1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জ্যাকেট খুলেছেন, তবে নগ্ন হননি পুনম

১৫ এপ্রিল ২০১১

ভারত বিশ্বকাপ জয় করলে নগ্ন হব, এরকম এক ঘোষণা দিয়ে রাতারাতি তারকা বনে যান পুনম পাণ্ডে৷ অবস্থা এমন যে, তাঁর ছবির খোঁজে এখনো ইন্টারনেটে হুমড়ি খেয়ে পড়ছে সাধারণ মানুষ৷ তবে নগ্ন কিন্তু হননি পুনম৷

ইন্টারনেটে পুনম পাণ্ডের খোঁজ চলছেই (প্রতীকী ছবি)ছবি: PA/dpa

ভারত বিশ্বকাপ জয়ের পর কয়েক ঘণ্টা পুনমের কোন হদিস ছিল না৷ জানা গেল, কোন এক রাজনৈতিক দলের হুমকির কারণে গা ঢাকা দিয়েছিলেন এই কিংফিশার বিকিনি মডেল৷ পরে অবশ্য ফেসবুক, টুইটারে বড় গলাতেই তিনি শুনিয়েছেন, ভারতে না হলে প্যারিসে ভারতীয় ক্রিকেট দলের সামনে নগ্ন হতে চান তিনি৷ বলাবাহুল্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে এহেন কর্মের অনুমতি পাননি তিনি৷ তারপরও অবশ্য সংবাদ শিরোনামে রয়েছেন পুনম৷ ‘আমি শীঘ্রই নগ্ন হব', কিংবা ‘আমি বিস্ময়ে ভরা', পুনমের এরকম নানা রসালো মন্তব্য ঘুরে ফিরে প্রচার হচ্ছে বিভিন্ন খবরের কাগজে৷

সর্বশেষ এক সংবাদ সম্মেলনে এক টানে জ্যাকেটের চেইন খুলে ফেলেন পুনম৷ না, এবারো নগ্ন হননি তিনি৷ বরং কালো বিকনি পরিহিত অবস্থাতেই দেখা গেছে তাকে৷

মডেল কন্যা পুনমের বাজার অবশ্য ক্রমশ বাড়ছে৷ একটি রিয়েলিটি শোতে দেখা যাবে তাকে, যার উপস্থাপক আবার অক্ষয় কুমার৷ শোনা যাচ্ছে, এই শোতে অংশ নিয়ে মোটা অংকের টাকা কামাচ্ছেন এই তন্বী৷

ফেসবুক, টুইটারেও পুনম বেশ সমৃদ্ধ হয়েছেন গত কয়েকদিনে৷ বিশ্বকাপ ফাইনালের আগে তাঁর ফেসবুক পাতায় ভক্ত ছিল অল্প কয়েকজন৷ সেখানে এখন ভক্তের সংখ্যা চোদ্দ হাজার৷ এছাড়া টুইটারেও পুনমকে অনুসরণ করছেন প্রায় সাড়ে বারো হাজার ভক্ত৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ