1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এলা ফিত্সজেরাল্ড

২৬ এপ্রিল ২০১২

বিংশ শতাব্দীর এই তারকা তাঁর প্রাণবন্ত সংগীত আজো মুগ্ধ করে জ্যাজ সংগীত জগতের অনুরাগীদের৷ ২৫ এপ্রিল ছিল এই কিংবদন্তি সংগীত শিল্পীর ৯৫ তম জন্মবার্ষিকী৷

ছবি: Getty Images

‘ফার্স্ট লেডি অব সংস', ‘জ্যাজ সম্রাজ্ঞী' বা ‘লেডি এলা' – নানাভাবে খ্যাত এলা ফিত্সজেরাল্ড প্রায় ছ'দশক সময় ধরে তাঁর অসাধারণ সংগীত শৈলীর মধ্যে দিয়ে জয় করেছিলেন বিশ্বের অসংখ্য জ্যাজ অনুরাগীর হৃদয়৷ পেয়েছিলেন অসাধারণ সাফল্য, খ্যাতি এবং স্বীকৃতি৷

এলা ফিত্সজেরাল্ডছবি: Getty Images

এলা ফিত্সজেরাল্ড এর জন্ম ১৯১৭ সালে ভার্জিনিয়ায়৷ খুব অল্প বয়সেই মায়ের সাথে তিনি চলে আসেন নিউ ইয়র্কে৷ ছোটবেলা থেকেই জ্যাজ সঙ্গীতের প্রতি তাঁর ছিল গভীর অনুরাগ৷ বিখ্যাত জ্যাজ তারকা কনি বোজওয়েল ছিলেন তাঁর আদর্শ৷ তাঁর গান শুনে শুনেই সংগীতে তাঁর স্বশিক্ষা৷ ১৭ বছর বয়সে হার্লেমের বিখ্যাত ‘অ্যাপোলো থিয়েটার'এ একটি সংগীত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জয় করেন এলা৷ আর সেই থেকেই গায়িকা হিসেবে তাঁর নাম ছড়িয়ে পড়ে৷ ১৯৩৫ সালে এলার পরিচয় হয় বিখ্যাত ড্রাম বাদক ও ব্যান্ড লিডার চিক ওয়েব এর সাথে এবং যোগ দেন তাঁর ব্যান্ডে৷ এই ব্যান্ডের সাথেই শুরু হয় এলার সংগীত জীবন৷ একের পর এক হিট অ্যালবাম বের হয় বাজারে৷

জ্যাজ সংগীতের বিভিন্ন ধারায় অসাধারণ প্রভাব বিস্তার করতে পেরেছিলেন এলা ফিত্সজেরাল্ড৷ তাঁর বহু সংগীত মাইল ফলক হয়ে আছে জ্যাজ সংগীতের ইতিহাসে৷ ডিউক অ্যালিংটন, লায়ানেল হ্যাম্পটন, ডিজি জিলেপ্সি সহ আরো বহু খ্যাতিমান সংগীত শিল্পীর সাথে কাজ করেছেন এলা৷ বিশেষ করে লুইজ আর্মস্ট্রং তাঁর সাথে কণ্ঠ মিলিয়েছেন বহুবার৷

জ্যাজ সংগীতের পাশাপাশি ব্লুস, সুইং, গস্পেল, সাম্বা, হিপ হপ ও জ্যাজ আঙ্গিকের ক্রিসমাস সংগীত সহ বহু ধারায় গান গেয়েছেন তিনি৷ ১৯৮৪ সালের হিসেব অনুযায়ী প্রায় ৪ কোটিরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে তাঁর৷ ১৩বার গ্র্যামি সহ আরো বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি৷ ১৯৯৬ সালের ১৫ জুন ক্যালিফোর্নিয়ায় মৃত্যুর কোলে ঢলে পড়েন বিংশ শতাব্দীর এক অসাধারণ প্রতিভা এলা ফিত্সজেরাল্ড৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ