1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জ্যাকসন নেই, ভাবতে পারছেন না ফ্যানেরা

২৬ জুন ২০০৯

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্বের কোটি কোটি মানুষের মাঝে৷ অসাধারণ সুর আর নাচের ছন্দে বিশ্বকে কয়েক দশক ধরে মাতিয়ে রেখেছিলেন এই পপ সম্রাট৷ তাঁর এমন বিদায় কিছুতেই মেনে নিতে পারছেন না ভক্তরা৷

মাইকেল জ্যাকসনের ভক্তরা জড় হয়েছেন লস এঞ্জেলেসেছবি: AP

বৃহস্পতিবার জ্যাকসনের মৃত্যুর খবর বাতাসের চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে৷ জ্যাকসনকে হাসপাতালে নেওয়া হয়েছে এই খবর পেয়েই হাজার হাজার ভক্ত জড়ো হন লস এঞ্জেলেস এর ইউসিএলল মেডিকেল সেন্টারের সামনে৷ সময় যত যাচ্ছিলো ততই প্রিয় গায়কের খবর পাওয়ার জন্য অধীর হয়ে উঠছিলো তারা৷ প্রিয় মাইকেল জ্যাকসন আর নেই, এই খবর পাওয়ার পরই কান্নায় ভেঙ্গে পড়ে অনেক ভক্ত৷ একই রকম রকম ঘটনার অবতারণা ঘটে বিশ্বের আরও অনেক জায়গায়৷ জ্যাকসনের জন্মস্থান শিকাগোর গেরিতেও সমবেত হয়েছেন হাজার হাজার সমর্থক৷

মাইকেল জ্যাকসনের ভক্ত ম্যাডোনা পর্যন্তছবি: picture-alliance / dpa

বিদায়বেলায় গোটা বিশ্বের কোটি কোটি ভক্ত ছাড়াও অনেক নামকরা তারকাকেও কাঁদিয়েছেন জ্যাকসন৷ জ্যাকসন যদি হন পপ সম্রাট, তাহলে ম্যাডোনা হবেন পপ সম্রাজ্ঞী৷ জ্যাকসনের মৃত্যুর খবর শুনে কান্না আটকে রাখতে পারেননি ম্যাডোনা৷ এক বিবৃতিতে বলেছেন, আমি সবসময় জ্যাকসনের বন্দনা করে এসেছি৷ বিশ্ব এক মহান ব্যক্তিকে হারিয়েছে কিন্তু তাঁর সঙ্গীত চিরদিন বেঁচে থাকবে৷

মাইকেল জ্যাকসনের আগে যিনি ছিলেন পপ জগতের তারকা সেই এলভিস প্রিসলেরর মেয়ে লিজা মেরি প্রিসলে বলেছেন, আমি খুবই শোকগ্রস্ত এবং আবেগাক্রান্ত৷ এটা এমন ক্ষতি যা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না৷ কিংবদন্তী অভিনেত্রী এলিজাবেথ টেলর ছিলেন মাইকেল জ্যাকসনের একজন বন্ধু৷ তাঁর মৃত্যুতে এলিজাবেথ টেলর এতটাই বিপর্যস্ত যে তিনি এ মুহুর্তে কোন শোক বিবৃতি দিতে অপারগতা প্রকাশ করেন৷ কেবল বিনোদন জগত নয়, সব মহলের শ্রদ্ধা আর ভালোবাসা অর্জন করেছিলেন পপ সম্রাট মাইকেল জ্যাকসন৷ তাদের সকলকেই কাঁদিয়ে চলে গেলেন সঙ্গীত জগতে চিরস্মরণীয় হয়ে থাকা মাইকেল জ্যাকসন৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ