1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জ্যাকসনের হত্যা মামলার রায় আগামী সপ্তাহে

৩০ অক্টোবর ২০১১

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুর কারণ কী ছিল? তার চিকিৎসকের অবহেলা নাকি তার নিজের আসক্তি৷ আগামী সপ্তাহেই সেটা জানা যাবে৷ লস এঞ্জেলেসের আদালতের মোট ১২ জন জুরি সেই সিদ্ধান্ত নেবেন৷

ছবি: picture alliance / ZUMA Press

জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারের বিরুদ্ধে টানা পাঁচ সপ্তাহের দীর্ঘ শুনানি প্রায় শেষ হতে চলেছে৷ মোট ৪০ জন সাক্ষী এবং ঘণ্টার পর ঘণ্টা মেডিকেল পরীক্ষা নিরীক্ষা সব কিছুর শেষ হতে চলেছে৷ আগামীকাল শেষ সাক্ষী ড. পল হোয়াইটের সাক্ষ্যগ্রহণ করা হবে৷ এরপরই বিচারক মাইকেল প্যাস্টর তার আদালতে উপস্থিত সাতজন পুরুষ এবং পাঁচজন নারী জুরিকে তাদের সিদ্ধান্ত জানাতে বলবেন৷

কনরাড মারেছবি: AP

উল্লেখ্য, গত ২০০৯ সালের ২৫ জুন বিষাক্ত প্রপোফলের কারণে চিরবিদায় নেন মাইকেল জ্যাকসন৷ তার মৃত্যুর সময় তার পাশেই ছিলেন মাসে দেড় লাখ ডলার বেতনের ব্যক্তিগত চিকিৎসক মারে৷ কিন্তু অভিযোগ উঠেছে, জ্যাকসনকে এই মাদকে আসক্ত করার ব্যাপারে তাঁর অবহেলা ছিল৷ জ্যাকসনের মৃত্যুর সময়েও তিনি তাৎক্ষণিকভাবে সঠিক সিদ্ধান্ত নেননি৷ তাই তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে৷ তা প্রমাণিত হলে সর্বোচ্চ চার বছর কারাদণ্ড হতে পারে এই ৫৮ বছর বয়সি চিকিৎসক কনরাড মারের৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ