1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জ্যাকসনের স্মরণে সোনু নিগমের মুনওয়াক

২৬ আগস্ট ২০০৯

তিনি বলিউডের এ সময়ের সেরা গায়ক৷ অবশ্য আরো কিছু গুণও আছে যেসবের জন্যে শুধু সঙ্গীত শিল্পী নয়, পারফর্মার হিসেবেও সোনু নিগম অনন্য৷ তাই বলে সোনু নিগম নাচবেন মাইকেল জ্যাকসনের ‘মুনওয়াক’?

ছবি: AP

অবিশ্বাস্য হলেও কথাটা কিন্তু সত্যি৷ লস অ্যাঞ্জেলেসের শ্রাইন অডিটোরিয়ামে ‘সোনু মুনওয়াক' তাক লাগিয়ে দিয়েছে মাইকেল জ্যাকসনের ভাই জারমেইন জ্যাকসনকেও!

সোনু নিগমের গান মানেই মুগ্ধতায় ভরপুর নিবিষ্ট কিছু মুহূর্ত৷ শ্রাইনের এ জলসায় হাজির ছিলেন মাইকেল জ্যাকসনের ভাই জারমেইন জ্যাকসন, তাঁর স্ত্রী হালিমা এবং পাশ্চাত্য সঙ্গীত জগতের বেশ কয়েকজন তারকা৷ বরাবরের মতো এ অনুষ্ঠানেও সোনু গেয়েছেন কুড়ির দশক থেকে হালের মুম্বাই ফিল্মের নানা স্বাদের কিছু গান৷ সেখানে মোহাম্মদ রফির কিছু গান তো অবশ্যই ছিল৷ থাকবেই তো, সোনু নিগমের কাছে ‘রফি সাহাব' কত বড় প্রেরণা তা কে না জানেন! তা ‘রফিজী'কে শ্রদ্ধা জানানোর শুরু ‘হো কিসমত ফুটি, আস না টুটি' গানটি দিয়ে৷ শ্রোতারা একেবারে মন্ত্রমুগ্ধ৷ এভাবে হিন্দি গান মায়াজাল ছড়ালো বেশ কিছুক্ষণ৷ তারপর? হ্যাঁ, মাইকেল জ্যাকসনের ‘বিলি জিন' এবং সেইসঙ্গে মুনওয়াক! সোনু নিগম গাইতে জানেন, হিন্দি ছবির নায়ক হয়ে নাচতে জানেন, অভিনয় জানেন, জানেন যে কোনো মানুষ বা শিল্পীর কন্ঠ অনুকরণ করতে --- এসব জানাই ছিল, এবার দিব্যচক্ষে দেখা হলো, ‘পাঞ্জাবী পাঁজি' মুনওয়াকও জানেন! এবং জানেন এত ভালো যে দেখে জারমেইন জ্যাকসন এবং হালিমাও স্তব্ধ৷ পরে মোহাম্মদ রফি এবং মাইকেল জ্যাকসনের কন্ঠ হুবহু নকল করে গান গেয়ে শোনান সোনু৷ শ্রাইন অডিটোরিয়ামে উপস্থিত কয়েক হাজার দর্শক দাঁড়িয়ে, হাততালি বাজিয়ে শ্রদ্ধা জানান প্রয়াত দুই শিল্পী রফি এবং মাইকেল জ্যাকসনকে, সাধুবাদ জানান সোনুর সঙ্গীত প্রতিভাকে৷

জ্যাকসনছবি: picture-alliance / dpa

অনুষ্ঠান শেষে জারমেইন জ্যাকসন সস্ত্রীক এসে কথা বলেছেন সোনুর সঙ্গে৷ তাঁরা তাঁর প্রায় সব গানই শুনেছেন --- জারমেইন এবং হালিমার মুখে এ কথা শুনে সোনু নিগম একেবারে অভিভূত৷

প্রতিবেদক: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ