তাদের ব্যয় নির্বাহ করবেন৷

আইনজীবী স্যান্ডার্স বলেন, ‘‘মাইকেলের সন্তানদের সাথে একটি চমৎকার সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ক্যাথরিন৷ তবে অভিভাবক হিসেবে আরো যেসব কঠিন কাজ দায়িত্ব হিসেবে পড়ে সেগুলো তিনি অন্যের সাথে ভাগ করতে রাজি আছেন৷''

এদিকে, ক্যাথরিনের অনুপস্থিতিতে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হলে লস অ্যাঞ্জেলেস এর উচ্চ আদালতের বিচারক মিচেল বেকলফ শুক্রবার নির্দেশ দিয়েছেন মাইকেলের সন্তানদের অবস্থা তদন্ত করে দেখার৷ এ ব্যাপারে স্যান্ডার্স জানিয়েছেন, ক্যাথরিন এবং টিটোর মধ্যে যে দায়িত্ব ভাগাভাগির সিদ্ধান্ত হয়েছে সেটির বিস্তারিত রূপরেখা আগামী সপ্তাহে আদালতে হাজির করা হবে৷

এএইচ / আরআই (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ